কাতারের রাজধানী দোহাতে এক আশার প্রদীপ জ্বলে উঠে আবার নিভে যায়, যখন টুইটস্ফেয়ারে সোমবারে এই সংবাদ ছড়িয়ে পড়ে যে ওয়ালমার্ট নামক দোকানটি এখানে তার যাত্রা শুরু করেছে।
@ওয়ারিডওয়েব লিখেছেন:
আরটি@দোহানিউজ দোহা, কাতারে ওয়ালর্টমাটের যাত্রা শুরু হয়েছে। এইচটিটিপি://ইজ.ডিড/৬ইউউউহ
খুব দ্রুত এই সংবাদ ছড়িয়ে পড়ে। তবে বিশ্বের এক নাম্বার খুচরা কেনাবেচার দোকান ওয়াল-মার্ট স্টোরস.ইনক এই নতুন দোকানের দায়ভার নিচ্ছে না।
হেয়ার, দেয়ার এবং এভরিহয়ার, এই সংবাদের উৎস। মন্তব্যকারী আদিয়ামনদিনসানলাইট বলেন:
এই নাম ভালবাসি! এবং ভালবাসি কাতার সরকারের এই নাম অনুমোদন করাকে (যখন এর মালিক সীমাবদ্ধ দায় থেকে এই নাম নিবন্ধন করেছে)!
ইনটেলক্সপাটর যিনি এই সংবাদ জানান, তিনি উত্তর করেন:
লোল- আপনি মনে করেন তারা সত্যি এর অনুমতি দেবে?
টুইটারে ফিরে আসা যাক, সেখানে @এক্সপাটকুকি বিস্মিত:
আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের যে ওয়ালমার্ট নামের দোকান রয়েছে, এটা তার মত হবে?এইচটিটিপি://ডাব্লিডাব্লিডাব্লিউ;পিপলঅফওয়ালমার্ট.কম/:)
হয়তো।