ইয়াফাউস ব্লগ হচ্ছে একটি বিশেষ ব্লগ যাতে সেরিব্রাল পালসী রোগে আক্রান্ত মালদ্বীপের একটি শিশুর বেড়ে ওঠা লিপিবদ্ধ করা হচ্ছে। এই ব্লগে আলোচনা করা হয়েছে পিপলস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ (মানুষের সম্মানে ভাষা) সম্পর্কে যা প্রতিবন্ধী মানুষ সম্পর্কে আলোচনা করার সময় তাদেরকে শ্রদ্ধার সাথে এবং সহানুভুতির সাথে উল্লেখ করে।