ইরাক: টুইটারে প্রতিফলিত নির্বাচনের দিন!

#ইরাক১০ বাগদাদে ভোটকেন্দ্রের দৃশ্য

#ইরাক১০ বাগদাদে ভোটকেন্দ্রের দৃশ্য

আজ ৭ই মার্চ, ২০১০, ইরাকে নির্বাচনের দিন আর টুইটার জগত সকাল থেকে ব্যস্ত এ সংক্রান্ত খবর নিয়ে।

টুইটার পাঠকদের সর্বশেষ খবর জানানোর জন্যে, @ইরাকইলেকশন্স এ বিশেষ একটা সেবা চলছে যেখানে ‘ইরাকের সব এলাকা থেকে ৩০ জন প্রতিনিধি সকাল ১০ টা থেকে নির্বাচন নিয়ে টুইটারে খবর জানাবেন প্রতি ঘন্টায় যেমন তারা দেখছেন।‘ এটি জার্মান মিডিয়া উন্নয়ন সংস্থা এমআইসিটি – মিডিয়া ইন কর্পোরেশন এন্ড ট্রানজিশনের সাহায্যে করা হচ্ছে।

@ইরাকইলেকশন্স পাঠকদের প্রতি আবেদন করেছে:

রবিবার @ইরাকইলেকশন্স এ আমাদের কভারেজ দেখুন, টুইটারে সরাসরি। ৪০ জন ইরাকি সাংবাদিক #টুইটিং এর মাধ্যমে নিয়মিত নির্বাচনের খবর জানাবেন!

আরেকটি ঘোষণা এইরূপ:

আমরা সরাসরি দেখাচ্ছি- ভাষান্তর অচিরেই আসছে! #ইরাকের ভিতর থেকে @ইরাকইলেকশন্স সম্পর্কে জানার জন্য আমাদের সরাসরি টুইট দেখুন। #ইরাক১০ বিতর্কে অংশগ্রহন করুন।

নির্বাচনের স্থান থেকে ঘটনার বিবরণ জানান বিশ্বে অনেক জায়গার সাধারণ ব্যবস্থা, তবে ইরাকের জন্যে এটি বিশেষভাবে সাহসী পদক্ষেপ। কারণ এখানে সারা দিন বোমা বিষ্ফোরণ ঘটেছে আর বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

@ইরাকইলেকশনস এ যে সকল সাংবাদিক টুইটার নিয়ে কাজ করেছেন তারা দারুন করেছেন সামাজিক নেটওয়ার্কিং টুলস ব্যবহার করে আমাদেরকে ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল রাখায়।

একটি আপডেটে লাইথ জানিয়েছেন:

ليث بغداد عشرات العوائل من منطقة الكرادة يحرمون من التصويت لعدم ورود اسمائهم في سجل الناخبين
লাইথ: বাগদাদ: আল কারাদাহ এলাকার বেশ কয়েক পরিবার ভোট দিতে যাননি কারন তাদের নাম ভোটার তালিকায় ছিলনা। #ইরাকইলেকশন

সুলায়মানিয়া থেকে জামাল লিখেছেন:

#সুলায়মানিয়া, জামাল: ভোটিং স্টেশন বন্ধ হয়ে গেছে। প্রেসকে ভিতরে ঢুকে ভোট গণনা দেখতে দেয়া হয়নি। #ইরাক১০

টুইট জগতের অন্যত্র @আইওয়া১ জানিয়েছেন:

আজকে এই অঞ্চলের সব থেকে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে ইরাকে। আশা করছি এটা টিকে থাকবে আর মধ্য প্রাচ্যের জন্য উদাহরণ হয়ে থাকবে #ইরানইলেকশন #ইরাকইলেকশন #ইরাক

আমেরিকান @জেফমায়ারসন ভালো চিন্তা করছেন:

স্বাধীনতার সাথে উদযাপন করুন- আজকের মতো করে ইরাকিদের ভালোবাসা যখন তারা গণতন্ত্রের ব্যাপারে তাদের অবস্থান নিয়েছেন।#ইরাক

আর এবিসির প্রতিনিধি মিগুয়েল মারকেজ দিনের সারসংক্ষেপ জানিয়েছেন:

#ইরাক এলেক্স: ৩৮ জন নিহত, ৭৩ জন আহত। প্রায় ৪০টি বিষ্ফোরণ। তারপরেও ইরাকিরা ভোট দিতে বেরিয়েছেন। মনে হচ্ছে বাগদাদের বাইরে ভোট বেশী পড়বে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .