- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশর: নাগা হাম্মাদির গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্লগারদের গ্রেফতার করা হয়েছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, ডিজিটাল অ্যাক্টিভিজম, তাজা খবর, ধর্ম, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি, সরকার

আপার ইজিপ্ট নামক এলাকার নাগা হাম্মাদি [1] গ্রামে যখন ট্রেন এসে থামে, তখন সেই ট্রেনের ২০ জন ব্লগারকে গ্রেফতার করা হয়। ডা: মোস্তফা আল নাগগার [2]-এর নেতৃত্ত্বে ব্লগাররা কায়রো, আলেকজান্দ্রিয়া ও মিশরের অন্যান্য শহর থেকে এখানে এসে জড়ো হয়। তাদের উদ্দেশ্য ছিল যে সমস্ত পরিবারের নাগা হাম্মাদির গণহত্যার [3] শিকার হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা। জানুয়ারির ৭ তারিখে সাত জন কপ্ট খ্রিস্টানকে গুলি করে মারা হয়। সেদিন ছিল তাদের বড়দিন। বড়দিন উপলক্ষ্যে গির্জায় এক গণজমায়েত হয়েছিল। প্রার্থনা শেষে সমবেতভাবে সবাই গির্জায় থেকে বের হয়ে আসছিল। সে সময় ঘটা গুলির ঘটনায় সেদিন অনেকে আহত হয়েছে।

ডা: মোস্তফা আল নাগগার [2] তার ব্লগে লেখেন:

ابتلانا الله بنظام قمعي متسلط ، أفسد حياتنا ووئامنا ، سرق منا الأحلام وجعلنا نعاني جميعا من بطالة وخوف وحرمان ، بعد أن كانت بلدنا هي نبع الأمان اذا بها تتحول علي يديهم الي أرض الخوف ، لا نأمن علي أنفسنا في بيوتنا فزوار الفجر قد يخطفوننا من مخادعنا ، لا نأمن علي أنفسنا في شوارعنا فقطاع الطريق قد يسرقوننا ويعتدون علي نسائنا والقتلة المأجورين قد يقتلوننا ونحن خارجين لتونا من صلواتنا
আমরা এমন এক দমনমূলক শাসনের দ্বারা অভিশপ্ত, যা আমাদের জীবন ও তার সৌন্দর্যকে নষ্ট করছে। আমাদের স্বপ্ন চুরি করে নিয়ে যাচ্ছে এবং বেকারত্ব, ভয়, এবং বঞ্চনার মধ্যে আমাদের ফেলে রাখা হচ্ছে। একদা যে মিশর ছিল নিরাপদ ভূমি, আজ তা বিরান এক এলাকায় পরিণত হয়েছে। আমরা আর আমাদের ঘরে নিরাপদ নই। দিনের আলোয় পোশাকধারীরা আমাদেরকে আমাদের শয্যা থেকে সহজেই তুলে নিয়ে যাচ্ছে। এখন রাস্তায় ভবঘুরে এবং অপরাধীদের হাত থেকে আমাদের আর নিস্তার নেই। তারা রাস্তার উপরে আমাদের ধরে নিয়ে যেতে পারে, আমাদের নারীদের হয়রানী করতে পারে। আজ আমরা প্রত্যক্ষ করলাম আমাদের প্রার্থনা শেষে, খুনীরা কত সহজেই আমাদের খুন করতে পারে।

ব্লগারদের এই নাগা হাম্মাদির যাত্রা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। যখন তারা ট্রেন থেকে নামে, সে সময় তাদের যাত্রা থামিয়ে দেওয়া হয়। করিম এল বেহইরি লিখেছেন [4]:

القاهرة الساعة 9.30 صباحا
قامت قوات الامن بنجع حمادى صباح اليوم بالقبض على عدد من النشطاء التابعيين لعدد من الحركات والاحزاب السياسية اثناء توجهم من القاهرة الى نجع حمادى فور خروجهم من القطار لعقد مؤتمر لأدانة احداث نجع حمادى والتأكيد على الوحدة الوطنية
يذكر انه بعد القبض عليهم قامت قوات الامن بالحصول على بطاقتهم الشخصية والموبايلات الخاصة بهم ثم وضعتهم داخل سيارة ترحيلات ثم تبع ذلك تقسيمهم على سيارات متعددة واخذهم الى اماكن مجهولة حتى الان لم يتم معرفة وجهتهم
কায়রো, সময় সকাল ৯.৩০ মিনিট। নাগা হাম্মাদির পুলিশ বাহিনী একদল ব্লগার ও এক্টিভিস্টকে আটকে রাখে। এরা বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনের সাথে যুক্ত। তারা কায়রো থেকে নাগা হাম্মাদিতে আসার সাথে সাথে তাদের আটকে ফেলা হয়। এদের উদ্দেশ্য ছিল যারা এই ঘটনার শিকার, সেই সব পরিবারকে সান্তনা দেওয়া এবং সম্প্রদায়গত হানাহানির বিরুদ্ধে অবস্থান নেওয়া। ব্লগারদের গ্রেফতারের পর কর্মকর্তারা তাদের পরিচয়পত্র এবং মোবাইল ফোন নিয়ে নেয়া। এরপর তাদের ভিন্ন ভিন্ন গাড়িতে করে এক অজানা গন্তব্যে নিয়ে যায়।

নীচে গ্রেফতারকৃত ব্লগারদের নাম দেওয়া হল।

1 – اسراء عبد الفتاح

2– وائل عباس مدونة الوعى المصرى

3- باسم سمير حزب الغد والمعهد المصرى الديمقراطى

4- باسم فتحى المعهد المصرى الديمقراطى

5- احمد بدوى شباب 6 ابريل

6– شريف عبد العزيز

7- ماريان ناجى رويترز

8- مصطفى النجار مدونة أمواج

9- رؤى ابراهيم طالبة فى الجامعة الامريكية

10- شاهيناز عبد السلام مدونة واحدة مصرية

11- ناصر عبد الحميد حزب الجبهة

12-محمد خالد مدونة دماغ

13- شريف عبد العزيز

14- أميرة الطحاوى

15-سمر عقل حزب الجبهة

16- أحمد أبو ذكرى

17- اسماعيل الاسكندرانى

18- حنان

19- أحمد فتحى البدرى حزب الكرامة بقنا والذى كان يستقبل الوفد

20- ناشطة فرنسية لم نستدل على اسمها

১-এসরা আবদেল ফাত্তাহ [5]
২-ওয়াএল আব্বাস [6]
৩-বাসেম সামির
৪-বাসেম ফাতেহ
৫-আহমেদ বাদাউ [7]
৬-শেরিফ আবদেল আজিজ [8]
৭-মারিয়ান নাগি [9]
৮-মোস্তফা আল নাগগার [2]
৯-রো’য়া ইব্রাহিম
১০-শাহিনাজ আবদেল সালাম
১১-নাসের আবদেল হামিদ
১২-মোহাম্মেদ খালেদ [10]
১৩-শেরিফ আবদেল আজিজ [8]
১৪-আমিরা আল তাহাউ [11]
১৫-সামার আকল
১৬-আহমেদ আবু জেকরি
১৭-ইসমাইল আল আসকানডারানি [12]
১৮-হানান
১৯-আহমেদ ফাতি আল বাদরি
২০- একজন ফরাসী এক্টিভিস্ট যার পরিচয় এখনো জানা যায়নি।

জেইনোবিয়ার মন্তব্য করেছে [13]:

গ্রেফতারকৃতদের বেশিরভাগই বিখ্যাত সিটিজেন বা নাগরিক সাংবাদিকের মধ্যে কেউ নয়।
আমি জানি না কেন এই সব ব্লগারদের গ্রেফতার করা হয়েছে।