কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানাচ্ছে যে শ্রীলন্কায় এক নির্বাচনী সহিংসতায় বিবিসির সিনহালা ভাষার রিপোর্টার তক্ষশিলা দিলরুক্ষি আহত হয়েছেন। কর্তব্যরত অবস্থায় একদল রাজনৈতিক কর্মী তাকে পেটায় এবং তাকে হাসপাতালে নেয়া হয়।
উপরের ভাষাগুলো দেখছেন? আমরা গ্লোবাল ভয়েসেস এর গল্পগুলো অনুবাদ করেছি অনেক ভাষায় যাতে বিশ্বজুড়ে মানুষ এগুলো সহজে পড়তে পারে।
আরও জানুন লিঙ্গুয়া অনুবাদ »কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানাচ্ছে যে শ্রীলন্কায় এক নির্বাচনী সহিংসতায় বিবিসির সিনহালা ভাষার রিপোর্টার তক্ষশিলা দিলরুক্ষি আহত হয়েছেন। কর্তব্যরত অবস্থায় একদল রাজনৈতিক কর্মী তাকে পেটায় এবং তাকে হাসপাতালে নেয়া হয়।