হঠাৎ করেই আমার টুইটার টাইমলাইনে #টপ৫০ইজি হ্যাশট্যাগ থেকে বোমা পড়তে শুরু করল। স্বদেশীদের অনেক অভ্যাস ও প্রথা জানানোর জন্য মিশরীয় টুইটার ব্যবহারকারীরা এই হ্যাশট্যাগ ব্যবহার করে। গুজব রয়েছে যে, পুরো বিষয়টি শুরু হয় যখন জর্ডানের রাণী রানিয়া ওরফে রয়াল টুইপি জর্ডানে #টপ৫০জো হ্যাশট্যাগ চালু করেন। এখন মিশরীয় টুইটার ব্যবহারকারীরা (টুইপস) এই বিষয়টি গ্রহণ করেছে।
ইব্রাহিম আবদেল ফাত্তাহ এই হ্যাশট্যাগ সম্বন্ধে এখানে একটা ব্লগ পোস্ট লিখেছেন এবং বলেছেন:
টুইটারে সত্যিকার অর্থে অসাধারণ কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে, বলা যায় এই সমস্ত বিষয়ে সত্যিকার অর্থে কিছু অন্য রকম মন্তব্য করা হয়েছে, যা আপনি মিশরে শুনে, দেখে অথবা অনুভব করে থাকবেন :ডি, তার কিছু নমুনা এখানে যাচাই করে নিতে পারেন।
এখানে বেশ কিছু কৌতূহলজনক টুইটস দেয়া হল:
2insana:
جارتي خبطت عليا وادتني طبق كيكة وسلمت عليا وقالتلى انا بس عايزة اطمن عليكي ودعيتلي وقالتلى نهارك زي الفل .. هما دول المصريين 🙂
ElBa7r: فى مصر ممكن حلمك انك تطلع مخرج سنيمائي والتنسيق يدخلك حقوق ولما تتخرج تشتغل محاسب
এবং সবশেষে রয়েছে, মিশরীয় ব্লগার এবং টুইপ, নাদিয়া এল আওয়াদির কথা, তিনি একটি নতুন পোস্ট লিখেছেন এবং সেখানে এই হ্যাশট্যাগের আওতায় ভালো টুইটগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন।