রাশিয়ার একজন প্রতিবাদী ব্লগার ওলেগ কজলোভস্কি সেই গল্প বলেছেন যে কি ভাবে তার ব্লগের একটি লেখা তাকে পাসপোর্ট পেতে সাহায্য করেছে যার ফলে তিনি বিদেশে যেতে পেরেছেন। দেশের ফেডারেল নিরাপত্তা সংস্থা (এফএসবি) কজলোভস্কিকে একটি নতুন পাসপোর্ট প্রদান করতে অস্বীকৃতি জানালে তিনি এই ব্যাপারটি নিয়ে তার ব্লগে লিখেছিলেন। ফলশ্রুতিতে নিরাপত্তা সংস্থাটি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়।