- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: এক সন্তান নীতি পুনর্বিবেচনা করা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, ব্যবসা ও অর্থনীতি, যুবা, রাজনীতি

ক্রমবর্ধমান বয়োজ্যেষ্ঠদের সংখ্যা আর ক্রমহ্রাসমান জনসংখ্যার হারের পরিপ্রেক্ষিতে চীনের জাতীয় গণ কংগ্রেস এর বার্ষিক মিটিং আর চীনের গণ রাজনৈতিক পরামর্শ কনফারেন্সে (৩রা মার্চ থেকে ১৪ মার্চ) চীনের এক সন্তান নীতি পুনর্বিবেচনার আহ্বান করা হয়।

চীনের গন রাজনৈতিক পরামর্শ কনফারেন্সের সদস্য ও চীনের সব থেকে ধনী নারী জাং ইন ৩০ বছর পুরানো নীতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার কথা বলেন। তার পরামর্শ মতে পুরো জাতিকে একেবারে সুযোগ না দিয়ে তিন থেকে পাঁচ বছরের পরীক্ষামূলক সময় থাকবে যেখানে কাউকে কাউকে দ্বিতীয় সন্তান নিতে দেয়া হবে।

সাউদার্ন উইকেন্ডের [1] সাথে এক সাক্ষাৎকারে জাং বলেছেন তিনি অনেকের মধ্যে একজন যিনি চীনের নিম্ন জন্মহার আর একটি বয়স্ক সমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

ছবি ডনওয়াইনল্যান্ডের সৌজন্যে [2]

ছবি ডনওয়াইনল্যান্ডের সৌজন্যে

১৯৮০ সালে কমিউনিস্ট পার্টির দ্বারা জারি করা একটি ‘খোলা পত্রে [3]’ এক সন্তান নীতি প্রস্তাব করা হয় যাতে দেশের বাড়তে থাকা জনসংখ্যার ভীতি থেকে বাঁচা যায়। চিঠিতে বলা হয় যে ৩০ বছর রাষ্ট্র কর্তৃক নির্ধারিত জন্মনিয়ন্ত্রণের পরে ‘অন্যান্য জনসংখ্যা গত নীতি গ্রহন করা যাবে’।

এই নীতি তার ৩০ বছরের সময় যখন শেষ করছে, পরিবার পরিকল্পনার বিষয়টা একটি বির্তকের বিষয়ে পরিনত হয়েছে। চীনের দীর্ঘদিনের বড় পরিবারের ঐতিহ্য থাকা সত্ত্বেও, অনলাইনে সম্ভাব্য ‘দুই সন্তান নীতি’ নিয়ে মতামত মিশ্র।

ব্লগার ইউ জিন [4] এক সন্তান নীতিকে চীনের দীর্ঘ মেয়াদী সমৃদ্ধি আর সম্পদ ধরে রাখার সাথে অবিচ্ছেদ্য মনে করছেন:

计划生育是我国的基本国策,人口数量控制在今后很长一段时间内还是要有力执行的。只有将人口总量控制在一个适度范围,面临日益匮乏的资源短缺,我国人均资源量才不会及其匮乏,人民生活水平才会有质的提高。

আমার দেশে পরিবার পরিকল্পনা একটা মূল নীতি। ভবিষ্যৎে দীর্ঘ সময় ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা চালিয়ে যেতে হবে। প্রতিদিন কমতে থাকা সম্পদের মুখে, কেবলমাত্র কার্যকর মাত্রায় জনসংখ্যা নিয়ন্ত্রণ মাথা পিছু সম্পদের অনেক কমতি ঠেকাতে পারবে। তাহলেই মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

ইউ জিন বলেছেন চীনের জনসংখ্যার লাভ, বিশ্বের সব থেকে বেশী শ্রমিক- বয়স্ক শ্রমিক যারা দেশের উৎপাদন যন্ত্রে অবদান রেখেছেন, সেখানে বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য সাদা কলারের চাকুরির অনুকূল পরিস্থিতি গড়ে তোলে নি।

为什么大学生就业难?并不要找不到工作,而是找不到合适的工作。大学生作为知识分子,当然不愿融入制造业当中了。对于”人口红利“时代的拐点,劳动力下降,我们可以采取其他措施,而不是放开二胎政策 … 随着以后经济发展,我国也可仿效发达国家,将制造业大批转入其他更贫穷的国家。

কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকুরি পাচ্ছেন না? এটা অবশ্যই এই জন্য না যে কাজ পাওয়া যায়না, বরং এই কারণে যে যথাযথ কাজ পাওয়া যায়না। ছাত্ররা, বুদ্ধিজীবীদের মতো উৎপাদন শিল্পে যেতে চায়না… অর্থনীতি যতো উন্নতি করছে, [চীন] উন্নত দেশের উদাহরণ অনুসরণ করতে পারে আর বড় মাপের উৎপাদন দরিদ্র দেশে স্থানান্তর করতে পারে।

ব্লগার ‘গ্রাসরুট পাবলিক সার্ভেন্ট [5]’ (তৃণমূল সরকারী কর্মচারী) একমত না, তিনি বলেছেন যে চীনের ভবিষ্যৎের জন্য উৎপাদন শিল্পে উন্নয়ন দরকার আর ‘দুই সন্তান নীতি’ পাস হলে এতে অবদান রাখতে পারে।

如果中国经济能够较快复苏,则民工荒会加剧,且远比前几年厉害,有可能促使全面放开二胎政策的提前出台。未来中国经济发展的一大制约因素,必然是劳动力,特别是低端劳动力的供给不足。

যদি চীনের অর্থনীতি দ্রুত তাজা হয়ে ওঠে, নাটকীয়ভাবে শ্রমিকের স্বল্পতা যদি বেড়ে যায় গত কয়েক বছরের থেকে বেশী, এটা জাতীয়ভাবে দুই সন্তান নীতি তাড়াতাড়ি পাশের মাধ্যমে সামাল দেয়া যেতে পারে। চীনের ভবিষ্যৎের উন্নতির পথে বড় বাধা হবে অবশ্যই শ্রম শক্তি, বিশেষ করে নিম্ন পর্যায়ের শ্রমের অভাব।

ব্লগার ওয়ান ইউ [6], যিনি নিজেকে মূল পর্যায়ের পরিবার পরিকল্পনা অফিসার বলেন, এক সন্তান পলিসি তৈরি করা হয়েছিল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যা সাংস্কৃতিক বিপ্লবের ফলে হয়েছিল, যা ১৯৭৬ সালে শেষ হয় আর এর ফলে অনেক বেকারত্বের সৃষ্টি হয়। তিনি বলেছেন এই নীতি সেই প্রজন্মের নাগরিকদের জন্য ছিল আর এখন পুনর্বিবেচনা করা উচিত।

এক সন্তান নীতি চলতে থাকলে পারিবারিক সম্পর্কের নিম্নগতি একটা সমস্যা যা ওয়ান ইউ জানিয়েছেন।

…曾听见音像店播放一种儿歌,内容是“爸爸的哥哥是伯伯,妈妈的妹妹是姨妈……”,初听颇觉匪夷所思,细想不胜感慨,几代独生子女状态如果延缓下去,这些家庭伦常关系将成为历史遗迹,孩子们只有在儿歌里才能听明白,他们的社会关系会与现在出现极大差别。

আমি একবার একটা সঙ্গীতের দোকানে একটা গান শুনেছিলাম: “আমার বাবার ভাই আমার চাচা। আমার মার বোন আমার খালা…” প্রথম শোনার পরে আমার কাছে অবিশ্বাস্য লেগেছিল আর আমার দীর্ঘশ্বাস লুকাতে পারিনি। যদি এক সন্তানের প্রজন্ম চলতে থাকে, এইসব পরিবারের ঐতিহ্যগত সম্পর্ক ঐতিহাসিক তথ্যে পরিণত হবে। বাচ্চারা এইসব সম্পর্কের নাম কেবলমাত্র বাচ্চাদের গান থেকে জানতে পারবে। তাদের সামাজিক সম্পর্ক আমাদের থেকে একেবারে আলাদা হবে।

ব্লগার শুই লিয়ান [7] এই ধারণার সাথে একমত না যে ‘দুই সন্তান নীতি’ একেবারে চীনের জনসংখ্যার সমস্যা সমাধান করবে আর বলেছেন যে উচ্চ জন্মহার চীনের একবার মহামারি আকার ধারণ করা জনসংখ্যা সমস্যাকে চালাতেই থাকবে।

…如果放开二胎政策的构想成为现实的话,为了养老就可以多生子女,那么,当这些子女老去的时候,他们又要依靠谁来养老呢?这不仅会人为增加社会养老的成本,而且势必加大每一个家庭的养老负担,是一种不折不扣的逻辑悖论。

যদি দুই সন্তান নীতির চিন্তা বাস্তবে হয়, আর আমাদের আরো সন্তান নেয়া হয় বয়স্কদের দেখাশোনার জন্য, তাহলে কার উপরে তারা নির্ভর করবে তাদের দেখাশোনার জন্য যখন তারা বৃদ্ধ হবে? এটা কেবলমাত্র বয়স্কদের দেখাশোনার খরচ কেবল বৃদ্ধি করবে না বরং প্রত্যেক পরিবারের বোঝা বাড়িয়ে দেবে তাদের দেখাশোনার। এটা সুচিন্তার একেবারেই উলটো।

চীনের ষষ্ঠ জাতীয় জরিপের ফলাফল থেকে মনে হচ্ছে পরিবার পরিকল্পনায় কিছুটা কম চাপ আসতে পারে। ‘সাউদার্ন উইকেন্ড [1]‘ রিপোর্টে বলছে যে এমন পরিস্থিতি যেটা আগে ‘জনসংখ্যার চাপ’ হিসাবে অভিহিত করা হতো এখন তা ‘মানব সম্পদের সুবিধা’ বলা হয়। যা এক সময়ে ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ’ বলা হতো এখন তাকে ‘জনসংখ্যা উন্নয়ন’ বলা হয়, জানিয়েছে এই প্রতিবেদন।