গ্লোবাল ভয়েসেস সম্মেলনে ব্রেকিং বর্ডার্স অ্যাওয়ার্ড নামক পুরস্কার প্রদান করা হবে

ব্রেকিং বর্ডার্স অ্যাওয়ার্ড একটি নতুন পুরস্কার, যা প্রদান করতে যাচ্ছে গুগল এবং গ্লোবাল ভয়েসেস, এবং এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে সহায়তা করছে থমসন রয়টার্স। অসাধারণ সব ওয়েব পরিকল্পনার জন্য এই পুরস্কার প্রদান করা হবে। সাহস, শক্তি, এবং তথ্যে পরিপূর্ণ ব্যাক্তিগত বা দলীয় ওয়েব উদ্যোগ বিশেষ করে যেগুলো ইন্টারনেটে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা বিষয়টিকে তুলে ধরে, তাদের জন্য এই পুরস্কার। এতে অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ১৫ই ফেব্রুয়ারি। এই পুরস্কার অর্জন করতে চাইলে শীঘ্রই আপনার মনোনয়ন জমা দিন!

আমরা আনন্দের সাথে ঘোষণা দিচ্ছি যে ব্রেকিং বর্ডার্স পুরস্কারে যারা ভূষিত হবে, তাদের নাম ঘোষণা করা হবে গ্লোবাল ভয়েসেস নাগরিক প্রচার মাধ্যম সম্মেলন ২০১০-এ (গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০) যা এ বছরের ৬-৭ মে, চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনের বিষয়ে আরো তথ্য, লক্ষ্য, অনুষ্ঠানসূচী এবং নিবন্ধন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে সম্মেলনের ওয়েব সাইটে প্রবেশ করুন।

পরবর্তী দিন ও সপ্তাহগুলোতে, আমরা অনুষ্ঠানসূচি নির্মাণ, বক্তাদের জীবন বৃত্তান্ত যোগ করা, অংশগ্রহণকারীর তালিকা এবং আরো অন্য সব কাজ নিয়ে ব্যস্ত থাকব এবং সম্মেলনে অংশগ্রহণকারী ও অন্যদের ব্লগ পোস্ট ও মন্তব্যের সাইট যাচাই করতে থাকব, একই সাথে তাদের সাথে কথোপকথনে অংশ নিতে থাকব।

গ্লোবাল ভয়েসেস ও ব্রেকিং বর্ডার্স সম্মেলনের কথা সবখানে ছড়িয়ে দিয়ে আপনি আমাদের সাহায্য করতে পারেন। আমাদেরকে তুলে ধরার জন্য আপনি আমাদের সম্মেলনের ব্যাজ বা বিশেষ প্রতীক অথবা ব্যানার আপনার ব্লগ অথবা ওয়েব সাইটে যুক্ত করতে পারেন।

ব্রেকিং বর্ডার্স অ্যাওয়ার্ড পুরস্কার প্রতিযোগিতা সকল জাতির নাগরিকের জন্য উন্মুক্ত। অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা বিষয়ে একদল বিশেষজ্ঞ এই প্রতিযোগিতার বিজয়ীকে নির্বাচিত করবেন। তিনটি বিভাগের প্রত্যেক বিজয়ী নগদ ১০,০০০ মার্কিন ডলার পুরস্কার লাভ করবে।

১. কারো পক্ষে বলা বা অ্যাডভোকেসি, এই পুরস্কার এমন অ্যাক্টিভিস্ট বা দলকে প্রদান করা হবে, যারা অনলাইনকে ব্যবহার করে মুক্তভাবে অভিব্যক্তি প্রকাশ ও রাজনৈতিক পরিবর্তনকে উৎসাহিত করছে।
২. প্রযুক্তি, এমন ব্যক্তি বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যারা এক গুরুত্বপূর্ণ টুলস বা উপাদান তৈরি করেছে, যা মুক্তভাবে অভিব্যক্তি প্রকাশকে তুলে ধরে এবং তথ্যের অধিকারে কারো প্রবেশ করার ক্ষমতা বৃদ্ধি করে।
৩. নীতি নির্ধারক , এই পুরস্কার এমন এক নীতি নির্ধারককে প্রদান করা হবে, যে সরকারি কর্তৃপক্ষ অথবা বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তি, সে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে।

ব্রেকিং বর্ডার্স অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া ও অতিরিক্ত তথ্যে পাওয়া যাবে এইচটিটিপি://ব্রেকিংবর্ডার্স.নেট-এ, এবং মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ১৫, ফেব্রুয়ারি, ২০১০-এ।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা নমিনেশন@ব্রেকিংবর্ডাস.নেট (nomination@breakingborders.net)। যে কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .