তাইওয়ান: অ্যাপল কেন এইচটিসির বিরুদ্ধে মামলা করেছে?

আইফোন এবং এইচটিসি এস৬২০ এর মধ্যে তুলনা। ছবি ফ্লিকার থেকে গ্যাজেটড্যুডের তোলা

আইফোন এবং এইচটিসি এস৬২০ এর মধ্যে তুলনা। ছবি ফ্লিকার থেকে গ্যাজেটড্যুডের তোলা

গত ২রা মার্চ, ২০১০ অ্যাপল ইঙ্ক এইচটিসির বিরুদ্ধে একটি মামলা করেছে আইফোনের ব্যবহারিক ইন্টারফেসের উপরে এ্যাপলের ২০টা প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে। এইচটিসি তাইওয়ানের অন্যতম স্মার্টফোন উৎপাদক আর ২০০৯ সালে এরা এদের দৃষ্টি উইন্ডোজ মোবাইল ডিভাইস থেকে সরিয়ে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের দিকে মনোযোগ দেয় যা গুগুল ফোনের অপারেটিং সিস্টেম। এই বিষয় দ্রুত টুইটারে জনপ্রিয় হয়েছে (ট্রেন্ড হিসেবে) আর তাইওয়ানের নেটিজেন, প্রযুক্তিপ্রেমী আর প্রযুক্তিবিদরা এটা নিয়ে আলোচনা করছেন।

কপিরাইট লঙ্ঘনের যুক্তি কোথায়?

অ্যাপলের পদক্ষেপের সাথে ড্যান্সিং হার্ট (舞動的心) একমত না:

多點觸控嗎?? 兩指放大縮小嗎?
現在不是很多手機都有這功能了嗎?
看來mac還是會怕,會怕才會告
這個舉動,讓我覺的傳說中的 iphone 4G,應該是玩不出什麼新把戲了

মাল্টি টাচ এর বৈশিষ্ট্য?? দুই আঙ্গুল দিয়ে জুম ইন- জুম আউট নিয়ন্ত্রণ? এটা কি সকল সেলফোনের জন্য সাধারণ বৈশিষ্ট্য না আজকাল? মনে হচ্ছে ম্যাক (অ্যাপল) চিন্তিত, এতো চিন্তিত যে তাদেরকে মামলা করতে হয়েছে। আর এর ফলে আমার বিশ্বাস হচ্ছে যে কাল্পনিক ৪গিগা আইফোনের নতুন কোন ভবিষ্যৎ থাকবে না।

০৯২৬২৫২৭২৬ ভাবছেন এইচটিসিকে কেন লক্ষ্য করা হয়েছে?:

為何不告同樣用 Android想借此翻身的moto
還有跟美國人友好的三星
不知為何美國跟南韓的互動關係跟作為
讓人覺得很噁心

মটোর বিরুদ্ধে অ্যাপল কেনো মামলা করেনা। তাদের ব্যবসা উদ্ধারের চেষ্টাও তারা করে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে। আর আমেরিকার বন্ধু স্যামসাঙ্গকে কেন না? আমেরিকা আর কোরিয়ার মধ্যকার কথাবার্তা আমার কাছে জঘন্য লাগে।

আদিগোলি এই মামলার বৈধতা নিয়েও প্রশ্ন করেছেন:

UI 哪裡像 iphone? Nexus one 不是原生的 Android 嗎? 甘 HTC 啥事?
如果真的是因為兩指放大的話, 的確是可以告很多廠商. 太多人學這個功能了….
癮科技的文章 跑 Windows 7 的 iPad?嗯!大家心照不宣… 不知道這個 Apple 告不告….

এইচটিসির আইফোন আর ইউআই এর মধ্যে কোন মিল কি আছে? নেক্সাস এক কি মূল এন্ড্রয়েড প্লাটফর্ম না? এটার সাথে এইচটিসি কোন সম্পর্ক নেই? যদি এটা আসলেই দুই আঙ্গুলের জুম করার ব্যবস্থা থাকে, অ্যাপল অনেক কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে, কারণ এটা অনেকে নকল করেছে…

এনগ্যাজেট চাইনিজ থেকে এই প্রতিবেদনটা পড়ুন, একটি আইপ্যাড ইউন্ডোজ ৭ এ চলছে! দেখেছেন? আমি ভাবছি অ্যাপল কি এদের বিরুদ্ধেও মামলা করবে…

গুগলের ভূমিকা:

ইনশাফে ভবিষ্যদ্বাণী করেছেন যে গুগল এই লড়াইতে ঢুকবে:

整個事件基本上是針對Google Android來的,20項裡面多半是有關軟體的部分
只能說美國專利局腦殘的把那些範圍過於廣泛的專利發給了Apple.
這次的案件Google很有可能會在背後幫HTC,或是乾脆加入HTC一起跟Apple槓上
現在Android開始搶占智慧手機市占率,
也大概是為甚麼Google老闆年前從Apple的執行會上卸職的原因之一吧.
反正好戲要上演了,大家快去搬椅子買零食吧

পুরো জিনিষ্টা গুগলের এ্যান্ড্রয়েদের দিকে যাচ্ছে, ২০টা প্যাটেন্ট মূলত সফটওয়ার ভিত্তিক।

আমার কেবল মনে হয়েছে যে ইউএস এর প্যাটেন্ট আর ট্রেডমার্ক অফিস বোকার মতো কাজ করেছে অ্যাপলকে বিপুল ব্যবহৃত এসব প্যাটেন্ট ব্যবহার করতে দিয়ে। গুগল হয়ত এইচটিসির পক্ষ নেবে এই মামলায়, বা এইচটিসির সাথে খোলাখুলিভাবে হাত মেলানোর ব্যাপারটা বিবেচনা করতে পারে অ্যাপলের সাথে লড়াই এ।

এখন এন্ড্রয়েড স্মার্ট ফোনের বাজার ধরে রাখছে, আর এই কারন হতে পারে গুগলের বস অ্যাপলের এক্সিকিউটিভ কমিটি থেকে গত বছর ইস্তফা দেন। তবে শো চলছে আপনার চেয়ার আর পক্ষ ঠিক করেন!

কর্পোরেট রাজনীতি:

জেসনকিউ এই মামলাকে আইনের এক নাটকীয় উপস্থাপন হিসাবে দেখছেন:

小弟認為, 應該不是真的有侵害到專利問題… 現在上演的, 應該是很普便的用專利訴訟來打壓敵對陣營產品的戲碼….
運用大量的侵權官司, 拖延敵對陣營產品上市時間, 並藉此限制對手產品的銷售以及開發…
等到3 ~ 5年後, 就算法院宣判沒有造成侵權問題, 敵對陣營也很難追趕上自家產品的開發以及市場佔有率….

আমি মনে করি না এটা আসল প্যাটেন্ট দখলের সমস্যা…এখানে যা কাজ করছে তা হল নিয়মিত নাটক – অপর এক এক কোম্পানি শত্রুকে দমন করতে প্যাটেন্ট আইনী মামলার সাহায্য নেয়ার…

প্যাটেন্ট লঙ্ঘনের মামলা দায়ের করে শত্রু কোম্পানির পণ্য বাজারে আসার দেরি করানো, আর তার বিক্রি আর উন্নয়নে বাধা সৃষ্টি করা…

৩-৫ বছরের মধ্যে, আদালত যদি বলেও যে দখলের কোন ব্যাপার নেই, শত্রু কখনো আবিষ্কার আর বাজারের শেয়ারের সাথে পাল্লা দিয়ে পারবে না…

জিয়াও শেং শেং এটাকে একটা সাধারণ আইনী মামলা হিসাবে দেখেন

整個事件基本上是針對Google Android來的,20項裡面多半是有關軟體的部分
只能說美國專利局腦殘的把那些範圍過於廣泛的專利發給了Apple.
這次的案件Google很有可能會在背後幫HTC,或是乾脆加入HTC一起跟Apple槓上
現在Android開始搶占智慧手機市占率,
也大概是為甚麼Google老闆年前從Apple的執行會上卸職的原因之一吧.
反正好戲要上演了,大家快去搬椅子買零食吧

আমার মনে হয় আপনারা ব্যাপারটাকে বেশী গুরুত্ব দিচ্ছেন। আমেরিকাতে এমন প্যাটেন্ট আইনী মামলা বড় মাথাদের মধ্যে সাধারণ ব্যাপার। প্রত্যেক বড় কোম্পানির সাথে কয়েকটা করে প্যাটেন্ট আইনী মামলা থাকে। কোম্পানি ছোট হলে কেউ মামলা করতে চাইবে না। মনে আছে আইটিআরআই (তাইওয়ানের ইন্ডাস্ট্রিয়াল প্রযুক্তি গবেষনা ইন্সটিটিউট) স্যামসাংকে এলসিডি টিভির প্যাটেন্ট নিয়ে মামলা করতে যাচ্ছে? এটা সাধারণ ব্যবসায়িক প্রতিযোগিতার কৌশল। আর এইচটিসি জাঁদরেল উকিলকে ভাড়ায় নেয় না শুধু শুধু।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .