কিছু সফলতা সত্বেও ইসলামঅনলাইন (আইওএল) কর্মীদের ধর্মঘট এখনও চলছে। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল এমনভাবে যে ধর্মঘট রত কর্মীরা তাদের অর্থনৈতিক অধিকার না নিয়ে নতুন প্রশাসনের কাছ থেকে চলে যাবেন, পরিস্থিতি আর একদিকে মোড় নিয়েছে যেখানে কর্মীদের বিজয়ের সূচনা দেখা যাচ্ছে।
আইওএলের ভূতপূর্ব সাংবাদিক নাদিয়া এলাওয়ে, কায়রো ব্যুরোর ধর্মঘট স্থল থেকে টুইট করেছেন:
@নাদিয়াএ: শেখ কারাদাউয়ি দুইজন @ইসলামঅনলাইন কাতারি বোর্ড সদস্য এবং তাদের সাম্প্রতিক সিদ্ধান্তকে মুলতবী করেছেন (আমি আইওএল এ আছি আর ঘোষণা শুনছি)
ভূতপূর্ব আইওএল কর্মী মোহাম্মাদ যিনি ধর্মঘট কাছ থেকে দেখে টুইটারে জানাচ্ছেন:
@মোহাম্মাদওয়াই: এখনো ঠিক বুঝছি না #ইসলামঅনলাইন সম্পর্কে শেষ আপডেটের মানে কি আসলে, কিন্তু মনে হচ্ছে বিক্ষোভকারী কর্মীদের বিজয় হচ্ছে!
মোহাম্মাদ গাফারি, একজন যিনি ধর্মঘট লাইভ টুইট আর লাইভ স্ট্রিমিং করছেন, ধর্মঘট চালানোর লক্ষ্য ব্যাখ্যা করেছেন:
@Ghafari: اعتصام موظفي اسلام اون لاين مستمر حتى تمكينهم من اداء عملهم الصحفي واعادة التحكم في المواقع الى مكتب القاهرة مجددا #IOL #IslamOnline
আহমেদ আব্দেল ফাতাহ পবিত্র বোর্ড সদস্যদের নাম উল্লেখ করেছেন, যা আগে নাদিয়া জানিয়েছিলেন:
@Ahmedikhwan: عاجل : الشيخ يوسف القرضاوي يقيل العمادي والانصاري بعد ضغوط من اعضاء مجلس الادارة الذين اتهموهم بهدم موقع اسلام أون لاين
আর তিনি জানিয়েছেন যে কর্মীরা ধর্মঘট করছেন তাদের সম্পর্কে সরাসরি কোন সিদ্ধান্ত নেয়া হয়নি:
@Ahmedikhwan: ولايزال الاعتصام مستمر لانه لا توجد حتي الان قرارات تتعلق بالعاملين #islamonline #iol
আহমেদ তার ফ্লিকার অ্যাকাউন্টে ধর্মঘটের অনেক ছবি আপলোড করেছেন:
ধর্মঘটকারীরা একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন আর ইসলামঅনলাইন ভয়েস নামে একটি ব্লগ খুলেছেন তাদের সংবাদ গুলো একসাথে করে প্রচার করতে।
এখানে ধর্মঘটের তৃতীয় দিনের ভিডিও:
ধর্মঘটকারীরা নীচের ভিডিওটা তৈরী করেছেন যা ইসলামঅনলাইন পুনর্বণ্টনের সম্ভাবনার বিরুদ্ধে একটি ব্যক্ত প্রতিবাদ। এই পুনর্বণ্টনের লক্ষ্য হচ্ছে একটি ভীষন রক্ষণশীল মডেল দাড় করানো যা প্রতিদিন আসা ১২০,০০০ পাঠকদের একঘরে করে ফেলবে।
গ্লোবাল ভয়েসেস অনলাইনে পূর্বেকার রিপোর্ট: