কোস্টা রিকার ছবি সংগ্রহকারী প্রতিষ্ঠান নোমাডা কালেকটিভা (নোমাড কালেকটিভ) সম্প্রতি স্প্যানিশ ভাষায় এক ছবি-প্রবন্ধ [ফোটো এসে] তৈরির কাজে নিজেদের নিয়োজিত করেছিল। এবারের ছবি-প্রবন্ধের বিষয়টি ছিল, কিছুদিন আগে হয়ে যাওয়া কোস্টা রিকার রাষ্ট্রপতি নির্বাচন, যা গত ৭ই ফেব্রুয়ারি, ২০১০-এ অনুষ্ঠিত হয় এবং এতে লরা চিনচিলা জয়লাভ করে। তিনি কোস্টা রিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ছবি সংগ্রহকারী (কালেকটিভের) সদস্যরা ছবি তোলার জন্য নির্বাচনের দিন রাস্তায় নেমে পড়ে।
জেনি কাসকানটে ছবি সংগ্রহকারী প্রতিষ্ঠাটির একজন সদস্য। তিনি সেদিনকার ঘটনার কথা ছবি-রচনার লেখার অংশ তুলে ধরেছেন [স্প্যানিশ ভাষায়]:
Cada cuatro años, a los ciudadanos comunes se nos concede la oportunidad de decidir lo que mejor nos conviene. La fiesta cívica funciona bien como placebo: no existe tal cosa como una buena decisión tomada colectivamente. Los comicios están diseñados para hacer cumplir la voluntad de una mayoría que no nos representa a todos, pero sí a los mismos de siempre. Atravesamos voluntariamente el vía crucis del interés mal logrado, los debates circenses, abstencionismo vrs tradicionalismo… es como un juego de niños coaccionado.
(…)
La democracia es una crayola anaranjada con la que todos queremos pintarnos, pero que a la vez regalamos a cambio de lo que sea. Al final sí hay marionetas: nosotros mismos.
(…)
গণতন্ত্র অনেকটা কমলা রং-এর এক তুলি, যা ব্যবহার করে আমরা সবাই রং করতে চাই, কিন্তু একই সাথে আমরা যে কারো হাতে পরিবর্তনের তুলিটিকে তুলে দিই। সবশেষে থাকে কিছু পুতুল: সেই পুতুলগুলো আসলে আমরা।