পেরু: কুস্কোর বন্যা আক্রান্তদের জন্য সাহায্য আর উদ্ধারকাজ

পেরুর কুস্কোর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েই গেছে কারন বৃষ্টি এখনও কমেনি (পহেলা ফেব্রুয়ারী, ২০১০)। তবে এটাই একমাত্র সমস্যা না যা এই এলাকা সম্মুখীন হচ্ছে। এমন দোষারোপ আর গুজব বেরিয়েছে যে পর্যটকদের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে তাদের উদ্ধারের জন্য যা অবশ্য কর্তৃপক্ষ অস্বীকার করেছেন। ২১শে জানুয়ারী চিলির সরকার বিশাল একটা হারকিউলিস বিমান পাঠিয়েছে চিলির নাগরিকদের তুলে আনার জন্য। যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের ছবি পাবেন এখানে

হুয়াকারপেই এর একটা বন্যা প্লাবিত রাস্তা। ছবি জেনেবিও ভালেঞ্চিয়ার তোলা আর অনুমতি নিয়ে ব্যবহৃত

হুয়াকারপেইয়ের বন্যা প্লাবিত রাস্তা। ছবি জেনেবিও ভালেঞ্চিয়ার তোলা (অনুমতিক্রমে ব্যবহৃত)।

খাদ্যের মূল্য বৃদ্ধি নিয়ে অন্যান্য রিপোর্ট সামনে এসেছে আগুয়াস ক্যালিন্টেস এলাকায়, মাচু পিচু শহরের প্রবেশদ্বারে। এটর্নি জেনারেল তদন্তের হুকুম দেন যাচাই করে দেখতে যে রেস্টুরেন্ট আর দোকানে দাম কেমন আছে।

যেমন আশা করা হয়েছিল, শীঘ্রই খবর বের হয় আক্রান্তদের মধ্যে সাহায্য বিতরণে স্বচ্ছতার অভাব সম্পর্কে । অনেকে আশা করছেন যে সরকার ব্যাপারটা দেখবেন।

এর সাথে ভূমি ধস যখন শুরু হয় যেসব পর্যটক সেক্রেড ভ্যালিতে ইঙ্কা ট্রেলে হাটছিলেন তাদের নিয়ে চিন্তা আছে। ধারণা করা হচ্ছে সেই সময়ে এলাকায় প্রায় ১৫০০ পর্যটক ছিলেন, কিন্তু এখন পর্যন্ত জানা যায় নি তারা নিরাপদ আছেন কিনা। মাচু পিচুর চারিদিকে মোট পর্যটকের সংখ্যা প্রায় ২০০০ বলে ধারণা করা হচ্ছে।

কুস্কোর চারিদিকে কি হচ্ছে তা নিয়ে টুইটারা ব্যবহারকারীরা তথ্য জানাচ্ছেন। কিছু কিছু টুইট মানবিকতার দুই দিক দেখাচ্ছে:

@হ্যারিগঞ্জালেস:

Sigue llegando el agua para ayudar a nuestros hermanos en la plaza de Armas #cusco http://tweetphoto.com/9723290

আরমাস প্লাজাতে পানি আসছেই আমাদের ভাই বোনদের সাহায্য করতে। #কুস্কো http://tweetphoto.com/9723290

@হ্যারিগঞ্জালেস:

Los damnificados de Pisonay están en el centro recreacional de Calca http://tweetphoto.com/9742996 #Cusco

পিসোনেয়তে যারা আক্রান্ত হয়েছেন তারা এখন কালকার বিনোদন কেন্দ্রে আছেন। http://tweetphoto.com/9742996 #Cusco

লিন মোরা @লিন্মোরা:

En Cusco los scouts fueron enviados a las zonas de desastre para apoyar a damnificados.

কুস্কোতে বয় স্কাউটদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয় আক্রান্তদের সাহায্য করতে।

@এল্কামিনেরিটো

Nos avisan que existen ladrones que están saqueando en Huacarpay y Pisac,por favor los voluntarios vayan identificados, para evitar problemas

তারা বলছে যে হুয়াকারপায় আর পিসাকে চোর সব লুট করছে, স্বেচ্ছাসেবীরা দয়া করে তাদের সনাক্ত করেন, ঝামেলা এড়াবার জন্য।

মারকো মোস্কোসো তার টুইটপিক অ্যাকাউন্টে নিয়মিত ছবি পোস্ট করছেন, আর তিনি বন্যাদুর্গত এলাকা দেখানোর ইন্টার অ্যাক্টিভ মানচিত্র তৈরির পিছনের একটি চালিকা শক্তি:


Ver Cusco en Emergencia en un mapa más grande

ব্লগ ক্যাম্বিয়ান্ডো এল মুন্ডো (বিশ্বকে পরিবর্তন করা) এর এই পোস্টে হুকারপায়ের মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর একটি তালিকা পাওয়া যাবে (ইংরেজীতে)। এই গোত্রটি বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটা ফেসবুক দলও আছে কুস্কোর জন্য সাহায্য সংগ্রহ করতে: কুস্কোর দুর্ভাগ্যের বিরুদ্ধে সম্মিলিত হন!!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .