উদ্বোধনের দিন ভোর থেকে টুইট বার্তা পাঠানোর উদ্দীপনা বাড়তে থাকে যার ফলে এই সামাজিক নেটওয়ার্কিং সাইটে বুর্জ দুবাই এখন একটা সর্বোচ্চ আলোচিত বিষয়ে (ট্রেন্ডিং টপিকসে) পরিণত হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে এই আকাশচুম্বী ভবনের নাম পরিবর্তন হয়ে বুর্জ খলিফায় পরিণত হওয়ার পরেও এই ধারা বজায় থাকে। আরবিতে বুর্জ মানে টাওয়ার আর খলিফা হলো ইউএই এর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নাম।
সংযুক্ত আরব আমিরাততের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আর টুইটার ব্যবহারকারী দুবাই এর নিজস্ব শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাখতুম, যিনি লিখেছেন:
পার্শ্ববতী তেল সমৃদ্ধ আবু ধাবি সম্প্রতি দুবাইকে সংকট থেকে উদ্ধার করেছে, যারা নিজেদের দেনাকে পুনর্গঠন করছে- দেনাতে আটকা পড়া আমিরাতে ১০ বিলিয়ন ডলার ঢেলেছে। ভারতীয় তেজাস ভি আর তার মন্তব্যে এই বিষয়টি ভুলে যাননি:
মনে হচ্ছে আবু ধাবির সাহায্যের টাকার সম্পূর্ণ অংশই আরব আমিরাত বুর্জ দুবাই উদ্বোধনের সময় খরচ করেছে।
অর্থনৈতিক মন্তব্যের বাইরে, টুইটার ব্যবহারকারীরা সম্ভ্রম নিয়ে আছেন। ফরেস্ট গুডসন মন্তব্য করেছেন:
মারাম সামি বলেছেন যে উদ্বোধন অনুষ্ঠানটি বিস্ময়কর ছিল:
টুইটারকে ব্যবহার করা হয়েছিল নাগরিক সাংবাদিকদের কাছে অনুরোধ করার জন্য। আবীর এমকে রিটুইট করেছেন ছবির জন্যে সি এন এন এর অনুরোধ:

এরই মধ্যে, উদ্বোধনের সময়ের আতশবাজির ছবি এখানে পোস্ট করেছেন ইমরে সল্ট।
আমি এখন বাকি উদ্বোধনী দেখার জন্য যাচ্ছি!