প্যারাগুয়ে: গুলিবিদ্ধ হবার পর ধীরে ধীরে ফুটবলার সালভাডোর কাবানাসের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে

২৫ জানুয়ারির সকালবেলায় প্যারাগুয়ের ফুটবলার সালভাডোর কাবানাস মেক্সিকো সিটির এক শুঁড়িখানার বাথরুমের ভেতরে কথাকাটাকাটির সময় গুলিবিদ্ধ হন। কেন তাকে গুলি করা হয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায় নি, তবে সম্প্রতি মেক্সিকোর পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছে।

কাবানাস মেক্সিকোর প্রথম বিভাগ লীগের ফুটবল দল ক্লাব আমেরিকার পক্ষে ফুটবল খেলে থাকেন। ঘটনার সময় তার স্ত্রী তার সাথে ছিল না। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার শরীরে অস্ত্রোপচার করা হয়। কিন্তু ডাক্তাররা তার শরীর থেকে গুলি বের করতে পারে নি। কাবানাসের শারীরিক অবস্থা প্রথমে বেশ জটিল ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখন তিনি চলতে, খেতে এবং তার আত্মীয়দের সাথে কথা বলতে পারেন

বেশিরভাগ প্রচার মাধ্যম জানিয়েছে কাবানাস খেলার মাঠে ফিরে আসতে চান। তিনি মেক্সিকোর ফুটবল দল এবং প্যারাগুয়ের জাতীয় দলের হয়ে আবার ফুটবল খেলতে চান। প্যারাগুয়ের জাতীয় ফুটবল দলটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা এ বছরের জুন মাসে অনুষ্ঠিত হবে।

রেসকাটার [স্প্যানিশ ভাষায়] -এর প্যারাগুয়ের ব্লগার কার্লোস রড্রিগুয়েজে লিখেছে, “ আসুন ঘটনাটি নিয়ে আলোচনার আগে এই মানুষটিকে সাহায্য করি”। তিনি এর সাথে যোগ করেন, অনেক লোক রয়েছে যারা এই ঘটনা সম্পর্কে উত্তেজনাকর এবং দায়িত্বহীন তথ্য প্রদান করছে:

Es una bendición la fortaleza del jugador que con una bala en el cerebro sorprende por su reacción al tratamiento pero, es preciso que los medios manejen el tema con sensatez. Es cierto, Cabañas vende. Vende camisetas, vente banderas, calendarios, DVDs, vende portadas, noticieros. Es un producto exitoso. Sin embargo cabe reclamar que no se exacerbe el costado mercantil y hagamos fuerzas porque la recuperación de Salvador avance cada día más.

একটা খেলোয়াড়ার তার মাথায় বুলেট নিয়েও নিজের চিকিৎসায় প্রতিক্রিয়া প্রদান করে যাচ্ছে এই বিষয়টি এক বিস্ময়কর ব্যাপার। কিন্তু প্রচার মাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা সচেতনভাবে তাকে তুলে ধরে। এটা সত্য যে কাবানাস এক বিক্রয় যোগ্য পণ্য। তার নামে জার্সি বা খেলার জামা, ফ্লাগ বা ঝাণ্ডা, দিনপঞ্জিকা, ডিভিডি, কোন কিছু বিক্রি করার ঢাকনা, সংবাদ সবাই বিক্রি হয়। সে একটা সফল পণ্য। উল্লেখ করার প্রয়োজন নেই যে আমরা তার জন্য বিশেষ চেষ্টা চালাবো এবং তাকে ঘিরে যে বাণিজ্য সেটিকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাব না, কারণ দিন দিন সালভাডোরের শারীরিক পরিস্থিতির উন্নতি ঘটছে।

এটি কি ডাকাতি নাকি মারামারি তাই নিয়ে এখনো সবাই অনুমান করার চেষ্টা করছে। দুটি ব্যক্তির মধ্য কথোপকথন এবং যারা ঘটনাটি সরাসরি দেখেছে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে এইসব ধারণা নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে। ব্লগার জোসে এনজেল লোপেজ ব্যারিওস লিখেছে [স্প্যানিশ ভাষায়]:

Muchos cabos sueltos….. evidentemente hasta ahora no hay nada claro en la agresión contra Salvador Cabañas…. Y a medida que pasan las horas pareciera que las indagaciones tienden a orientarse en terrenos poco creibles.

এই ঘটনার অনেকগুলো ফাঁক রয়েছে…সাক্ষ্য প্রমাণে এখন পর্যন্ত পরিষ্কারভাবে প্রমাণ হয় নি তাকে আক্রমণ করার কারণ কি? যতই সময় পার হচ্ছে মনে হচ্ছে তদন্তকার্য অস্বাভাবিক সব পরিস্থিতির উপর মনোযোগ প্রদান করছে।

তবে যখন তার শারীরিক অবস্থার উন্নতির সংবাদ জানা গেছে, তখন রড্রিগুয়েজ নিজেও সেই ঘটনা সম্পর্কে প্রশ্ন করছে, যে ঘটনায় কাবানাস নিজেকে জড়িয়ে ফেলেছিল

¿Qué hace un futbolista de alta competición en una fiesta a las 5:30 de la mañana? Sobre todo exponiéndose a agresiones como las que hoy tienen a Salvador Cabañas entre la vida y la muerte. Y lamentablemente lo que hacía era precisamente correr un riesgo innecesario, a una hora en que el cansancio y el consumo han menguado la prudencia y la calma.

একজন দক্ষ ফুটবল খেলোয়াড় ভোর ৫.৩০ মিনিটে এক পার্টিতে কি করছিল? সবচেয়ে বড় কথা এ রকম এক আক্রমণের মাঝে নিজেকে টেনে নেওয়ার মানে কি, যা তাকে জীবনমৃত্যুর মাঝামাঝি অবস্থায় নিয়ে গিয়েছিল। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সে এক অপ্রয়োজনীয় বিপদের মধ্যে নিজেকে ঠেলে দিয়েছিল। এমন এক সময়ে, যে সময় ক্নান্তি এবং কোন কিছু গ্রহণ, কাউকে বিচার করার ক্ষমতা দুর্বল করে দেয়।

এই ফুটবলারে জন্য ক্লাব আমেরিকার এবং তার স্বদেশ প্যারাগুয়ের খেলার সময় [স্প্যানিশ ভাষায়]ইন্টারনেটে অনেককে তার প্রতি সমর্থন প্রকাশ করতে দেখা গেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .