চীন: টুইটারে প্রথম চীনা উপন্যাস?

ভূতপূর্ব শিক্ষক আর ভূতপূর্ব আমমোক্তার লিয়ান ইয়ু এখন একজন বিখ্যাত ব্লগার যিনি চীনের রাজনীতির ব্যাপারে মন্তব্য করেন। তিনি তার ব্লগে ঘোষণা দিয়েছেন যে তিনি এই মাসে টুইটারে একটা উপন্যাস শুরু করছেন, যার নাম ২০২০। ব্লগের লেখা অনুসারে, এই উপন্যাস ২০২০ সাল পর্যন্ত চলবে।

আমি যতদূর জানি (আর দয়া করে বলবেন আমি যদি ভুল বলি), এটা প্রথম চীনা উপন্যাস টুইটারে। ম্যাট স্টিউয়ার্টকে প্রথম টুইটার লেখক বলা হয় যিনি দ্যা ফ্রেঞ্চ রেভেল্যুশন নামে পূর্ণ দৈর্ঘ একটা উপন্যাস টুইটারে প্রকাশ করেন। যখন তিনি তার ‘বিপদজনক’ উপন্যাসের জন্য কোন প্রকাশক পেতে ব্যর্থ হন, তিনি এই পথ বেছে নেন। কিন্তু লিয়েন ইয়ু এর জন্য, তার অনুপ্রেরণা একেবারেই আলাদা। কারন হল:

这跟在浴室唱歌同一个道理。人在放松自由的时空里,你会想到娱乐自己,你有创造与表达的热情。浴室歌声无法发行,偶然听到的人也许耳朵要受罪,可是那个在水雾中温暖松弛的家伙,他无法控制自己啊。

এটা বাথরুমে গান করার মতো। আপনি যখন আরাম করবেন, তখন নিজের বিনোদন করবেন; আপনার সৃষ্টিশীলতার আর প্রকাশের ইচ্ছা আছে। বাথরুমে গান করাকে প্রকাশ করা যায়না। যারা এটা শুনবেন তারা কষ্ট পেতে পারেন। কিন্তু যে ব্যক্তি ধোঁয়াটে বাথরুমে আরাম করছে, সে তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না।

在极端严酷的环境中,创造力将逐渐消亡,文字的多义和暧昧,可以任意引申为犯罪的故意,创造等同于自杀,于是再也没人做了,文字只残存标准化的批判与审判。

ভয়ঙ্কর কঠোর পরিবেশে, সৃষ্টিশীলতা ধীরে ধীরে মারা যাবে। শব্দের দ্ব্যর্থকতা আর বিভিন্নতার মানে অপরাধের সাক্ষ্যের মতো এটাকে সহজেই ঘুরিয়ে ফেলা যায়। কারণ সৃষ্টিশীলতা আত্মহত্যার সামিল তাই কেউ এর প্রতি নিবেদিত না। শব্দের অবনতি হয়েছে নিয়মিত সমালোচনা আর বিচারের পর্যায়ে।

气候稍稍回暖以后,不必穿得那么厚,泥土也变软了,友好地保存你的鞋印,就像苗要从缝里钻出,创造性在这个阶段也是靠它的多义与暧昧甩掉追踪的尾巴,面对指控也可以自我辩护,好比巧妙的示爱,遭拒后并不丢脸。

আবহাওয়া এখন গরম, আমাদের মোটা কাপড় এখন আর পরতে হচ্ছে না। মাটি এখন নরম, আপনার পায়ের চিহ্ন ধরে রাখা যাবে। এটা অনেকটা ফাটল দিয়ে চারা বের হওয়ার মতো। এই পর্যায়ে, সৃষ্টিশীলতা নির্ভর করে এর দ্ব্যর্থকতা আর বিভিন্নতার উপরে সমালোচনা থেকে বেঁচে নিজেকে বাঁচাবার জন্য। এটা যেন অন্য কারো কাছে নিজের ভালোবাসার কথা এমন ভাবে জানান যে আপনাকে না বললেও আপনি লজ্জিত হবেন না।

只不过,这场游戏不是爱情,谁也不知道哪块肉里有刺,不小心碰到了就痛得发火。创造力还是佯狂装醉,这对思维照样有害。李白与怀素不敢喝醉,只能在微醺中算计,这对他们来说,就失去了一切活力。

তবে, এটা কোন প্রেম কাহিনি না। কেউ জানেনা ব্যাথাটা কোথায় লুকিয়ে আছে। আপনি অসাবধান হলে, ব্যাথা পাবেন। কিন্তু আপনি যদি শুধু অভিনয় করেন মাতাল আর পাগল হওয়ার, এটা আপনার শৈল্পিক চিন্তার জন্য খারাপ হবে। যদি লি বাই আর হুয়া সু [প্রাচীন চীনা কবি আর ক্যালিগ্রাফার] সাহস না করতেন মাতাল হওয়ার, তারা তাদের আসল প্রাণশক্তি হারাতেন।

假如一个人在受酷刑,头被摁在水里,快要憋死时,可以探头吸一口气,此时呼吸是唯一主题。而到了正常呼吸的时候,呼吸却被忽视了,这个人就会去找一些别的事情消磨时间。在twitter上就是这种感觉,有创造力的新人们,在那里相会吧。

ধরুন কাউকে অত্যাচার করে পানিতে চেপে ধরা হল। যখন তার দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু নিশ্বাস নেয়ার একটা সুযোগ সে পাচ্ছে, তখন নিশ্বাস নেয়া তার একমাত্র চিন্তা হবে। যখন সে স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে পারবে, তখন নিশ্বাসকে সে অবহেলা করবে। সে তখন অন্য বিনোদন খুঁজবে। টুইটারে থাকলে আমার এমন অনুভব হয়। সৃষ্টিশীল আর উদ্যোক্তাদের জন্য, ওখানে আমাদের দেখা হবে।

আপনি যদি চাইনিজ পড়তে পারেন, আপনারা টুইটার.কম/লিয়ানহুয়া (হ্যাশট্যাগ #লি২০২০) (twitter.com/lianyue) (hashtag #ly2020) তে উপন্যাসটি পড়তে পারবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .