স্পেনের সিটিজেন জার্নালিজম (নাগরিক সাংবাদিকতা) ওয়েবসাইট বট্টাপ তার দ্বিতীয় নাগরিক সাংবাদিকতা পুরস্কার ঘোষণা করেছে। বিশ্বের সব দেশের নাগরিকের জন্যে উন্মুক্ত এই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ১৮০০ ইউরো পাবেন বিশ্বের যে কোন স্থানে একটি ভ্রমণের জন্যে যেখানে তিনি বট্টাপের “বিশেষ সংবাদদাতা” হিসেবে যাবেন।