বুলগেরিয়া: ফুটবল খেলোয়াড়ের একজন মডেলকে প্রহার করা

বুলগেরিয়ার লোকজন একটি সংবাদে ধাক্কা খায়, যখন তারা জানতে পারে যে দেশটির অন্যতম বৃহৎ ফুটবল ক্লাব সিএসকেএ-এর ফুটবল খেলোয়াড়, দেশটির সেরা মডেল ক্রিস্টিন ভাচেভাকে প্রহার করেছে।

অরলিন অরলিনভ সিএসেককেএ-তে যোগ দেবার আগে স্লাভিয়া ক্লাবে খেলতেন। স্লাভিয়ার প্রশিক্ষক বলেন অরলিনভ অতীতে সেখানেও সমস্যা তৈরি করেছিলেন। ক্রিস্টিন ভাচেভা একজন সাংবাদিক এবং দেশটির অন্যতম সেরা মডেল, সে বুলগেরিয়ার এক বিখ্যাত ব্যক্তি। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় একটি নাইট ক্লাবে তাদের মধ্যে পরিচয় ঘটে। ২০ মার্চের রাতে, সে অরলিনভকে তার গৃহে নিয়ে যায়। অরলিনভ সেখানে যাবার পর ক্রিস্টিনকে প্রহার করতে শুরু করে।

বিটিভিকে ভাচেভা বলেন, “[…]সে আমাকে টেনে হিঁচড়ে মেঝেতে ফেলে দিয়েছিলো। সবকিছু রক্তে ঢেকে গিয়েছিলো […]।”

ঘটনাটি বুলগেরিয়ার ব্লগ এবং জনপ্রিয় সংবাদপত্রের পাতায় মন্তব্যের ঢেউয়ের সৃষ্টি করে।

ব্লগার ক্রসএজেন্সি এই ঘটনা নিয়ে সৃষ্ট গল্প থেকে উদ্ধৃত করেছেন [বুলগেরিয়ান ভাষায়]:

[…] সকালে আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি তাকে বললাম: “আমাকে দয়া কর, আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন” আমি চাবিটা দেখলাম এবং পালিয়ে গেলাম। যেই মূহূর্তে আমি গাড়ির কাছে গেলাম, সে আমাকে ফোন করা শুরু করল, সে একটা বার্তা পাঠাল। সে লিখল যদি আমি ফোন না ধরি তাহলে সবকিছু আরো খারাপের দিকে গড়াবে। আমি তাকে লিখলাম: “তুমি একটা উন্মাদ”- এবং সে লিখল, “হ্যাঁ, কিন্তু এ ব্যাপারে তোমার কিছুই করার নেই”। […]

সিসকো৮৭১ নামের আরেকজন ব্লগার লিখেছে [বুলগেরিয়ান ভাষায়]:

[…]ক্রিস্টিন সকাল বেলায় তার উপর সংঘটিত অত্যাচার হাত থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হন। “আমি তা সবাইকে জানাতে চাচ্ছি, কারণ অন্য কোন এক মেয়ে হয়ত একই ভুল করতে পারে এবং তার হাতে একই ভাবে নিগৃহীত হতে পারে”। অরলিনভ স্বীকার করেন যে, তিনি ভাচেভাকে ধর্ষণ করেননি, কিন্তু “সামান্য সে রকম কিছু করেছেন”। আশা করা হচ্ছে বিচারকের দপ্তরে সিএসকেএ-এর ফুটবল খেলোয়াড়ের বিরুদ্ধে আঘাত এবং হুমকি প্রদানের অভিযোগ আনা হবে।[…]

নভিনকাতা লিখেছে [বুলগেরিয়ান ভাষায়]:

[…] সিএসকেএ-এর মধ্যমাঠের খেলোয়াড় অরলিন অরলিনভ ঘোষণা দিয়েছে যে, সে কখনো মডেল এবং টিভি মাসাট-এর সাংবাদিক ক্যাটরিন ভাচেভাকে আঘাত করেননি, যে ক্যাটরিন (ক্রিস্টিন) তার বিরুদ্ধে ধর্ষণ এবং হুমকির অভিযোগ এনেছে। […]

বুলগেরিয়ার ব্লগ গোলি দুমি ক্রীড়াবিদের সমর্থকদের মাঝে আলোচনার পাতার একটি ছবি পোস্ট করেছেন ( স্ক্রীনশট) [বুলগেরিয়ান ভাষায়]:

04

এই ঘটনায় সমাজ বিভক্ত হয়ে গেছে। কেউ মনে করছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা, অন্যদিকে অন্যরা মনে করছে এটা কেবল এক ব্যক্তিগত সম্পর্কের ঝামেলা। গত কয়েকদিন ধরে বেশিরভাগ বুলগেরিয়ার টিভি স্টেশন এই বিষয়টি নিয়ে আলোচনা করছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .