হাইতি: ত্রাণ প্রচেষ্টা এবং বিপদ

হাইতিতে ভূমিকম্প সংঘটিত হবার পর প্রায় এক মাস পার হয়ে গেছে। এই ভূমিকম্প দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স ও আশেপাশের শহরের বিভিন্ন সরকারি গণভবন ও ব্যক্তিগত ভবনের কয়েকটিকে ধ্বংস করে ফেলেছে। ফরাসীভাষী নেটবাসীরা (নেটিজেনরা) এসপাস এইসিয়েন ব্লগে জনতার বিভিন্ন বাস্তবতা সম্বন্ধে লিখেছেন, বিশেষ করে যারা এই ভূমিকম্প থেকে বেঁচে গেছে:

যারা ঘরে ফিরে গেছে:

De nombreux Haïtiens ont regagné leurs domiciles durant le week end dans plusieurs quartiers de la région métropolitaine. Cette décision semble être motivé par la diminution de la fréquence et de la magnitude des répliques de la semaine dernière.

হাইতি ভূমিকম্পের পরে সপ্তাহ থেকে অনেকে তাদের ঘরে ফিরে যায়, সারা শহরের বিভিন্ন এলাকায় তারা ফিরে আসে। ভূমিকম্পের পরে যে ভূকম্পন (আফটারশক) আসে তার পরিমাণ এবং মাত্রার প্রভাব কমে আসার ফলে শহরবাসীরা এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত হয়েছে।

যারা গ্রামের দিকে গিয়েছিল:

Dans le même temps, d'autres résidents de la région métropolitaine poursuivent l'exode vers les villes de province.

ইতোমধ্যে, শহরের অন্য বাসিন্দারা মফঃস্বল শহরের দিকে ক্রমাগত পাড়ি জমাচ্ছে।

যারা অস্থায়ীভাবে নির্মিত ঘরে বাস করত

Par ailleurs, les personnes dont les maisons ont été détruites maintiennent leur présence dans les centres d'hébergement provisoire.

এর বাইরেও, যে সমস্ত লোকদের ঘর ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল, তারা নির্ধারিত এলাকার অস্থায়ীভাবে নির্মিত ঘরে বাস করছে।

এসপাস এইসিয়েন ব্যাখ্যা করছে, “জনতার ঘর এবং নিরাপত্তা” হাইতি সরকারের কাছে চিন্তার বিষয়, যা এসপাস এইসিয়েনের তৈরি করা হাইতি সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকায় সবার উপরে অবস্থান করছে:

1) Aménager des sites d'accueil dans la périphérie des villes avec une capacité maximale de 10 000 personnes, soit 2 000 familles
2) Créer des sites à l'intérieur des villes en identifiant des espaces de proximité supplémentaires, quartier par quartier pour l'installation des campements transitoire de taille agréable, soit 300 à 500 personnes
3) Distribuer des tentes et des kits d'urgence incluant des bâches en plastique et armature légere avec un support direct à la population déplacée.

১)বাস্তুচ্যুত লোকেদের জন্য শহরের প্রান্তে আশ্রয়ের ব্যবস্থা করা, এইসব শিবিরে যেন একসঙ্গে ১০,০০০ জন লোক বা ২০০০-টির বেশি পরিবার না থাকে।

২) শহরের মধ্যে এবং বাড়তি কোন জায়গায়, বসতবাড়ি এলাকার আশেপাশে একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা প্রয়োজন। এর উদ্দেশ্য অস্থায়ী বসত শিবির তৈরি করা। এই সব শিবিরে যেন ৩০০ থেকে ৫০০ জন লোক বাস করতে পারে।

৩) তাঁবু এবং প্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া, এর মধ্যে থাকবে প্লাস্টিকের তৈরি হালকা কাঠামো যার উপরে তাঁবু টাঙ্গানো যায়। অভিবাসী জনগোষ্ঠীকে সরাসরি সাহায্যের জন্য এই উদ্যোগ নেওয়া উচিত।

এখানে রসো সিটাডেলের লেখা একটি পোস্ট (ক্রিয়োল ভাষায়) রয়েছে। এই পোস্টে তিনি এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন যা ঘোষণা করেন হাইতির প্রধানমন্ত্রী। নিরাপদ কিন্তু দ্রুত নির্মিত অস্থায়ী ঘর তৈরির ঘটনায় কিছু লোক এর সুবিধা নেবার চেষ্টা করছে। ব্লগার রসো সিটাডেল একটি সতর্ক বার্তা পোস্ট করেছেন; যেখানে তিনি এর সুবিধা নেবার চেষ্টাকারীদের নিন্দা জানিয়েছেন। এখানে তার লেখার সারাংশ:

A BAS VOLEURS
Les TENTES recues EN DON (CADEAU) pour les sinistrés sont en train d'etre vendues à US$ 125 au petit peuple…. Ce peuple qui n'a pas 1 sou et dont les membres de leurs familles viennent de périr sous les décombres.

চৌর্যবৃত্তি আর নয়:
এই সব তাঁবু ত্রাণের জন্য দান (উপহার) হিসেবে পাওয়া। এগুলো ভূমিকম্পের শিকার ব্যক্তিদের জন্য প্রদান করা হয়েছিল। সেই তাঁবু ১২৫ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। আর সেটি বিক্রি করা হচ্ছে তাদের কাছে যাদের কাছে তেমন অর্থ নেই…যে সমস্ত লোকেরা কোন পয়সা ছাড়াই জীবন যাপন করছে এবং যাদের আত্মীয় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে মারা গেছে।

ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা অতিরিক্ত অর্থ এবং অনৈতিক দামে এই তাঁবু কেনার ক্ষমতা রাখে না। এখন এই দামে তাদের এসব জিনিস কিনতে বলা তাদের আরো হুমকির মুখে ঠেলে দেওয়া, কারণ বেশিরভাগ ভবন এখনো বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেনি এবং এদের অনেকগুলোই যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। এই বিষয়টি সম্বন্ধে এসপাস এইসিয়েন বলছে [ফরাসী ভাষায়]:

Toutefois des spécialistes ne cessent de lancer des mises en garde contre l'occupation des maisons fissurées. Craignant l'effondrement de ces maisons en cas de violentes répliques, les géologues ont soutenu que des ingénieurs doivent donner leur avis sur les différents immeubles.

Une équipe d'ingénieurs haïtiens a été récemment constituée par le ministère des Travaux publics en vue d'évaluer l'état des constructions.

Outre l'occupation des maisons endommagées les autorités ont interdit la reconstruction de nouvelles maisons.

বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত ভবনে লোকদের বাস করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তারা মনে করছে ভূমিকম্পের পরে যদি মাটি ভয়াবহ ভাবে কেঁপে উঠে, তা হলে এই ভবন গুলো ধ্বসে পড়তে পারে। ভূতাত্ত্বিকরা বলছে, প্রকৌশলীরা যেন প্রত্যেকটি ভবন পরীক্ষা করে দেখে।

হাইতির একদল প্রকৌশলীকে সম্প্রতি জন কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ দিয়েছে, যেন তারা ভবনগুলো কি পরিস্থিতিতে রয়েছে তা পরীক্ষা করে দেখে।

ক্ষতিগ্রস্ত ভবনে বাস করতে বাঁধা দেওয়ার সাথে সাথে কর্তৃপক্ষ নতুন ভবন নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

কিন্তু, হাইতিতে সব সব সময় যা ঘটে, সেখানে এখনো এক আশা রয়ে গেছে: এসপাস এইসিয়েন ঘোষণা দিচ্ছে, হাইতিতে ৩০০,০০০ জন জাপানী বিশেষজ্ঞ প্রকৌশলীর একটি দলের আগমন ঘটতে যাচ্ছে। তারা দুর্দশাগ্রস্ত ভবনগুলোর মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে জাতি সংঘ এবং হাইতির দলটিকে সাহায্য করবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .