গল্পগুলো মাস 17 মার্চ 2010
ইরান: জেলে ব্লগারের মৃত্যুর স্মরণে ওআর৩১৮
ব্লগার আর সাংবাদিক ওমিদ রেজা মির সায়াফির প্রথম মৃত্যু বার্ষিকী আসছে আর ওআর৩১৮ প্রচারণা বেশ সচল, যেখানে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে ইরানি জেলে কেবলমাত্র ওমিদের মৃত্যুর ব্যাপারে না বরং ব্লগাররা লেখার সিদ্ধান্ত নেয়ার সময়ে যে বিপদ বুকে পেতে নেন তার জন্যেও।