- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: ইরানী সাইবার বাহিনী চীনা সমালোচকদের লক্ষ্য করেছে, তবে সম্পূর্ণ লক্ষ্যচ্যুত হয়েছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, চীন, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, প্রযুক্তি, রাজনীতি

চীনের সব থেকে বড় সার্চ ইঞ্জিন বাইদুর [1] উপরে ইরানী সাইবার বাহিনীর [2] হামলা মঙ্গলবার (১২ই জানুয়ারী, ২০১০) বেশীরভাগ সময় ধরে চীনা টুইটার জগৎকে ব্যস্ত রেখেছে।

[3]

আক্রমণের কারণ এখনো পরিষ্কার না, তবে কেউ কেউ ধারণা করছেন ইরানের সবুজ আন্দোলনের [4] জন্য কিছু চীনা নেটিজেনের সমর্থনের [5] জবাবে এটা হতে পারে।

কয়েক ঘন্টা পরে বাইদু কালো, সবুজ, সাদা আর লাল হয়ে যায়। কারণ একদল চীনা হ্যাকার যারা নিজেদের চীনা হঙ্কার বলেন তাদের পাল্টা আক্রমণ শুরু করেন। তাদের কার্যক্রমের মধ্যে ছিল তালিকা ধরে বিভিন্ন ওয়েবসাইট [6] অপহরণ বা নিয়ন্ত্রণ নিয়ে নেয়া। এই তালিকায় ইরানের সুপ্রিম নেতা, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, পররাষ্ট্র, প্রতিরক্ষা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদির ওয়েবসাইট আছে অন্যান্যদের মধ্যে। তাদের কাজ এখনো এখানে দেখা যাচ্ছে [7]

[8]

চীনে বাইদু যেমন জনপ্রিয়, এটা চীনা কর্তৃপক্ষের প্রতি অনুগত আর এর ফলে কঠিন সেন্সরশীপের কাঁচিতে পরে এর সার্চের ফলাফল আর কোম্পানির অন্যান্য সার্ভিসগুলো। যখন এটা পরিষ্কার হল যে ইরানী সাইবার আক্রমণ কারীরা হয়তো ভাবছিলেন যে তারা প্রগতিশীল চীনা কন্ঠদেরকে বার্তা পাঠাচ্ছেন যারা তাদের সরকারের ব্যাপারে সমালোচনা মূলক, টুইটারে মজার কথা ছড়ানো শুরু হয়ে যায় যা অন্যান্য চীনা অনলাইন প্লাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে। এটা এখনো জানা যায় নি [9] যে দুই দেশের সাইবার- সেনারা বুঝতে পেরেছেন কিনা যে তারা কেন একে অপরকে আক্রমণ করেছিলেন।

আজকের টুইটার থেকে:

@shizhao: 伊朗人民被中国人民伤害了感情….

@শিজাও [10]: ইরানীদের হৃদয়ে আঘাত দিয়েছেন চীনারা …

@line_4: 千万不要让伊朗网军知道我们中国互联网的命脉是GFW,如果GFW被搞垮了那中国就完蛋了。 #CN4Iran

@লাইন_৪ [11]: যাই হোক না কেন ইরানী সাইবার বাহিনীকে বলবেন না যে চীনা ইন্টারনেটের জীবন জিএফডাব্লু। যদি জিএফডাব্লু নষ্ট হয়ে যায়, চীন বন্ধ হয়ে যাবে। #CN4Iran

@lianyue: 让他们爽:伊朗网军,你们黑了百度以后,我的生活全乱套了,根本上不了 #twitter (这条是美国的朋友代发),求求你饶了中国人吧。 #CN4Iran

@লিয়ানিউ: [12] তাদেরকে এটা বলেন: ইরানী সাইবার বাহিনী, যেহেতু আপনারা বাইদুকে আক্রমণ করার পর থেকে, আমার জীবন জট পাকিয়ে গেছে, আমি টুইটারে যেতে পারছি না (আমার আমেরিকান একজন বন্ধু এই টুইট পাঠাতে সাহায্য করেছেন), আমরা চীনারা আমাদের ছেড়ে দেয়ার জন্য ভিক্ষা জানাচ্ছি।#সিএন৪ ইরান
@এম্রান্তি [13]: আমি খুশি দেখে বোকা সরকার পক্ষীয় ইরানী সাইবার বাহিনী সরকার পক্ষীয় বাইদু.কমের পিছনে লাগছে। হ্যাঁ, আরো করুন!#সিএন৪ইরান
@হেসাইটাও [14]: বোকা ইরানী সাইবার বাহিনী বাইদু.কমের পিছনে লেগেছে। বোকা, এটা ভুল জায়গা! সিএন৪ইরান

@hecaitou: 如果伊朗黑客攻破了我们的GFW,或者我们攻破了它们的GFW,都是咬牙切齿地冲进去,结果里面涌出来几百万喜出望外的人,见面就握手道谢,这会让黑客们多么尴尬呀。

@হেসাইটাও [15]: ইরানী হ্যাকাররা যদি আমাদের জিএফডাব্লু নিতে পারে, বা আমরা যদি ওদেরটা নিতে পারি, দুই দিক দুইদিকের উপরে ভরে যাবে, আর যা শেষে থাকবে তা হল কয়েক হাজার মানুষ যারা এইসব থেকে বের হয়ে আসায় খুশি হবে, যারা দেখা হলে হাত মিলিয়ে একে অপরকে ধন্যবাদ জানাবেন। তখন এই হ্যাকারদের কেমন অস্বস্তি হবে…
@লেমনেড [16]: ৪ ঘন্টা হয়ে গেছে বাইদু.কম ইরানী সাইবার বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে। সিএন রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া জানাচ্ছে যে ডোমেইন রেজিস্ট্রারের তথ্য বিকৃতি আমেরিকার রেজিস্ট্রার দ্বারা করা হয়েছে।

@daxa: 百度被黑,我很开心,这个甘心做太监、做党奴的公司,被黑一下很好!

@ডাক্সা [17]: আমি খুশি যে বাইদু আক্রান্ত হয়েছে। এটা দারুন যে এই কোম্পানি যেটা নপুংশক, দলের দাস, কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল।

@fearlessz: 给这两个邮箱发邮件,告诉伊朗网军中国互联网的命门是GFW!soldier@cyberarmyofiran.com soldier@ircarmy.com #CN4Iran #ICA #baidu

@ফিয়ারলেজ [18]: এই দুই ঠিকানায় ইমেইল করুন, ইরানী সাইবার বাহিনীকে বলুন যে আমাদের ইন্টারনেটের মূল চাবি হলো জিএফডাব্লু! soldier@cyberarmyofiran.com soldier@ircarmy.com #CN4Iran

@cctvWeb: 伊朗网军我告诉你:即使你搞了baidu.com,我们还有更强大的qq.com和cctv.com和people.com.cn和xinhuanet.com #CN4IRan

@সিসিটিভিওয়েব [19]: শুনুন, ইরানী সাইবার বাহিনী, যদি আপনারা বাইদু.কম পেয়েও থাকেন, আমাদের কাছে আরো শক্তিশালী কিউকিউ.কম, সিসিটিভি.কম, পিপল.কম.সিএন আর জিনহুয়ানেট.কম আছে।#সিএন৪ইরান
@কিউএমকিউ [20]: #সিএন৪ইরান বাইদুকে হ্যাক করেছে এটা ফালতু কথা কারন আমরা সিসিটিভি.কম জিনহুয়ানেট.কম ব্যবহার করি। কিন্তু আমি মনে করি না ইরানের সাইবার বাহিনী এইসব সাইট হ্যাক করতে পারে।
@এমএসভিফ্যাব [21]: আমি সন্দেহ করছি বাইদু হ্যাক করা হয়েছে কারন তারা #সিএন৪ইরানে জানতে পেরেছে #ইরানিলেকশন কে সমর্থনের ব্যাপারটা। তারা গতবার টুইটার হ্যাক করেছিল।