ডোমিনিকান প্রজাতন্ত্র: লিওনেস নামক দলটি ক্যারিবিয় সিরিজ বেসবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে

এই শীতে ডোমিনকান প্রজাতন্ত্রের বেসবল প্রতিযোগিতা ভিন্ন ভাবে শেষ হল, এবার ঐতিহ্যগতভাবে সেরা দুই দল আগুইলাস সিবেনাস (সিবাও ঈগল) ও টাইগার ডে লিসেই (লিসের বাঘ) ফাইনালে উঠতে ব্যর্থ হয়। তাদের বদলে লিওনেস ডেল এসকোগিদো (বেছে নেওয়া সিংহের দল) নামক বেসবল দল এই স্থানীয় প্রতিযোগিতার শিরোপা জিতে নেয় এবং ক্যারিবিয়ান অঞ্চলের বেসবল প্রতিযোগিতা, যা ক্যারিবিয়ান সিরিজ নামে পরিচিত সেখানে খেলার জন্য জায়গা করে নেয়। এই দলটি ১৯৯২ সালে শেষবারের মত শিরোপা জিতেছিল। সান্টো ডোমিঙ্গো ভিত্তিক দল লিওনেস ২০০৯-২০১০ সালের জন্য তাদের প্রশাসনে এবং কাঠামোতে ব্যাপক রদবদল ঘটায় এবং হাতেনাতে তার ফল পায়। ব্লগ ক্রিস্টাল ইয়া কলোরেস [স্প্যানিশ ভাষায়]-এর ব্লগার জোসে ফ্রান্সিকো এরিয়াস এই সাফল্য গাঁথার সারাংশ তৈরি করেছেন:

¡Por fin los Leones del Escogido logran ganar el campeonato de Béisbol Profesional de RD…! Vencieron la noche de este jueves 5 carreras a 2 a los Gigantes del Cibao en el estadio Julián Javier de San Francisco de Macorís y se llevan la corona. Hacía 18 años que no lograban el cetro. La celebración comenzó anoche mismo y se extenderá por varios días. Los escogidistas ansiaban celebrar con su trofeo de campeones.

অবশেষে এসকোগিদোর সিংহ নামে পরিচিত লিওনেস ডেল এসকোগিদো ডোমিনিকান প্রজাতন্ত্রের পেশাদার বেসবল লীগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করল! আজ রাতে তারা সিবাও জায়ান্টকে ৫ রানের বিপক্ষে ২ রানে পরাজিত করেছে। এই খেলাটি অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো ডে মাকোরিসে অবস্থিত জুলিয়ান জাভিয়ার স্টেডিয়ামে এবং এই খেলায় জিতে সিংহের দল নিজেদের ঘরে শিরোপা নিয়ে গেল। এখন থেকে ১৮ বছর আগে তারা শেষবারের মত শিরোপা জিতেছিল। সে রাতে তাদের শিরোপ জয়ের উৎসব শুরু হয়েছিল এবং তা অনেকদিন ধরে চলেছিল। এসকোগিদোর বাসিন্দারা তাদের দলের শিরোপা জয়ের উৎসব উদযাপন করার জন্য অপেক্ষা করে রয়েছে।

এসকোগিদো কেবল স্থানীয় প্রতিযোগিতায় শিরোপা অর্জন করেনি, সে একই সাথে ২০১০ ক্যারিবিয় সিরিজ বেসবল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতায় ভেনিজুয়েলার মার্গারিটা আইল্যান্ডে ২-৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। ক্যারিবিয় এই প্রতিযোগিতায় তারা লিওনেস ডে কারাকাসকে (ভেনিজুয়েলার সিংহ) ৭-৪ রানে পরাজিত করে। এই পুরো প্রতিযোগিতায় এসকোগিদো কেবল একটি মাত্র খেলায় পরাজিত হয়। ফেলিভিয়া মেজিয়া (@মেজিয়া) নামক ভদ্রমহিলা এই অর্জনে টুইটারে তার উচ্ছাস প্রকাশ করেছেন:

Los Leones del Escogido regresaron para ganar en grande. Felicidades x la victoria en la Serie del Caribe. Por acá andan fanáticos felices!!

এসকোগিদো লিওনেস বিশাল এক জয় অর্জন করে ফিরেছে। ক্যারিবিয়ান সিরিজ জয় করায় তাদের অভিনন্দন। তিনি ছাড়াও, দলটির সমর্থকরাও এতে খুশি!!

এসকোগিদোর শিরোপা জয়ের মধ্য দিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্র ক্যারিবিয় সিরিজ প্রতিযোগিতায় ১৮টি শিরোপা জিতল। এই প্রতিযোগিতার ইতিহাসে এই দেশটির দলগুলো সর্বোচ্চ সংখ্যক শিরোপা জিতেছে। এই প্রতিযোগিতায় মেক্সিকো, ভেনিজুয়েলা, পুয়ের্টো রিকো নিয়মিত অংশগ্রহণ করে থাকে, অতীতে তাদের সাথে পানামা এবং কিউবাও অংশ নিত।

ডোমিনিকান প্রজাতন্ত্রের স্থানীয় এক বেসবল মাঠের (বেসবল ডায়মন্ড) ছবি। ছবিটি তুলেছেন এল মার্টো এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।

ডোমিনিকান প্রজাতন্ত্রের স্থানীয় এক বেসবল মাঠের (বেসবল ডায়মন্ড) ছবি। ছবিটি তুলেছেন এল মার্টো এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।

এতদিন ধরে টাইগার ডে লিসে এবং আগুইলাস সিবেনাসের স্থানীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় একচ্ছত্র আধিপত্য ছিল। ক্যারিয়ান সিরিজে এসকোগিদোর অংশ নেবার মধ্যে দিয়ে এই দুটি দলের সেই আধিপত্যের অবসান ঘটল। ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডোমিনিকান প্রজাতন্ত্র ক্যারিবিয়ান সিরিজ প্রতিযোগিতার ৯ টি শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেছে। এই ৯ টি শিরোপার পাঁচটি জিতেছে ঈগলরা (আগুয়েলাস সিবেনাস) ও অন্য চারটি জিতেছে বাঘেরা ( লিসে ডে টাইগ্রেস)

এসকোগিদোর উত্থানে ডোমিনিকান প্রজাতন্ত্রের স্থানীয় শীতকালীন বেসবল প্রতিযোগিতা আরো আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে, যেখানে একই দল বার বার সেরা স্থানে থাকবে না, যা অতীতে হয়ে এসেছিল। এই প্রতিযোগিতা এ ভাবে পাল্টে যাওয়ায়, মারিয়া পেগুয়েরো (@মারিওপুগেয়েরো) তা উদযাপন করছে:

Lo mejor de todo fue q los Leones del Escogido ganaron la serie del caribe ayer!!! Comienza una nueva era!!!

এবারের সবচেয়ে সেরা দিক, লায়ন অফ এসকোগিদো গতকাল ক্যারিবিয়ান সিরিজ প্রতিযোগিতায় শিরোপা জিতেছে! নতুন এক যুগের শুরু হল!!!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .