মালাউইর রাষ্ট্রপতি ভ্যালেন্টাইন দিবসে তার প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে

মালাউইবাসীরা সম্প্রতি এক সংবাদ হজম করছে, আর তা হল তাদের রাষ্ট্রপতি ড: বিঙ্গু ওয়া মুথারিকা মে মাসের ১ তারিখে তার সরকারের প্রাক্তন পর্যটন মন্ত্রী ক্যালিস্টার চিমোমবোকে বিয়ে করতে যাচ্ছে। এই বিয়েটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবসে ঐতিহ্যবাহী প্রথায় বিয়ের ঘোষণার পরে। বেশ কয়েকজন ব্লগার রাষ্ট্রপতিকে তার নতুন প্রণয়ে শুভেচ্ছা জানিয়েছে। ৩ বছর আগে তার স্ত্রী ইথেল মারা যাবার পর এটি তার নতুন প্রেম।

মালাউই ডাইজেস্টের ইমানুয়েল সোবিলিকা লিখেছে:

মঙ্গলবারে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি যা মালাউই ডাইজেস্টে পাওয়া যাবে, তাতে রাষ্ট্রপতি ভবন থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি মুথারিকা ১ মে, ২০১০-এ চিমোমবোকে বিয়ে করতে যাচ্ছেন।

তবে আনুষ্ঠানিকভাবে বিয়ের আগে তারা প্রথাগত পদ্ধতিতে নিজেদের এক হবার ঘোষণা দিতে যাচ্ছেন। আর এই তারিখটি হচ্ছে ১৪ ফেব্রুয়ারি, ২০১০। সারা বিশ্বে ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস হিসেবে পালন করা হয। এই দিনে ব্যক্তি তার ভালবাসার মানুষটিকে ভালবাসার কথা স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে ড: মুথারিকা এবং মিস. ক্যালিস্টা চোপালা চিমোমবো যথাক্রমে বিপত্নিক এবং বিধবা। রাষ্ট্রপতি ভবন থেকে বলা হয়েছে, উভযে নিবেদিত প্রাণ রোমান ক্যাথলিক (যে সমস্ত খ্রীস্টান ভ্যাটিকান চার্চের প্রধানকে তাদের ধর্মগুরু মানে)।

সংবাদিক কানডাওয়ানি মুনথালি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, যাকে তিনি বলছেন:

বিয়ের মত পবিত্র বন্ধনের ঘোষণা যে ভাবে দেওয়া হয়েছে তা ভালো, এর সাথে আশাবাদ যোগ করেছেন, এই অনুষ্ঠানের একটা কার্ড বা ছবি পাবো এবং আমার অনেক বন্ধুকে বলতে পারব এই যে দেখ রাষ্ট্রপতির বিয়ের ছবি।

ইদানীং বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশে ক্যালিস্টাকে আবিষ্কার করা গিয়েছে। প্রথমে সে এই প্রেমকাহিনী অস্বীকার করে। রাষ্ট্রপতি ভবন থেকেও এই সৌজন্যবিধির কোন ব্যাখ্যা দেওয়া হয়নি বা কেন প্রাক্তন মন্ত্রী রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছাকাছি থাকছেন তার কারণ জানানো হয়নি। রিচার্ড চিরোম্বো মালাউয়ির বাণিজ্যিক রাজধানী ব্লানটইরেতে বাস করেন। তিনি লিখেছেন:

২০০৯ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে দেখা যায় প্রাক্তন মন্ত্রী চিমোমবো রাষ্ট্রপতি মুথারিকার পাশে বসতে শুরু করেছেন। এটি এমন এক জায়গা যা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশ্বস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ। চিমোমবো জানান, রাষ্ট্রপতির পাশে কে বসবে এটা নির্ধারণ করবে রাষ্ট্রপতি নিজে এবং এটা কেবল এক অনুগ্রহ মাত্র। রাষ্ট্রপতি তাকে তার পাশে বসার অনুমতি দিয়েছেন।

১৯৯৯ সালে বাকিলি মুলুজির বিয়ের পর এটা মালাউইর দ্বিতীয় রাষ্ট্রীয় বিবাহ অনুষ্ঠান

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .