- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

[পডকাস্ট] ট্রান্সপারেন্সিয়া ব্রাজিলের ফাবিয়ানো আন্জেলিকোর সাথে সাক্ষাৎকার

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, চিলি, ব্রাজিল, ডিজিটাল অ্যাক্টিভিজম, সরকার, টেকনলজি ফর ট্রান্সপারেন্সী নেটওয়ার্ক

[1]ফাবিয়ানো আন্জেলিকো [2] ট্রান্সপারেন্সিয়া ব্রাজিলের [3] প্রকল্প সমন্বয়ক। চিলি ইউনিভার্সিটিতে তার স্নাতকোত্তর গবেষণার বিষয় হচ্ছে “স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ [4]“। এর সাথে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি করছেন ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত ফুন্ডাকো গেটুলিও ভার্গাস বিশ্ববিদ্যালয়ে [5]

নীচের পডকাস্টে তিনি ব্যাখ্যা করছেন যে স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত প্রকল্পগুলো কেন কেন্দ্রীয় বা রাষ্ট্রীয় সরকারের দিকে মনযোগ দেয় স্থানীয় সরকারগুলোকে উপেক্ষা করে। তিনি ব্রাজিলের চমৎকার একটি প্রকল্প সম্পর্কে জানিয়েছেন যার মাধ্যমে ব্লগাররা স্থানীয় রাজনীতিবিদদের পরিগ্রহণ করেন।