- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কাজাখস্তান: রাজনীতি, নৃতাত্ত্বিক সমতা আর বিরোধিতা

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, কাজাখস্তান, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, রাজনীতি, সরকার

কাজাখস্তানের ব্লগাররা শাসন আর রাজনৈতিক স্থিরতা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইঝানোভ মনে করেন যে [1] কাজাখস্তানের নৃতাত্ত্বিক ভূমিরূপে সম্ভাব্য সমস্যা জেগে উঠছে:

শেষ আদমশুমারি দেখিয়েছিল গত শতকের দুইটা মূল ধারা: এখন আরো বেশী কাজাখ আছে (+২৬ শতাংশ) আর কম রাশিয়ান (-১৫ শতাংশ)। প্রথম ধারাটা ভালো, কিন্তু দ্বিতীয়টা খারাপ… কাজাখ জনসংখ্যার বৃদ্ধি দেশে রুশদের বিরোধী হতে পারে না। দূর্ভাগ্যজনক যে কেউ কেউ এমন প্রশ্ন করেছেন…

মেঘাখুইমিয়াক মন্তব্য করেছেন [2] বিরোধী রাজনৈতিক দলের প্রধান সংবাদ মাধ্যমে প্রভাব (বা প্রভাবের অভাবের কথা) নিয়ে:

বিরোধিতাকে খুব কার্যকরভাবে বেশীরভাগ মিডিয়া থেকে আলাদা রাখা হয়, বিশেষ করে টেলিভিশন থেকে। তবে, [এটা অদ্ভুত যে তারা বিকল্প কিছু ব্যবহার করেন না] কোন বিরোধী দল ইন্টারনেট ব্যবহার করে না। কারো কারো ওয়েবসাইট নেই, অন্যরা সেটা প্রায় আপডেট করেন না। এরি মধ্যে কাজাখস্তানে ১.২ মিলিয়ন ব্রডব্যান্ড ব্যবহারকারী আছেন [ দেশের জনসংখ্যা প্রায় ১৫ মিলিয়ন]।

গত কয়েক সপ্তাহ এই অঞ্চলের বিশেষ উল্লেখযোগ্য ছিল দুইজন নারীর জন্মদিন- আলিয়া, কাজাখ প্রেসিডেন্ট নাজারবায়েভের মেয়ে আর গুলনারা, উজবেক নেতা কারিমোভের মেয়ে। প্রথমজন ব্রিটনি স্পিয়ার্স আর জেনিফার লোপেজের মত তারকাদের পার্টিতে আমন্ত্রন জানান [3], দ্বিতীয়জন গায়ক স্টিঙ্গকে বেছে নেন [4]জাদুমকা [5] মন্তব্য করেছেন [রুশ ভাষায়]:

উজবেকের মেয়ের অবশ্যই ভালো রুচি আছে…

বিশ্ব অর্থনৈতিক মন্দার বাড়তে থাকা পরিস্থিতিতে ধনী আর দরিদ্রের মধ্যকার লাগাতার বিভেদ স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক এপোলেটকে [6] চিন্তিত করেছে:

২০১০ সালে যেভাবে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন তা ভীতির সঞ্চার করেছে। আমার মনে হচ্ছে এটা মানুষের অনুভূতি। আমি আশা করি কোন রক্তাক্ত পরিসমাপ্তি এর হবে না।

সরকারের ভালো চিন্তার নতুন দফায় গাইসা চিন্তিত [7]:

প্রধান মন্ত্রী বাণিজ্যের উপরে চাপ কমানোর আদেশ দিয়েছেন। আমাদের অভিজ্ঞতা অনুসারে, চাপ কমানোর চেষ্টায় চাপ দ্বিগুন বেড়ে যায়…