- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ওপেন ভিডিও: ওয়ার্ল্ডওয়াইড ওয়ারসাইডের মাধ্যমে লরেন্স লেসিগের সাথে কথা বলা

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উ. আ., ল্যাটিন আমেরিকা, ইজরায়েল, ব্রাজিল, ভারত, যুক্তরাষ্ট্র, আইন, চলচ্চিত্র, ডিজিটাল অ্যাক্টিভিজম, রাজনীতি, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি

ল্যারি লেসিগ, ছবি রবার্ট স্কোবল

ল্যারি লেসিগ, ছবি রবার্ট স্কোবল


সঠিক ব্যবহার কাকে বলে, কি ভাবে স্বত্বাধিকার আইন (কপিরাইট) ডিজিটাল সময়ের সাথে খাপ খাইয়ে নেয় এবং কি ভাবে ধারাবর্ণনা, শিক্ষা, বিভিন্ন বিষয়ের পুনরায় মিশ্রণ এবং গবেষণাকে ভিডিওর মাধ্যমে মুক্তভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়? ২৫ ফেব্রুয়ারিতে, যুক্তরাষ্ট্রের পূর্বাংশের সময়ে অনুসারে (মার্কিন ইস্টার্ন টাইম যা জিএমটি বা গ্রীনিচ সময়ের সাথে ৫ ঘন্টা সময় পিছিয়ে ধরে হিসেব করতে হবে) সন্ধ্যা ৬.০০ টায় এ বিষয়ে লরেন্স লেসিগের আলোচনা দেখা ও শোনার জন্য নিজেকে যুক্ত করুন [1]। তিনি ওপেন ভিডিও এলায়েন্স ওয়েবসাইটের [2] মাধ্যমে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনা শোনার জন্য ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা আপনার শহরে এই দৃশ্য প্রদর্শন করা হবে কিনা, তা জেনে নিন। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা, গুয়াতেমালা, ব্রাজিল, ইজরায়েল এবং ভারতে কেবল এটি প্রদর্শিত হবে। যদি আপনি এ ব্যপারে আগ্রহী হন তা হলে আপনি নিজে এই প্রদর্শনীর আয়োজন করতে পারেন। এর জন্য আপনাকে ওপেন ভিডিও এলায়েন্সের [3] সাথে যোগাযোগ করতে হবে।

লরেন্স লেসিগ [4] আইনের অধ্যাপক এবং রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। তিনি একই সাথে ক্রিয়েটিভ কমন্সের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি প্রথমে ৪৫ মিনিট আলোচনা করবেন এবং ৩০ মিনিট সময়ব্যাপী এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। এই প্রশ্নোত্তর পর্বের সমন্বায়ক হিসেবে থাকবেন ওপেন ভিডিও এলায়েন্সের এলিজাবেথ স্টার্ক। টুইটারে #ওয়ারসাইড হাসটাগ ব্যবহার করে এই অনুষ্ঠানের জন্য প্রশ্ন জমা দেওয়া যাবে। তা হলে টুইটারে কেন টুইটারের @লেসিগ [5]@ওপেনভিডিও [6]-তে প্রবেশ করছেন না?

আপনি কি ওপেন ভিডিওর ব্যাপারে আগ্রহী? তা হলে ভুলে যাবেন না ওপেন ভিডিওর ৬০ সেকেন্ডের এক প্রতিযোগিতার কথা [7], এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দক্ষিণে ভ্রমণ করুন, সাউথওয়েস্ট (এসএক্সএসডাব্লিউ) ইন্টারএকটিভ ফেস্টিভাল নামের এক উৎসব আয়োজক প্রতিষ্ঠানের সৌজন্যে। এই প্রতিযোগিতায় অংশ নেবার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি রোববার। অথবা এই প্রতিযোগিতায় অংশ নেওয়া কাজগুলোর দিকে এক নজর চোখ দিলে আপনি বুঝতে পারবেন সারা বিশ্বের লোকের কাছে ওপেন ভিডিও-র অর্থ কি [8]?

এখনো ওপেন ভিডিওর অর্থ আপনার কাছে পরিষ্কার নয়? তা হলে প্রতিযোগিতার জন্য পাঠানো কাশিম ভিরজির এই ভিডিও-টি দেখুন, [9] যেটিতে ব্যাখ্যা করা হয়েছে ওপেন ভিডিও তার কাছে কি অর্থ বহন করে:

ওপেন ভিডিও কি [10]? ভিমিওতে [11] রাখা কাশিম ভিরজির [12] ভিডিওর মাধ্যমে জানুন।