বুলগেরিয়া: সিএমই বুলগেরিয়ার সব থেকে বেশী দর্শকনন্দিত চ্যানেল নেটওয়ার্ককে কিনেছে

২০১০ সালের ১৮ই ফেব্রুয়ারী তারিখে বুলগেরিয়ার খুব জনপ্রিয় টিভি চ্যানেল বুলগেরিয়া টিভি নেটওয়ার্কের (বিটিভি) নতুন মালিক হয়েছে সেন্ট্রাল ইউরোপিয়ান মিডিয়া এন্টারপ্রাইজেস (সিএমই)। বুলগেরিয়ার প্রথম জাতীয় টেলিভিশন স্টেশন হচ্ছে বিটিভি। বিটিভির অনুষ্ঠান প্রথম ২০০০ সালের পহেলা জুন প্রচারিত হয়, আর ‌এটি সরকারী টিভি স্টেশনের একচ্ছত্র প্রভাব ভেঙ্গে বুলগেরিয়ার মিডিয়ার পরিবেশকে পুরোপুরি পাল্টিয়ে দিয়েছিল।

আট বছর ধরে বিটিভি দৃঢ়তার সাথে নিজেকে বুলগেরিয়ার সব থেকে জনপ্রিয় চ্যানেলে প্রতিষ্ঠিত করেছে, যেখানে দেশের মোট দর্শকের ৩৭% আর বিজ্ঞাপন বাজারে প্রথম সারির অবস্থান আছে। বিটিভির ২৪ ঘন্টার অনুষ্ঠান আছে। এটার লক্ষ্য পারিবারিক দর্শক, আর এরা নিবেদন করেন মানসম্মত চলচিত্র, রিয়েলিটি অনুষ্ঠান টক শো আর কৌতুক অনুষ্ঠান। বিটিভির সংবাদ আর ফিচার অনুষ্ঠান নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে তথ্যের নেতা হিসাবে যেখানে দর্শকের আস্থা সর্বোচ্চ।

সেন্ট্রাল ইউরোপিয়ান মিডিয়া এন্টারপ্রাইজেস, যারা বিটিভির নিয়ন্ত্রণ নিয়েছেন, মধ্য ও পূর্ব ইউরোপের প্রথমসারির টেলিভিশন প্রচারক। এই কোম্পানি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন রোনাল্ড লাউডার আর স্থানীয় সহযোগীদের সাথে এরা এই চ্যানেলগুলো পরিচালনা করছেন – টিভি নোভা, নোভা স্পোর্ট, নোভা সিনেমা আর এমটিভি চেক প্রজাতন্ত্রে, প্রো টিভি, প্রো টিভি আন্তর্জাতিক, আকাসা, প্রো সিনেমা, স্পোর্ট.রো আর এমটিভি রোমানিয়া রোমানিয়াতে, টিভি মার্কিজা, নোভা স্পোর্ট, টেলিভিশন ডোমা আর এমটিভি স্লোভাকিয়া, পপ টিভি, কানাল এ আর টিভি পিকা স্লোভেনিয়ায় আর স্টুডিও ১+১, ১+১ আন্তর্জাতিক আর কিনো ইউক্রেন।

আমার নিজের ব্লগে (বুলগেরিয়ান ভাষায়) আমি এই চুক্তি সম্পর্কে তথ্য প্রকাশ করেছি:

চুক্তি অনুসারে, সিএমই বিটিভির ১০০% মালিকানা পাবে, সিএমি বিটিভির ১০০% আর বিটিভি কমিডি আর বিটিভি সিনেমার কিছু অংশের জন্য আর রেডিও স্টেশন এন-জয়, জেড-রক, মেলোডি, জ্যাজ এফেম, ক্লাসিক এফেমের মালিকানার জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে।

মারিয়ান তোমোভ তার ব্লগ জার্নালিস্ট বিজি তে লিখেছেন:

এটা অবশ্য নতুন কিছু না যে গত বছরের মধ্যভাগ থেকে এই চুক্তি তৈরি হচ্ছে। প্রো.বিজি থেকে আমার সূত্র জানিয়েছে যে চুক্তির সমাপ্তি সময়ের ব্যাপার মাত্র। আজকে (জানুয়ারী ২৭) রয়টার জানিয়েছে যে সিএমই রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশনের কাছ থেকে বিটিভি ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কেনার আলোচনার চুড়ান্ত পর্যায়ে আছে।

আর একটা ব্লগ বিজিটেলিভিজোর লিখেছে (বুলগেরিয়ান ভাষায়):

সিএমইর প্রেসিডেন্ট আর সিইও আড্রিয়ান সার্বু বলেছেন যে ইউক্রেনে তাদের ব্যবসা বিক্রির পরে বিটিভির ক্রয় সিএমইর অবস্থান পাল্টানোতে পরবর্তী ধাপ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .