- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশর: মুসলিম ব্রাদারহুড নতুন প্রধান নির্বাচিত করেছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, তাজা খবর, ধর্ম, রাজনীতি

মিশরের ধর্মীয় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড [1] তাদের এক নতুন নেতা নির্বাচিত করেছে। তার নাম- মুহাম্মাদ বেদাই।

মুসলমি ব্রাদারহুডের ব্লগার আবদেল মোনেম মাহমুদ। তিনি আনা ইখওয়ানে [2] নতুন নেতা নির্বাচন সম্বন্ধে লিখেছেন:

أنهت جماعة الإخوان المسلمين مسلسل لنتخاباتها والذي دار حلقاته طوال أربعة شهور مضت لتعلن الجماعة عن مرشدها الجديد وهو الدكتور محمد بديع أستاذ الطب البيطري – 67 عاما – ليكون المرشد الثامن في تاريخ الجماعة وأدي مهدي عاكف المرشد السابق للجماعة البيعة لخليفته أمام وسائل الإعلام
মুসলিম ব্রাদারহুড তার নির্বাচন সমাপ্ত করেছে। চারমাস ধরে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তারা নতুন এক সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে। তার নাম মুহাম্মেদ বেদাই। বয়স ৬৭ বছর। পেশায় তিনি পশু চিকিৎসক। তিনি এই দলের অষ্টম নেতা নির্বাচিত হলেন। দলের প্রাক্তন নেতা মাহদি আকেফ নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছে।

এরপর তিনি বলেই চলেছেন:

وأكد في بداية كلامه أن الإخوان المسلمين جماعة من المسلمين وليست جماعة المسلمين وأنها لا تحتكر الإسلام في تنظيمها

وانطلق بديع في كلمته أنهم يرون الأقباط شركاء في هذا الوطن وأن المواطنة لدي الجماعة أساس المشاركة الكاملة والمساواة في الحقوق والواجبات مؤكدا أن يدينون كل أنواع العنف الطائفي
এই নেতা নিশ্চিত করেন, এই দলটি এক ইসলামপন্থী দল। এটি মুসলমানদের জন্য কোন বিশেষ দল নয় এবং এটা ইসলামের একমাত্র প্রতিনিধিত্বকারী কোন দল নয়।

বেদাই উল্লেখ করে চলেন, তারা খ্রীস্টানদের এই জাতির অংশীদার হিসেবে দেখেন এবং বিশ্বাস করেন, সকলের সমানাধিকার ও দায়িত্ব রয়েছে। এরপর তিনি সকল প্রকার জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়গত হানাহানির নিন্দা জানান।

লোকমাত ইশে [3] ব্লগ করেন আবুল মাআলে ফায়েক। তিনি নতুন নেতা নিয়োগের ব্যাপারে লিখেছেন এবং কি ভাবে এই প্রথম প্রাক্তন নেতা জীবিত থাকতেও তারা নতুন নেতা নির্বাচন করল, সেই বিষয়টি তুলে ধরেছেন:

ويأتى هذا التنصيب للمرشد العام الثامن فى ظل المرشد السابق وهو على قيد الحياة حيث اعتادت جماعة الإخوان مبايعة مرشدها وهى تودع مرشدها السابق على المقابر،
আট নম্বর নেতার নির্বাচন এমন এক সময় অনুষ্ঠিত হল, যখন প্রাক্তন নেতা জীবিত। মুসলিম ব্রাদারহুড দলটি সাধারণত নতুন নেতা নির্বাচিত করে প্রাক্তন নেতাকে কবরে বিদায় জানানোর পর।

কিন্তু মনে হচ্ছে যে এ ব্যাপারে ক্যাট অফ দি ডেজার্টের [4] এক ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে:

واحب اضيف برضه انه صاحب 3سوابق فى عين الحسود اشهرها قضية سيد قطب سنة 65اتحكم عليه بـ15 سنة قضى منهم 9 سنين وباقى السنين قضاها مراجيح
طبعا كان لازم وحتما ولابد نرحب بالمخبر العام الجديد محمد بديع اللى الاخوانجية محتلين ما شاء الله كل المواقع الاخبارية وقاعدين يرحبوا بيه ويبايعوه وكأنه محمد الفاتح وجاى لهم بالنصر المبين .
আমি যোগ করতে চাই যে (জনাব বেদাই) অতীতে তিনটি ঘটনায় অপরাধী প্রমাণিত হয়েছেন। তার মধ্যে বিখ্যাতটি ছিল সাইয়্যেদ কাতাবের [5] ঘটনা। সেটি ছিল ১৯৬৫ সালের ঘটনা এবং সে ঘটনায় তাকে ১৫ বছরের জেল দেওয়া হয়েছিল। এই ঘটনায় তিনি যথারীতি নয় বছর জেলে কাটিয়ে এসেছেন।
আমরা নিশ্চিতভাবে নতুন সর্বোচ্চ নেতাকে স্বাগত জানাবো, যাকে মুসলিম ভ্রাতারা স্বাগত জানাবে, যারা সকল সংবাদ মাধ্যম দখল করে রেখেছে এবং তারা সকলে তাকে একজন বিজয়ী বীর হিসেবে স্বাগত জানাবে।