- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০ এর ঘোষণা

বিষয়বস্তু: ঘোষণা

আমরা আনন্দের সাথে গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০ [1] অনুষ্ঠানটি ঘোষণা করছি! আমাদের এবছরের সম্মিলনটি অনুষ্ঠিত হবে আগামী মে মাসের ৬-৭ তারিখে চিলির সান্টিয়াগোতে।

সামিটের ওয়েব সাইটে প্রবেশ করে [1] আপনি এই সম্মিলনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবেন [2]। আরও জানা যাবে এর অনুষ্ঠানসূচী [3], নিবন্ধনের পদ্ধতি [4] সম্পর্কে বিস্তারিত, এবং সান্টিয়াগো শহরটি সম্পর্কে বিভিন্ন তথ্য। অনুষ্ঠানসূচীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুগল এবং গ্লোবাল ভয়েসেসের যৌথ উদ্যোগে আয়োজিত ব্রেকিং বর্ডার্স অ্যাওয়ার্ড [5] এর পুরষ্কার প্রাপ্তদের নাম ঘোষণা। ইন্টারনেটে ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা’ নামক বিষয় প্রচারণার জন্য কোন ব্যক্তি বা দলকে তাদের সাহসী, উদ্যমী এবং সমৃদ্ধশালী ওয়েব পরিকল্পনার জন্য এই পুরস্কার প্রদান করা হবে।

আগামী বেশ কয়েক দিন ও সপ্তাহ ধরে আমরা অনুষ্ঠানসূচির কাঠামোকে আরও পরিপূর্ণ করব, বিভিন্ন বক্তাদের পরিচিতি তুলে ধরব, এবং অংশগ্রহণকারীদের তালিকা ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরব। আপনারা অনুগ্রহ করে নিয়মিত এই সাইটটি পর্যবেক্ষণ করবেন সম্মিলনে অংশগ্রহণকারীদের বিভিন্ন ব্লগ পোস্ট এবং মন্তব্যের জন্যে এবং আপনারাও কথোপকথনে সামিল হতে পারেন।

আপনারা গ্লোবাল ভয়েসেস সামিটের কথা প্রচার করতে পারেন আপনার ব্লগ বা ওয়েবসাইটে আমাদের সম্মিলনের জন্যে তৈরি ব্যাজ বা ব্যানার [6] সন্নিবেশিত করে।

গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১০ আয়োজন সম্ভব হচ্ছে এই সব প্রতিষ্ঠানের সদয় সহায়তায় – ম্যাক আর্থার ফাউন্ডেশন [7], গুগল [8], ওপেন সোসাইটি ইনস্টিটিউট [9], নাইট ফাউন্ডেশন [10] এবং ইয়াহু [11]