যুক্তরাষ্ট্র: চেরোকি আদিবাসীরা পবিত্র টিলার জন্য লড়ছেন

উত্তর ক্যারোলিনার স্থানীয় চেরোকি আমেরিকান আদিবাসীরা সম্প্রতি একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে লড়ছেন এবং তারা বলছেন যে এই স্থাপনা কিতুওয়ার আত্মিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। বিশ্বাস করা হয় যে ঈশ্বর চেরোকিদের কিতুয়ওয়া নামের এই পবিত্র টিলাতে তাদের নীতিমালা আর প্রথম আগুন দিয়েছিলেন এবং এটা প্রায় ১০,০০০ বছর ধরে টিকে আছে।

টিলাটি ১৭০ ফুট বিস্তৃত আর পাঁচ ফুট উঁচু।

যদিও আদিবাসী স্মৃতিগুলো- মানুষ আর সাংস্কৃতিক উভয়ই- যুক্তরাষ্ট্রে সংরক্ষিত হয় ১৯৯০ এর আমেরিকান আদিবাসীদের কবর নিরাপত্তা আর রিপ্যাট্রিয়েশন অ্যাক্ট দ্বারা, বিভিন্ন পবিত্র মাটির স্তূপ বা টিলা এখনো আমেরিকান আদিবাসীদের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চেরোকিরা টিলাটিকে সংরক্ষিত করার চেষ্টা করছে ফেসবুকে ২০০০ এরও বেশী “সেভ কিতুওয়া‘ ভক্তের মাধ্যমে।

ফেসবুক গ্রুপে কিতুওয়ার ছবি পোস্ট করেছেন রেড গ্রাইফোন

ফেসবুক গ্রুপে কিতুওয়ার ছবি পোস্ট করেছেন রেড গ্রাইফোন

জেনারেল চেরোকি রিজারভেশনের সহকারী এটর্নি জেনারেল হান্নাহ স্মিথ ডিউক এনার্জিকে একটা ইমেইল পাঠিয়েছেন। এটা ইনস্টিটিউট অফ সাউদার্ন স্টাডিজ এর ওয়েবসাইট ফেসিং সাউথে পোস্ট করা হয়েছে। তিনি ইস্টার্ন ব্যান্ড চেরোকিরা ১৯৯৬ সালে যে স্থান কিনেছে সেটা সংরক্ষণের প্রচেষ্টা ব্যাখ্যা করেছেন:

আমি যেমন বুঝতে পারি ক্ষমতার প্রযোজন আর জানি যে পরিবর্তন অগ্রগতির সাথে আসে, আমি আমার ইচ্ছা যতদূর সম্ভব ব্যাখ্যা করেছি যাতে ডিউক এনার্জী যতদূর সম্ভব তাদের বিশাল নির্মান কাজের ফলে কিতুওয়াতে চেরোকিরা ভ্রমণে যে অনুভূতি পান তার দৃশ্যত: বেশী ক্ষতি না করেন। আমি একটা তুলনা ব্যবহার করেছি কিতুওয়ার এই দৃশ্যের উপরে প্রভাব ব্যাখ্যা করার জন্য যার ফলে তারা ভালো বুঝতে পারবেন যে কি করে আমি (আর বেশীরভাগ চেরোকি) ক্ষতিগ্রস্ত হব। আমি বলেছি যে এই কুৎসিত ব্যবসায়িক ‘চক্ষু শূল’ আমাদের পবিত্র আর প্রাচীন মাতৃভূমির কাছে নির্মান করা ঠিক বিশাল ক্যাথেড্রাল (যেমন রোমে সেন্ট পির্টাস ব্যাসিলিকার) পাশে বিদ্যুত সাবস্টেশন নির্মানের মতো হবে। চেরোকি সংস্কৃতি কিতুওয়া স্থানের মূল্য দেয় আর এর ক্ষতিগ্রস্ত সৌন্দর্যের যা বাকি আছে যেমন বেশীরভাগ বিশ্ব সেন্ট পির্টাসের বিশেষ সৌন্দর্য আর প্রাচীন উপাসনার স্থানের মূল্য দেয়।

যদি চেরোকিরা ডিউক এনার্জিকে নির্মান কাজ থামাতে উদ্বুদ্ধ করতে পারে, এটা এই বছরে তাদের দ্বিতীয় বিজয় হবে। সেভ দ্যা স্যাক্রেড সাইটস ব্লগ অনুসারে ২০১০ সালের জানুয়ারী মাসে পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা বিমানবন্দরের নির্মান কাজ বন্ধ করে দেয় উত্তর ক্যারোলিনার আওল্টাতে, যেখানে প্রাচীন চেরোকি গ্রাম আর সমাধি স্থান আছে। কিন্তু অন্যান্য আমেরিকান আদিবাসী স্থাপনাগুলো এতো ভাগ্যবান ছিলনা, যার সারসংক্ষেপ দিয়েছে ফেসিং সাউথ:

গত বছর অক্সর্ফোডের কাছে একটা টিলা, আলাকে ব্যবহার করা হয়েছিল ময়লা দিয়ে ভরাট করে স্যামের ক্লাব তৈরি করতে, আর অক্সফোর্ড এলাকায় সম্প্রতি আর একটা ঢিবি পাওয়া যায় যা মিউনিসিপাল খেলার কমপ্লেক্স তৈরির সময় গায়েব হয়ে যায়।

১৯৯০ এর শেষের দিকে , ন্যাশভিলে ইন্ডিয়ানদের একটা সমাধিস্থল তেনকে ওয়ালমার্ট সুপারসেন্টার তৈরির জন্য ভেঙ্গে ফেলা হয়, আর ওই শহরের কুম্বারল্যান্ড নদী এলাকায় আদিবাসী ইন্ডিয়ানদের আর একটা সমাধিস্থল টেনেসি টাইটান্স জাতীয় ফুটবল লিগ দলের জন্য স্টেডিয়াম নির্মানের সময় ক্ষতিগ্রস্ত হয়। আর জর্জিয়া চার লেনের একটা মহাসড়ক নির্মান করছে ওক্মুল্গি জাতীয় মনুমেন্টের কাছে, মুস্কোগি (ক্রিক) মানুষদের কাছে যা খুবই গুরুত্বপূর্ণ স্থান।

কুতাওয়ার আরও ছবি পাওয়া যাবে এখানে আর এখানে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .