চিলি: শক্তিশালী ৮.৮ মাপের ভূমিকম্প আঘাত করেছে

২৭শে ফেব্রুয়ারী স্থানীয় সময় ভোর ৩:৩৪ মিনিটে চিলির মাউল অঞ্চলের উপকুলে ৮.৮ রিশটার স্কেলের এক শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। এই ভূমিকম্পটি ৩২৫ কি.মি. দুরে অবস্থিত রাজধানী সান্টিয়াগোতে অনুভূত হয়েছে। সারা দেশ জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। অত্র অঞ্চলে সারাদিন ব্যাপী আরও ছোট ছোট ভূমিকম্প (আফটারশক) অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরপর টেরেমটো চিলি (চিলির ভূমিকম্প) নামে স্প্যানিশ ভাষায় একটি ব্লগ দ্রুতই চালু হয়েছে। ভূমিকম্পের পর নাগরিকরা কি করবেন সে সংক্রান্ত কিছু উপদেশ পোস্ট করার পাশাপাশি তিনি টুইটপিকে তুলে দেয়া বিভিন্ন ছবি সংগ্রহ করেছেন ও তাদের লিন্ক দিয়েছেন

সান্টিয়াগোর সেনোরা দে লা ডিভিনা প্রভিডেন্সিয়া চার্চ এর ছবি, তুলেছেন জুলিও কস্টা জাম্বেলী এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত।

সান্টিয়াগোর সেনোরা দে লা ডিভিনা প্রভিডেন্সিয়া চার্চ এর ছবি, তুলেছেন জুলিও কস্টা জাম্বেলী এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত।

ভূমিকম্পের কেন্দ্রের কাছে থেকে চিলির সংবাদপত্র এলআমাউল (যা ডিয়ারিওস চিউদাদানোস) নেটওয়ার্ক সাম্প্রতিক স্থানীয় ওবং আন্তর্জাতিক সংবাদ উল্লেখ করে একটি পোস্ট দিয়েছে। এই পোস্টে দেয়া অনেক মন্তব্যে রয়েছে রাজধানীর আশে পাশের এলাকায় স্বজনদের নিয়ে দুশ্চিন্তা, এবং যেসব স্থানে বিদ্যুৎ ও ফোন লাইন ছিঁড়ে গেছে সেসব স্থানেই এরকমভাবে পরিবারের সদস্যদের খোঁজ নেয়ার হিড়িক পড়েছে। রড্রিগেজ (মাইক্রোনটা) এই হতাশার কথা জানিয়েছেন:

tratando horas d comunicarme con familia en Valparaíso, la red fija telefónica VTR es desastrosa, no se les debería permitir dar servicio :@

ভালপারাইসোতে অবস্থানরত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের প্রাণান্ত চেষ্টা চালাচ্ছি। ভিটিআরের ফিক্সড ফোন লাইনের অবস্থা শোচনীয়, তাদের সেবা বন্ধ করে দেয়া উচিৎ।

যারা টেরেমটো চিলি ব্লগে পোস্ট করে যাচ্ছে তারা একটি টুইটার একাউন্টও চালু করেছে আয়ুদা চিলি (হেল্প চিলি) নামে যেখানে অন্যান্য টুইটার ব্যবহারকারীদের মন্তব্যও রিটুইট করা হচ্ছে, বিশেষ করে যেগুলোতে স্বজনদের খুঁজে পাওয়ার আকুতি আছে। পাবলো গনজালেজ কারসের মত কিছু টুইটার ব্যবহারকারী অন্যদের স্বজনদের ফোন করার মত সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন যা ডানিয়েলা আলভারাদোর মত মহিলার কাজে এসেছে যিনি চিলিতে তার ভাইয়ের সাথে কথা বলতে ব্যর্থ হয়েছিলেন। তিনি ডানিয়েলাকে জানাচ্ছেন:

@DaniAlvaradoA hice los llamados y tu familia esta bien! Abrazos

@ডানিয়েলাআলভারাদো, আমি ফোন করেছিলাম এবং আপনার ভাইয়েরা ভাল আছেন! আসুন গলা মিলাই।

দিনের আলো ফোঁটার পর অনলাইনে ধ্বংসযজ্ঞের আরও ছবি আসতে শুরু করে। ক্লাউডিও অলিভারেস সান্টিয়াগোতে ধ্বংসের পরিমাণ দেখতে পায়ে হাঁটা শুরু করেন। তিনি কিছু ছবি তুলে দিয়েছেন ওউলিতে, এবং কন্সটানজা কাম্পোসও তাই করেছেন যিনি সান্টিয়াগোর কিছু চার্চের ধ্বংসযজ্ঞের কিছু ছবি তুলেছেন

ইউটিউব ব্যবহারকারী ফ্রান্সিসো ভিভালো সাইন্জ সান্টিয়াগোর লাস কন্দেস এলাকার ভাঙ্গা বিলবাও টাওয়ারের ছবি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন

ইতিমধ্যেই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে সুনামির সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .