কঙ্গো ডে: রিপাবলিক : উপেক্ষার ঝুঁকি

কঙ্গোব্লগ এক বিস্ময়কর স্থান। এখানকার প্রতিটি পোস্ট নিজেকে আলাদাভাবে উল্লেখ করার দাবি রাখে। তবে এখানে কিছু পোস্ট রয়েছে যা জানুয়ারি মাসে পোস্ট করা হয়েছে। এগুলো বেশ বিস্ময় সৃষ্টির দাবি রাখে:

কিসানগানি থেকে বয়োমিয়াস জানাচ্ছেন, দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠান বা ক্লিনিকগুলোর ভয়াবহ অবস্থার কারণে সবাই বেদনার্ত। সেখানকার প্রতিদিনের বাস্তবতা সবার জানা: “টাকা নেই, যত্ন নেই”।

কার্টুন লুবা, কঙ্গোব্লগ.নেটের জন্য তৈরি করা

কার্টুন লুবা, কঙ্গোব্লগ.নেটের জন্য তৈরি করা

এক রোগীর স্ত্রী অভিয়োগ করেন:

Nous avons du mal à fermer l’œil la nuit tellement il y a des moustiques. Mon mari a des problèmes d’estomac mais, dans ces conditions, il n’est pas surprenant qu’il soit atteint de la malaria dans cet hôpital. Les moustiquaires que nous avons trouvé ne servent plus à rien car il a des trous partout.

এখানে এত মশা যে, রাতে কেউ কোনভাবে দু চোখের পাতা এক করতে পারে না। আমার স্বামী পেটের পীড়ায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এটি কোন বিস্ময়কর ব্যাপার হবে না, যদি এই হাসপাতালে থেকে সে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। আমাদের রাতে ঘুমানোর জন্য যে মশারি দেওয়া হয়েছিল তা কোন কাজের না, কারণ এর ভেতর অজস্ত্র ফুটা রয়েছে।

রাজাধানী থেকে মওয়ানা কিন এক ভয়ংকর সমস্যার উদ্ভবের কথা উল্লেখ করেন। মেরামত না করার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে:

Au fil des années, les câbles de la SNEL sont sortis de terre et arpentent les rues des principaux quartiers. Les jours de pluie, le mélange explosif entre le non fonctionnement du système d’évacuation des eaux et la présence des câbles dans la rue fait plusieurs victimes.

গত কয়েকবছর ধরে এসএনইএল [ন্যাশনাল ইলেকট্রিক কোম্পানী] এর পোতা বিদ্যুৎ-এর তার মাটির উপর বের হয়ে আসতে শুরু করে এবং তা শহরের প্রধান আবাসিক এলাকার রাস্তার উপরে পড়ে রয়েছে। যখন বৃষ্টি পড়ে তখন উপযুক্ত পয়:নিষ্কাশন ব্যবস্থার অভাবে এসব বিদ্যুৎ-এর তারের মধ্যে দিয়ে সে সব এলাকায় বিদ্যুৎতরঙ্গ ছড়িয়ে পড়ে এবং তার ফলে অনেক এর শিকার হয়েছে।

২০১১ সালের নির্বাচন যখন উঁকি দিচ্ছে তখন সেড্রিক কালোনজি পর্যবেক্ষণ করছেন যে:

La majorité des promesses électorales à la veille du scrutin de 2006 ne sont pas sortis de la boite à discours pour se matérialiser. La population se rend progressivement compte qu’elle a été roulée. Loin d’être dupes, honorables et excellences pensent déjà à la suite. Tous les moyens sont bons pour conserver une place au chaud, à l’abri de tous les tracas auxquels les congolais ordinaires font face au quotidien.

২০০৬ সালের নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির বেশিরভাগই পালন করা হয়নি। জনগণ উপলব্ধি করেছে যে, এটা কেবল জেতার জন্য দেওয়া হয়েছিল। জনগণকে তাদের বোকামি থেকেও অনেক দুরে রাখার ক্ষেত্রে “সম্মানিত এবং মহান” ব্যক্তিরা একধাপ এগিয়ে গিয়ে চিন্তা করেছে। সাধারণ কঙ্গোবাসী বাসস্থান থেকে শুরু করে প্রতিদিন যে সমস্ত হয়রানির ঘটনার মুখোমুখি হয়, তার ফলে এটা স্পষ্ট যে, তাদের কোন অর্থেই কোন আরামদায়ক স্থানে রাখা হবে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .