ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এবারকার শীতকালীন অলিম্পিকে কাজাখস্তানের অবস্থান বেশ নাজুক ছিল যেখানে এলেনা ক্রুস্তালেখা শুধু মহিলাদের ১৫ কি.মি. বাইথলনে রৌপ্য পদক জিতেছিলেন। এলেনা রাশিয়ার মেয়ে এবং সাম্প্রতিক সময় পর্যন্ত রাশিয়ার হয়ে প্রতিযোগিতায় যেতেন কিন্তু কাজাখস্তান তাকে কিনে নেয় আর এই লগ্নি ভালো ছিল, লিখেছেন কেজেডব্লগ।
প্যাসিফিস্ট ব্লগ প্রতিক্রিয়া জানিয়েছে [রুশ ভাষায়]:
ক্রুস্তালেভা বিভিন্ন দেশের জন্য প্রতিযোগিতা করেছেন। বেলারুস তাকে গ্রহন করেনি- তাই তিনি কাজাখস্তানে এসেছেন। তিনি আসলে এখানে জন্মান নি। আমি আনন্দিত ছিলাম যখন তিনি দ্বিতীয় স্থান পান, কিন্তু এটা কাজাখস্তানের সাথে খুব কম সম্পর্কিত, আর তার কাছে কাজাখস্তানের মূল্য খুব কম।
আর একটা পারঙ্গমতা ভবিষ্যৎের জন্য সাফল্য আনতে পারে। বিশ্ব মানের ফিগার স্কেটিং এর প্রশিক্ষণরত উঠতি তরুণ তারকা ডেনিস টেনকে ভবিষ্যৎ চ্যাম্পিয়নের মতো প্রশিক্ষণ দেয়া হচ্ছে একটা ‘সুন্দর আর প্রযুক্তিগত প্রায় নিখুঁত ছোট আর ফ্রিস্টাইল প্রোগ্রামের’ পরে, ব্লগার আরো বলেছেন যে এটা বেশ ভালো ছিল যে একটা ১৬ বছরের বালক প্লুসচেঙ্কোর সাথে প্রতিযোগিতা করছে।
রোসভেত মন্তব্য করেছেন [রুশ ভাষায়]:
আমার মনে হয় সে দারুন কাজ করেছে। অলিম্পিক গেমসে ফিগার স্কেটিং এ ১১তম স্থান পাওয়া বিজয়ের ব্যাপার।কখনো কোন কাজাখকে এই ধরনের খেলাতে দেখেছেন? সে মাত্র ১৬… আর সোচিতে মেডেল জিততেও পারে… অন্য দিকে কোন শক্তিশালী জাতীয় ফিগার স্কেটিং ফাউন্ডেশন তার পিছনে নেই- আর দেশের কর্তৃত্ব খেলার ক্ষেত্রে অনেক মূল্যবান।
এমন বলা যায়না যে বিভিন্ন খেলার ফেডারেশনের মধ্যে সমস্যা আছে। কেজেডব্লগ কাজাখস্তান অলিম্পিক কমিটির ওয়েবসাইট নিয়ে আহাজারি করেছেন:
আমি [সেখানে] গিয়েছিলাম কাজাখ ক্রীড়াবিদদের সম্পর্কে আরো জানার জন্য। আমি আশা করেছিলাম তাদের সম্পর্কে মজার তথ্য পাব যা দিয়ে ব্লগ করবো… আর কাজাখস্তানের শীতকালীন অলিম্পিক নিয়ে বিশে কিছু আগ্রহ তৈরি করবো…আর আমি কি পেলাম? প্রোফাইল মূল ভ্যাঙ্কুভার সাইট থেকে চুরি করা- আর বেশীরভাগ প্রোফাইলের জন্য, তা খুব বিরক্তিকর কারন এখানে কেবল নাম, উচ্চতা, ওজন আর জন্ম তারিখ আছে!