চিলি: ভালদিভিয়াতে ১৯৬০ সালের ভূমিকম্পের উত্তরাধিকার

পঞ্চাশ বছর আগে, পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ভূমিকম্প চিলির ভালদিভিয়া অঞ্চলকে নাড়া দিয়েছিল। ১৯৬০ সালের ২২শে মে কানাতে শহরের কাছে ৯.৫ মানের ভূমিকম্প আঘাত হানে। তবে ভালদিভিয়া পরিণত হয় সব থেকে বেশী আক্রান্ত এলাকায় যার ৪০% বাড়ি ধ্বংস হয়ে যায় আর প্রায় ২০,০০০ মানুষ গৃহহীন হয়।

চিলির রর্তমানের নাগরিক মিডিয়া ব্যবহারকারী অনেকেই ১৯৬০ এ ভূমিকম্প দেখেননি, কিন্তু মাউরো বারিয়ান্তোসের (@মাউরোবারিয়ান্তোস) মতো কেউ কেউ এমন লোকের সাথে কথা বলেছেন যিনি সেখানে পঞ্চাশ বছর আগে ছিলেন:

Mi awela dijo este terremoto ni se compara al del terremoto de valdivia en 1960

আমার দাদি বলেছেন যে এই (২০১০) ভূমিকম্প ১৯৬০ এর ভালদিভিয়ার ভূমিকম্পের সাথে তুলনা করা চলে না।

তবে, দেশের অনেকের মনে সেই ভূমিকম্পের কথা গেঁথে ছিল। ইয়োন্দাইমে আন্দ্রিয়াস (@ ইয়োমেরএলেসার) লিখেছেন:

a toodos se les aparece el fantasma del 60 por eso el temor

মানুষ ভয় পেয়েছে এই (ভুমিকম্পে) কারণ এটিকে (১৯৬০ এর ভূমিকম্পের) ছায়া মনে হচ্ছে।

ভালদিভিয়া শহর থেকে বেতসাবে সান্দোভাল (@নাহরা) টুইটপিকে ১৯৬০ এর ভূমিকম্পের ধ্বংসের বেশ কয়েকটি পুরোনো ছবি আপলোড করছেন, যার মধ্যে ভালদিভিয়া গির্জা ধ্বংসের এই ছবি আছে। তিনি মোট দশটি বিভিন্ন ছবি আপলোড করেছেন।

ভালদিভিয়ায় ভূমিকম্পের পুরোনো ছবি। টুইটপিক থেকে নাহরার সৌজন্যে

ভালদিভিয়ায় ভূমিকম্পের পুরোনো ছবি। টুইটপিক থেকে নাহরার সৌজন্যে

ভালদিভিয়াতে এখন বসবাস করেন এমন অনেক টুইটার ব্যবহারকারী আছেন। সারা দিনব্যাপি তারা ২০১০ র ভুমিকম্পের অগ্রগতি আর কিভাবে তাদের সাথের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। টুইটার ব্যবহারকারী @তাপেক্স দেশের বর্তমান মানসিকতা সম্পর্কে লিখেছেন:

Se ve el temor en la gente, todos andan intranquilos y las calles se ven desoladas, se ve tan raro #Valdivia

আপনি মানুষের মধ্যে ভয় দেখতে পারবেন, সবাই চঞ্চল হয়ে হেঁটে বেড়াচ্ছেন। রাস্তা ফাঁকা, অস্বাভাবিক লাগছে।

ভূমিকম্পের পরে প্রথম রাত্রে, এভিলিন আরিয়াগাদা (@এভিলিনারিয়াগা) আর ড্যানিয়েলা কোন্ট্রিরাস (@ডিকোন্ট্রিরাসেল) দুইজনই বলেছেন যে পরিস্থিতি কেমন কিছুটা শান্ত, কিন্তু সবাই শুতে যাচ্ছেন কিছুটা ভয় নিয়ে।

তবে, ১৯৬০ ভূমিকম্পে ঘটা ক্ষতি যে কেবল সবার মনে আছে তাই না, বরং ৫০ বছর আগে চিলির মানুষের প্রতিক্রিয়াও মনে গেঁথে আছে। পাঞ্চো বালেস্টেরোস (@পাঞ্চো_বি) লিখেছেন:

Si hace 50 años nuestra patria se puso de pie despues de lo de Valdivia, hoy es el momento de volver a hacerlo…

আমাদের দেশ যদি ৫০ বছর আগে ভালদিভিয়ার (ভূমিকম্পের) পরে দাঁড়াতে পারে, আজকে একই কাজ করা সময়…

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .