ভূমিকম্পে সৃষ্ট হাইতির ভয়ংকর অবস্থা যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে, সে সময় একদল অসীম সাহসী স্থানীয় ও বিদেশ সাংবাদিক এবং সাহায্য কর্মী ধ্বংসস্তুপের উপরে দাঁড়িয়ে টুইট করতে থাকে। এদের মধ্যে অনেকে সাহায্য এবং অর্থ জোগাড় করার জন্য কাজ করতে থাকে। অন্যরা সারা বিশ্বকে জানানোর চেষ্টা করে যে হাইতিতে কি ঘটেছে। তখনও অন্য অনেকে যে ভূমিকম্পের স্থান থেকে থেকে সংবাদ প্রদান করার চেষ্টা করে, তারা এই আশায় সংবাদ প্রদান করে যে, যারা বিদেশে আছে তাদের প্রিয় কেউ, এই সংবাদে হয়তো মানসিক ভাবে বেদনা উপশম করতে পারবে (এখন পর্যন্ত অনলাইনে আহত ও নিহতদের সম্বন্ধে খুব সামান্য তথ্য পাওয়া প্রকাশ করা গেছে)।
আজ দিনের শুরুতে, মাটির উপর দাঁড়িয়ে অনেক লোক হাইতির বর্তমান বিশৃঙ্খল অবস্থার পরিস্থিতির উপর টুইট করে। @ফ্রিডোডুপক্স বলেন:
@বাহাটিআপ যথেষ্ট পরিমাণ পুলিশের উপস্থিতির কথা জানাচ্ছে:
বোস্টন ভিত্তিক @ পিআই_এইচ.অর্গ (পার্টনারস ইন হেল্থ নামক সংগঠন) জরুরীভিত্তিতে ডাক্তারদের খুঁজে বেড়াচ্ছিল, বিশেষ করে যারা অর্থোপেডিক্স বা ভাঙ্গা হাড় জোড়া লাগায় সেই সব ডাক্তারদে। এদের প্রতিষ্ঠানটি হাইতিতে পাঠানোর জন্য খুঁজছিল:
কিছুকিছু টুইটার ব্যবহারকারী বিশেষ ভবন, রাস্তায় দাঁড়িয়ে সংবাদ প্রদান করে এবং অন্য যারা পরিবার অথবা সারা দেশ থেকে সংবাদ জানার চেষ্টা করছে তাদের জন্য বাস্তব ধর্মী সংবাদ প্রদান করছে। @ ইয়াটালে জানাচ্ছে রাস্তা দিয়ে রাজধানী পোর্ট-অ প্রিন্স থেকে জাকমাল শহরে যাওয়া অসম্ভব:
@রামহাইতি জানাচ্ছে যে হাইতির ব্যাপক উপসনালয়গুলো ধ্বংস হয়ে গেছে। পো্র্ট-অ-প্রিন্সের এক বিশেষ গির্জা থেকে তিনি এই সংবাদ প্রদান করেন। তিনি বলেন:
@ফ্রিডোডুপক্স পোর্ট-অ-প্রিন্সের বাইরে অবস্থিত ডেলমাস নামক এলাকায় যাওয়ার সাহস করেছেন। এই এলাকাটি ধ্বংসকাণ্ডের সময় পুড়ে যায়। তিনি টুইট করেছেন:
যখন টু্ইট চলছে, তখন এর চিহ্ন রাখার জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে। @জর্জিয়াপ বেশ কিছু টুইটার ব্যবহারকারীর তালিকা তৈরি করেছে যারা হাইতির ঘটনার উপর টুইট করেছে। এই বিষয়ের উপর আমার ভিন্ন এক তালিকা রয়েছে যা এই বিষয়ে কাজ করা সাহায্যকারী সংস্থা ও সাংবাদিকদের তালিকা। এবং এই বিষয়ে আরো তথ্যের জন্য গ্লো্বাল ভয়েসেসের হাইতির উপর তৈরি করা বিশেষ সংবাদের পাতায় চোখ রাখুন।