৩২ বছর বয়স্ক মস্কোর পুলিশ ডেনিস ইয়েভসিয়ুকভকে দুইজনকে হত্যা আর সাতজনকে আহত করার দায়ে গত ফেব্রুয়ারী ২০, ২০১০ তারিখে যাবজ্জীবন দেয়া হয়। এই রায় রাশিয়ার ব্লগ জগৎের আলোচনার বিষয়ে পরিণত হয়, আর এর সাথে উঠে আসে পুলিশের দুর্নীতি, আধুনিকীকরণের চ্যালেঞ্জ আর কর্তৃপক্ষের দায়িত্বশীলতার কথা।
২০০৯ সালের এপ্রিল মাসে যখন এই ঘটনা ঘটে, তখন ইউটিউবে তুলে দেয়া ‘পোস্টাল পুলিশ’ এর কুকর্মের এক সিসিটিভি ভিডিও ব্লগ জগৎের উপর বিশাল প্রভাব ফেলে। অসম্ভব হিংস্রতা আর প্রায় কম্পিউটার- গেমসের মতো ঘটনার চিত্র ইয়েভসিয়ুকভকে জনপ্রিয় সাংস্কৃতিক প্রতীকে পরিণত করে, যেখানে পুলিশকে দায়িত্বহীন আর সংযম বিহীন অবস্থায় পাওয়া গেছে।
কোন কোন ব্লগার যেমন পিএস_৭৬ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন [রুশ ভাষায়]:
Надеюсь что это хоть чуть чуть тормознет охреневшую ментовню.
লাইভ জার্নাল ব্যবহারকারী স্মোলিয়াক দিবাস্বপ্নে ভাবছেন পুলিশ সম্পর্কে তার ভীতির কথা যেটা ইয়েভসিয়ুকভের ঘটনার পরে দৃঢ় হয়েছে:
В метро я не езжу, но сегодня надо было. И что я увидел. В вагоне рядом со мной стоял настоящий майор Евсюков. Мне стало не по себе. Я представил, как он начнет стрелять. Специально пересел. Все время смотрел на мужика, который должен был первым лечь. Евсюков не стрелял, я вышел на нужной станции.
ব্লগার স্মুাল পুলিশের সংস্কারের কথা তুলেছেন:
До чего дошли, чтобы в милицейской куртке и стрелять в мирных людей? Это могуть делать только ублюдки. А ведь обыкновенный 32-х летний сопляк… Реформа и только реформа всей системы! А нам меньше болтать и больше работать. Как на Западе. И ЗАКОННОСТЬ во всем, законность, понимаете?
রায়ের চার দিন আগে নির্বাসনে থাকা রাশিয়ান ব্যবসায়ী ইয়েভগেনি চিচভার্কিন, বলেছিলেন যে ইয়েভসিয়ুকভ এর এই ঘটনা তার ডিপার্টমেন্টের দুর্নীতির কারণে হয়েছে আর দাবি করেছিলেন ইয়েভসিয়ুকভকে মস্কো পুলিশ ডিপার্টমেন্টের দুর্নীতির মুল্যবান সাক্ষী হিসাবে রক্ষা করার’। তিনি দাবি করেছিলেন যে ইয়েভসিয়ুকভ শক্তিশালী পুলিশের দুর্নীতিতে হালকা একটা সূত্রে পরিনত হয়েছেন, যার সাথে সংশ্লিষ্ট আছে আক্রমণ, মাদক ব্যবসা আর পতিতাবৃত্তি।
আর একজন ব্লগার সামারিতাতিয়ানিন বলেছেন যে ইয়েভসিয়ুকভ এর ঘটনা হয়ত আরো বেশী জটিল আর সন্দেহ প্রকাশ করেছেন যে এই মামলা হয়ত রায়ের সাথে শেষ হল না – আরও চলবে:
суд на Евсюковым закончился. осудили, приговорили. вот только так никто и не понял, что произошло то на самом деле. да, он стрелял и убил, ранил. но делал он это явно не в здравом уме, и не пьяный был до белой горячки. я могу сказать только одно – у него съехала крыша, и стрелял он, находясь в мире своих иллюзий – это ведь видно из записи камер магазина.
‘ভালো পুলিশকে’ বাঁচাবার চেষ্টা করে লাইভ জার্নাল (এল জে) ব্যবহারকারী সেভেরিয়ানিন একটি অবস্থান নিয়েছেন ‘ পুলিশের বিরুদ্ধে প্রচারণায়':
Удивительна и реакция наших сограждан. Они с упоением, как на псовой охоте загонщики, кричат в адрес милиции: “Ату их, ату!” И получается ситуация, когда грехи “евсюковых” висят уже на всех милиционерах, т.е. ты ещё ни в чём не виноват, но уже виноват.
এল জে ব্যবহারকারী ডিফেন্ডার_ফেইথ ভাবছেন যে চলচ্চিত্রে ইয়েভসিয়ুকভের চরিত্র সব থেকে ভালো কে অভিনয় করতে পারবে। প্রথম উত্তর ছিল ‘নিকোলাস কেজ’ যেটা এই অভিনেতার সাথের শেষ ওয়ার্নার হেরজগের চলচ্চিত্রের সাফল্যের ফলে উল্লেখ করা যায়।
যদিও হিংস্র আর দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার দ্বারা সংগঠিত ঘটনা এর আগেও হয়েছে, এটা কখনো এমন নাটকীয় হয়নি। একজন ‘ইয়েভসিয়ুকভ’ হিংস্র পুলিশ- অপরাধী, খারাপ লেফটেনেন্টের পরিচিতি হয়ে দাঁড়িয়েছে। এই পুলিশ সেইসব কিছু করছে যার বিরুদ্ধে তার লড়াই করার কথা। ইয়েভসিয়ুকভ আর একজন পুলিশ ওয়েব ২.১ তারকা আলেক্সেই দিমোভস্কির কার্যকলাপ জন্ম দিয়েছে তথাকথিত ‘পুলিশ বিরোধী প্রচারণা’। এটা কয়েকজন মিডিয়া বিশেষজ্ঞ দ্বারা রিপোর্ট করা বিষয় যারা সকল ধরণের সূত্র (স্বাধীন থেকে ক্রেমলিন–সংশ্লিষ্ট) থেকে লক্ষ্য করেছেন যে সব ধরনের পুলিশ অপরাধ বৃদ্ধি পেয়েছে।