মরোক্কোর সেরা ব্লগ পুরষ্কার, বা বম্বিস মরোক্কোর ব্লগিং প্রতিযোগিতার সর্বশেষ সংযোজন। এই প্রতিযোগিতা মূলত ইংরেজী ভাষায় রচিত মরোক্কোর ব্লগগুলোকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারী, ২০১০ তারিখে পাঁচটি ভিন্ন ক্ষেত্রে মনোনয়ন প্রাপ্তদের জন্য ভোট করা বন্ধ হয়। এই অনুষ্ঠান আয়োজন করছে মরোক্কোব্লগস.কম যারা সম্প্রতি মনোনয়ন প্রাপ্ত আর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে।
সবদিক থেকে সেরা মরোক্কো ব্লগ আর শ্রেষ্ঠ মরোক্কো সংবাদ ব্লগের শ্রেনীতে পুরষ্কার পায় প্রশংসিত সমষ্টিগত ব্লগ দ্যা ভিউ ফ্রম ফেজ। এই ব্লগে পূর্বে প্রকাশিত হয় ভাগো দামিতিওর সাক্ষাৎকার, যিনি বম্বিস আর মরোক্কোব্লগস.কমের পিছনের ব্যক্তি। কিছু মজার চিন্তাভাবনা এই কথোপকথন থেকে বেরিয়ে আসে, যেমন এটা:
[ভাগো দামিতিও] আমার বিশ্বাস যে মরোক্কোর ভবিষ্যৎ পর্যটনে না ইন্টারনেটে নিহিত। মরোক্কোবাসীদের ভাষা আর প্রযুক্তির ব্যাপারে আগ্রহ আছে। মরোক্কো পূর্ব আর পশ্চিমের মধ্যে সেতু হিসাবে আছে আর আমি মনে করি ইন্টারনেট যেমন সাবালকত্বে পৌঁছাবে, মরোক্কোর সুযোগ আছে প্রযুক্তির ক্ষেত্রে পরবর্তী ভারত হওয়ার। আমি মরোক্কোব্লগস.কম আর বম্বিস থেকে ভালো কোন উদ্যোগ দেখি না যারা এই ভবিষ্যৎকে বাস্তব করবে।
প্রেস দু পুইতস ব্লগ সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগত ব্লগ হয়েছে। কালচার ভালচার্স ফেজ সর্বশ্রেষ্ঠ মরোক্কো সংস্কৃতি ব্লগের পুরষ্কার পায়, আর দ্যা এলিফ্যান্ট ক্লাউড সব থেকে ভালো মরোক্কো ভ্রমণ ব্লগ ক্যাটেগরীতে জিতেছে।
এভেলিন ইন মরোক্কো দ্বিতীয় হয়েছে সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্লগের ক্যাটেগরীতে। এই ব্লগার তার চিন্তা জানিয়েছেন যখন তিনি উৎকীর্ণ হয়ে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় ছিলেন:
আমার মনে হচ্ছে যেন আমি জিতে গেছি কারণ আমার সহকর্মী, বন্ধু আর আমার পোস্টের নিয়মিত পাঠক বিশেষ করে আমার ছাত্ররা আমার ব্লগ আর আমাকে অনেক সমর্থন করেছে। এই প্রতিযোগিতার কারণে, আমি যাদের সাথে কাজ করি আর থাকি এমন আরো বেশী মানুষ সময় বের করে আমার ব্লগ পড়েছেন আর আমাকে লেখা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন। এটা একটা বড় পুরষ্কার। আসলে এটা অমূল্য পুরষ্কার আর এর জন্য আমি কৃতজ্ঞ।
পরবর্তী এমন একটি উদ্যোগ একটি ব্লগ ক্যাম্প, যা মরোক্কোব্লগস.কমের ইচ্ছা আছে মে মাসের যে কোন সময়ে ফেজে আয়োজন করার। এমন মরোক্কোতে প্রথম হবে, যা ভাগো দামিতিও দ্যা ভিউ ফ্রম ফেজে বলেছেন:
এটা মরোক্কোর সব জায়গা থেকে ব্লগারদের সুযোগ করে দেবে ফেজে এসে কর্মসূচি, কমিউনিটি আর বিভিন্ন মজাদার অনুষ্ঠানে যোগদান করার। ব্লগ ক্যাম্পে সবার অনেক উৎসাহ আছে আমি প্রথম এর উল্লেখ করার পর থেকে আর বিশ্বে কিছু প্রথম শ্রেনীর ব্লগারদের কাছ থেকেও! এটা ধারণা করা হচ্ছে যে ব্লগ ক্যাম্প আসলে একটা অনুষ্ঠান হতে পারে যা আন্তর্জাতিক ধর্মীয় গানের উৎসবের সাথে প্রতিযোগিতা করতে পারে লোকসংখ্যার দিক দিয়ে যারা এজন্যে মরোক্কোতে আসবেন।
এই স্থানে লক্ষ্য রাখবেন!