যদি আপনি এমন একজন হন যিনি প্রযুক্তিতে বিন্দুমাত্র আগ্রহী, তাহলে আপনি হয়ত গুগল আর অ্যাপলের মধ্যে যুদ্ধের দামামা শুনে থাকবেন। গত কয়েক বছরে এই দুই কোম্পানী বন্ধু হবার বদলে প্রচন্ড প্রতিযোগী হিসাবে দূরে সরে গেছে যা চূড়ান্তে পৌছেছে গুগলের নেক্সাস এক স্মার্ট ফোন বের করার মাধ্যমে যেটাকে অ্যাপলের আইফোনের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হয়। সিরিয়ার ব্লগ জগৎও ব্লগারদের মধ্যে এই যুদ্ধ ছড়িয়েছে।
কয়েক মাস আগে অ্যান্ড্রয়েড ওয়েবসাইটটি চালু হয়। এটিকে গুগলের নতুন অ্যান্ড্রয়েড ওএস এর রিভিউ, টিপস আর অন্যান্য বিষয় সম্পর্কিত ‘প্রথম আরবি ওয়েবসাইট’ হিসেবে ধরা হয়। এই ওয়েবসাইট কথার যুদ্ধে জড়িয়ে পড়ে অ্যান্ড্রয়েড ফোনের সমালোচনা প্রকাশের সাথে সাথে – পরে সরাসরি আইফোন আর আরো সাম্প্রতিক আইপ্যাডের সাথে এর তুলনার মাধ্যমে। সম্প্রতি অ্যাপলের সিইও আর প্রধান ব্যক্তি স্টিভ জবসের সাম্প্রতিক মন্তব্যের ব্যাপারে কথা বলতে গিয়ে গুগল সম্পর্কে এই সাইট বলেছে:
يبدو أن الانتشار والنجاح الهائل للهواتف التي تعمل بنظام أندرويد (والحواسب اللوحية قريباً) هو من الأمور التي تُقلق ستيف جوبز Steve Jobs مؤسس شركة آبل, ففي تصريح لا يخلو من نبرة توتر عندما كان جوبز يتحدث أمس في اجتماع لموظفي آبل قال (متحدثاً عن غوغل): “نحنُ لم ندخل سوق البحث, لكنهم دخلوا سوق الهواتف. بدون أي شك يريدون القضاء على آيفون. لكننا لن نسمح لهم”.
অ্যাপলের কমিউনিটি থেকে সাড়া দ্রুত এসেছে, আইফাড ওয়েবসাইট চালুর মাধ্যমে – এটি একটি প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট যা আইফোনের উপরে আর নতুন মুক্তি পাওয়া আইপ্যাডের উপরে জোর দেয়। আর উভয় সাইটের ডিজাইনের প্রচন্ড মিল আপনাকে বোকা বানাতে পারে। তবে তারাও ব্যবসা বোঝে এবং তাদের প্রথম বক্তব্যেই হামলা বজায় রেখেছে:
- عملنا سيكون احترافي ضمن خطط دورية مدروسة: فلم يعد هنالك مجال للصدفة والفوضى والإتكالية التي تشوب الكثير من المشاريع.
2- سنكون عن قرب من المنتجات والبرامج ولن نلقي الكلام على عواهنه دون تجربة
3- منهجنا ليس الكلام فقط دون العمل بل ستكون لنا أعمالنا ومنتجاتنا الخاصة بالايفون والاي باد ومن اجل ذلك كانت مختبرات ومعامل الآي فاد.
4- بعيدون جداً عن التعصب ولن نقارن بمنتجات أخرى منافسة وننتقصها عكس ماتفعله الكثير من المواقع.
২। আমরা পণ্য আর সফটওয়ার সম্পর্কে প্রথম স্তরের অভিজ্ঞতা তুলে ধরব আর অভিজ্ঞতার নিরিখে আমাদের মূল্যায়ন প্রকাশিত হবে।
৩। আমাদের উদ্যোগে বাস্তব একটা দিক থাকবে, আমাদের নিজেদের ডিজাইন আর পণ্য নিয়ে যা আইফোন আর আইপ্যাডের বাজারকে লক্ষ্য করে, আর নিজেদের আইফাড ল্যাবসহ।
৪। আমরা অসহিষ্ণুতা থেকে দূরে সরে গিয়ে লজ্জাজনক তুলনা আনব না অন্যান্য প্রতিযোগিতামূলক পণ্যের সাথে, অন্য কিছু ওয়েবসাইটের মতো।
আর এভাবেই যুদ্ধ শুরু হল সিরিয়া আর আরবের প্রযুক্তিবিদদের মন, হৃদয় আর ফোনের জন্য।