“বাক স্বাধীনতার জানালাটি স্বল্প সময় খোলা থেকে বন্ধ হয়ে গেল। এটি বলা মুশকিল আবার কখন তা খোলা হবে।” – এই কথাগুলো জানিয়েছে শ্রীলন্কার নাগরিক সাংবাদিকতা সাইট গ্রাউন্ডভিউজ এর একটি টুইট বার্তা। আরও তাজা খবরের জন্যে অনুগ্রহ করে গ্রাউন্ডভিউজের টুইটার একাউন্ট অনুসরণ করুন।