- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

শ্রীলন্কা: ধান উৎপাদনকারীদের ঠকানো

বিষয়বস্তু: শ্রীলন্কা, পরিবেশ, সরকার

সেরেন্ডিপিটি ব্লগের রতমালে জানাচ্ছেন [1] শ্রীলন্কায় ধান উৎপাদনকারীদের ঠকানোর কথা: “দুই কৃষিমন্ত্রীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাইস মিলের মালিকানা আছে।” পক্ষপাতমূলক মূল্য নির্ধারণের ফলে কৃষকরা ধান বেঁচে যা পায়, চালের বাজার মূল্য তার ৮৬% বেশী।