- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: গুগলের সম্ভাব্য বিদায়ের উপর টুইটারে জরিপ পরিচালনা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, প্রযুক্তি, বাক স্বাধীনতা, ব্যবসা ও অর্থনীতি

একজন হিসেব করে দেখেছে [1] যে, বন্ধ করে দেওয়া সত্বেও চীনের মূল ভূখণ্ডে এখনো টুইটার ব্যবহারকারীর সংখ্যা ২৬,০০০ থেকে ৩০,০০০-এর মত।

গুগল ঘোষণা দিয়েছে চীনে তার উপস্থিতির বিষয়টিকে সে গভীরভাবে বিবেচনা করছে। এরপর ব্লগার ডুপোলা [2] টুইটারে মূল চীনা ভূখণ্ড থেকে গুগলের সম্ভাব্য উধাও হয়ে যাবার ব্যাপারে এক জরিপ [3] পরিচালনা করেন। জরিপ কাজ এখনো পুরো সমাপ্ত হয়নি, কিন্তু তিনি ১৫ জানুয়ারি পর্যন্ত পাওয়া জরিপের ফলাফলের সারাংশ তুলে দিয়েছেন [4]:

注:除“你的身份是?”以外,其他均为多选题,所以比例可能看起来有点奇怪。格式为:选项 — 票数 — 图表。

বিশেষ বিজ্ঞপ্তি: আপনি যেভাবে নিজেকে চিহ্নিত করেন….? এই প্রশ্ন ছাড়া, বাকী সকল প্রশ্নের অনেকগুলো উত্তর রয়েছে, এর মাধ্যমে ব্যাখ্যা করা যায় যে, কেন অনুপাত অন্য রকম চেহারা নিয়েছে। উত্তর: সাড়া প্রদান-টালি বা হিসাব-চার্ট বা রেখচিত্রের মাধ্যমে তৈরি করা হয়েছে।

你的身份是?
中国人在中国 — 420 — 93%
中国人在外国 — 3 — 1%
其他 — 30 — 6%

আপনি নিজেকে যে ভাবে চিহ্নিত করেন..
মূল চীনের চীনা বাসিন্দা-৪২০ জন-মোট উত্তরদাতার ৯৩ শতাংশ
প্রবাসী চীনা নাগরিক-৩ জন-মোট উত্তরদাতার ১ শতাংশ
অন্যরা, ৩০জন-মোট উত্তরদাতার ৬ শতাংশ

china1

如 Google 退出中国,你的态度是?
抱歉,这项没统计分析。

যদি গুগল চীন থেকে চলে যায়, তা হলে আপনার মনোভাব হবে:
পাঠকের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এই প্রশ্নের উত্তর এখনো সম্পূর্ণ হয়নি।

你认为 Google 此举是?
坚守自己“不作恶”的底线 — 384
商业策略失败,败走中国 — 44
一定是炒作 — 9
看不懂唉 — 67

গুগলের এই কাজটিকে আপনি কি ভাবে দেখেন:
সে তার প্রতিশ্রুতি “মন্দ কিছু না করা” বাজায় রাখবে না-৩৮৪ জনের অভিমত
সে তার বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, পরাজিত অবস্থায় চীন ছেড়ে যাচ্ছে-৪৪ জনের অভিমত
এটি গুগলের প্রচারণার এক জটিল কৌশল-৯ জনের অভিমত
কোন ধারণা নেই-৬৭ জনের অভিমত

china-2

如 Google 退出中国,你将会…?
用百度等国货 — 24
用Bing/Yahoo等外国货 — 73
翻墙 Google — 397
呼吁中国政府放宽审查,呼吁Google重返中国 — 206

যদি গুগল চীন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তা হলে আপনি….
বাইডু এবং চীনের নিজস্ব অন্য সেবা ব্যবহার করবেন-২৪ জন ব্যক্তি তাই করবেন
বিঙ্গ/ইয়াহু এবং অন্য এ রকম বিদেশী সেবা ব্যবহার করবেন-৭৩ জন ব্যক্তি তাই করবেন
গুগলের উপর যে নিষেধাজ্ঞা, তা না মানবেন না এবং গুগল ব্যবহার করবেন-৩৯৭ জন ব্যক্তি তাই করবেন
চীনা সরকারকে বলবেন এই নিষেধাজ্ঞা শিথিল করতে এবং গুগলকে চীনে ফিরে আসতে বলবেন-২০৬ জন ব্যক্তি তাই করবেন

china-3

对此,你认为中国政府是否应该负责?
很明显,应当负全责 — 373
不好说,可能 Google 不够强大或者沟通出问题了 — 82
当然不,中国政府无须负责 — 5

আপনার দৃষ্টিতে চীনা সরকারের কি এই ঘটনার দায়দায়িত্ব নেওয়া উচিত-
অবশ্যই এই বিষয়ে তাদের পুরো দায়িত্ব নেওয়া উচিত-৩৭৩ জন ব্যক্তি তাই মনে করেন
বলা কঠিন, গুগল হয়তো যথেষ্ট জোরের সাথে এর প্রতিবাদ করেনি বা যথেষ্ট শক্তিশালীভাবে সরকারের সাথে যোগাযোগ করেনি-৮২ জন ব্যক্তি তাই মনে করেন
কোনভাবেই না। চীনা সরকারের এ ব্যাপারে কোন দায়দায়িত্ব নেই-৫ জন ব্যক্তি তাই মনে করেন

china-4

你认为此事会对其他在华外企构成什么影响?
无影响,照旧 — 144
坚守自己的商业道德底线 — 123
重新审视自己的道德操守并努力执行 — 211
干脆退出中国 — 73

চীনে ব্যবসা পরিচালনা করা অন্য বিদেশী কোম্পানী উপর এর কি প্রভাব পড়বে বলে মনে করেন?
কোন প্রভাব পড়বে না। সবকিছুই আগের মত চলবে-১৪৪ জন ব্যক্তি তাই মনে করেন
তারা তাদের ব্যাবসার নীতি পাল্টে ফেলবে-১২৩ জন ব্যক্তি তাই মনে করেন
তারা তাদের নৈতিক অবস্থান পর্যালোচনা করবে এবং এটিকে শক্তিশালী করার চেষ্টা করবে-২১১ জন ব্যক্তি তাই মনে করেন।
তারা নিজেদের ব্যবসা চীন থেকে গুটিয়ে নেবে-৭৩ জন ব্যক্তি তাই মনে করেন।

china-5

你认为此事会对中国企业有何影响?
无意识,照旧 — 219
无影响,照旧,外加鄙视Google总部 — 106
重新审视自己的道德操守并努力执行 — 83
有意识有努力,苟延残喘 — 140

এই ঘটনা চীনা ব্যবসা প্রতিষ্ঠানের উপর কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?
সচেতনতার অনেক অভাব রয়েছে, সবকিছু যেমন ছিল তেমনই চলবে-২১৯ জন ব্যক্তি তাই মনে করেন
কোন প্রভাব পড়বে না, ব্যবসা যেমন চলছিল তেমনই চলবে, এর বাইরে তারা যে কাজটি করবে তা হল গুগলের প্রধান কর্মস্থল দখল করে ফেলা-১০৬ জন ব্যক্তি তাই মনে করেন
তারা তাদের নৈতিক অবস্থান পুনরায় পর্যালোচনা করে দেখবে এবং তাকে শক্তিশালী করার চেষ্টা করবে-৮৩ জন ব্যক্তি তাই মনে করেন।
তারা এই ব্যাপারে সচেতন এবং একই ধরনের কাজের চেষ্টা করবে, টিকে থাকার জন্য লড়াই করবে-১৪০ জন ব্যক্তি তাই মনে করেন।

china6

ডুপোলা এই বিষয়ের উপর এক দিক নির্দেশনা করেছেন, তাতে তিনি উল্লেখ করেন, চীনের মোট জনসংখ্যার অতি ক্ষুদ্র অংশ টুইটার ব্যবহার করে এবং এই জরিপ কেবল সেই ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। এই জরিপ সম্বন্ধে বলা যায়, নাই মামার চেয়ে কানা মামা ভালো।

চলতে থাকা এই জরিপের সম্বন্ধে জানা যাবে এইচটিটিপি://ইউ.ডুপেলা.নেট/১৯-এ [5]
জরিপের সম্প্রতি যে ফলাফলা তৈরি করা হয়েছে তা পাওয়া যাবে এইচটিটিপি://ইউ.ডুপেলা.নেট/পোস্ট/৩৩৭/ [6]
আংশিক ফলাফল পাওয়ার পর যে পরিসংখ্যান তৈরি করা হয়েছে, তা এক্সেল [6] অথবা পিডিএফ [7] আকারেও পাওয়া যাবে।

এই জরিপের ব্যাপারে টুইটার ব্যবহারকারী@এক্সডিপি১৯৯৯ মন্তব্য করেছেন [8]:

这个统计结果提示在互联网上人们趋向于与自己观点相近的群体。

এই জরিপের ফলাফল প্রদর্শন করছে যে ইন্টারনেট ব্যবহারকারীরা একটি দল হিসেবে একসাথে থাকে যারা একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে।

গুগলের ব্যাপারে আরো বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি জানতে চাইলে চায়নাহাশ [9]-এ, কিই নামের ব্লগার একটি লেখা পোস্ট করেছেন, এর শিরোনাম ‘চীনা নেটিজেনরা গুগলের হিজিবিজি কাজের মাধ্যমে গুগলকে বিদায় জানাচ্ছে’।

china7

“আমরা কত সুখি, কারণ আমাদের জন্য বিদেশ থেকে বন্ধুরা এসেছে!”-কনফুসিয়াস