পেরু: আন্তর্জাতিক দাবা সংস্থা জাতীয় দাবা দলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে

৫ জানুয়ারিতে বিশ্ব দাবা সংস্থা (ফিদে) জানায়, তারা পেরুর জাতীয় দাবা দলটিকে সকল আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ ঘোষণা করেছে। এর কারণ পেরুর জাতীয় দাবা সংস্থা ফিদের পাওনা ৭৮০০ ইউরো প্রদান করেনি। যদিও পেরুর জাতীয় ক্রীড়াঙ্গনে ফুটবল সবচেয়ে কর্তৃত্বশালী খেলা বলে বিবেচিত, কিন্তু নানা কেলেঙ্কারি ও ব্যর্থতায় তার অবস্থা প্রায় ধ্বংস হয়ে যাবার উপক্রম। তবে দাবার উপর নিষেধাজ্ঞা জারি, দেশের জনগণের কাছে বড় ধরনের এক ধাক্কা খাওয়ার মত সংবাদ।

ছবি মুকুম্বুরার তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার হয়েছে

ছবি মুকুম্বুরার তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার হয়েছে

দাবা পেরুর সমাজে ক্রামাগতভাবে এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হতে শুরু হয়েছে এবং অনেকে, বিশেষ করে তরুণ দাবা খেলোয়াড়দের প্রতিভায় ও বিশ্বের নানা প্রতিযোগিতায় সুনাম অর্জনের কারণে সবাই মুগ্ধ। তরুণদের মধ্যে ডাইসি ও জর্জ কোরি সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য পুরস্কার বয়ে নিয়ে আসে। ব্লগার সোনিয়া লুজ কারিল্লো এই দুই দাবাড়ু ভাইবোন, তাদের পরিবারের সদস্য এবং তাদের মত অন্যদের সম্বন্ধে লিখেছেন [স্প্যানিশ ভাষায়]:

Y es un gusto enorme ver a sus padres, sus compañeros de estudios y a sus profesores alrededor de sus logros. Y es esperanzador imaginar el ejemplo que significan para millones de jóvenes.
[…]
Muchas cosas empezarían a cambiar en el país si estas y otras proezas realizadas por los deportistas amateur recibieran no solo el apoyo de las autoridades y las empresas sino también de la prensa. Sus ejemplos de pundonor y decencia son los que necesita una sociedad que por momentos parece víctima de colectiva enajenación. Y no es cierto. Los hermanos Cori existen. Y sus padres, amorosos compañeros de ilusiones y afanes, existen multiplicados.

তাদের বাবামা. সহপাঠী এবং শিক্ষকরা তাদের অর্জিত পুরস্কারের পাশে দাঁড়িয়ে আছে, এই দৃশ্য অনেক আনন্দের। তারা লক্ষ লক্ষ তরুণদের জন্য এক উদাহরণ সৃষ্টি করছে। বিষয়টি কল্পনা করলে এক আশার জন্ম হয়।
[…]
এর ফলে এই দেশের অনেককিছু বদলে যেতে শুরু করবে এবং অপেশাদার ক্রীড়াঙ্গনে অনেক কৃতিত্ব অর্জিত হবে, যদি এসব খেলোয়াড়রা শুধু কেবল কর্মকর্তা ও ব্যবসায়ী নয়, সংবাদপত্রেরও সাহায্য লাভ করে। তাদের অর্জিত সম্মান এবং শিষ্টাচার এই মুহূর্তে সমাজের জন্য প্রয়োজনীয়, যা সময়ের সাথে সাথে যৌথ বিচ্ছিন্নতার শিকার হয়। এটা সত্য নয়। কোরি ভাইবোন, এই সমাজে টিকে আছে এবং তাদের পিতামাতা, প্রিয় সহপাঠী, তাদের স্বপ্ন এবং শুভ কামনা কয়েকগুণ বেশি সময় ধারণ করে টিকে আছে।

এটা একটা কারণ যার ফলে অনেকে বিশ্বাস করে তাদের এই স্বদেশীদের প্রতি আরো বেশি মনোযোগ প্রদান করা উচিত, যেমন কামইয়ালা। তিনি তার টুইটারে লিখেছেন:

que nos desafilien del futbol y nos afilien al ajedrez

কেন তারা আমাদের দাবা খেলার উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে, তার বদলে ফুটবলের উপর নিষেধাজ্ঞা জারি করে না?

পেরু দাবা সংস্থার সভাপতি মিল্টন ইটুরি বিবৃতি দিয়েছেন যে, এই নিষেধাজ্ঞা দেশের দাবা দলের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে [স্প্যানিশ ভাষায়], “কারণ ফিদে হিসেব কষে খেলোয়াড়দের এলো রেটিং ( এলো রেটিং-দুজনে মিলে খেলা হয় এমন ক্রীড়ায় খেলোয়াড়দের দক্ষতার মান প্রদান পদ্ধতি) বা দক্ষতার মান প্রদান করে থাকে, দাবার নিয়ম কানুন তৈরি করে, বই প্রকাশ করে, আন্তর্জাতিক মাস্টার, গ্রান্ড মাস্টার ইত্যাদি উপাধি দিয়ে থাকে এবং তারাই দাবার আন্তর্জাতিক প্রতিযোগিতার বিচারক নির্ধারণ করে থাকে”।

ব্লগ কন্টাক্টো ইনফরমাটিভো হুয়ারাল-পেরু [স্প্যানিশ ভাষায়] এই নিষেধাজ্ঞার উপর প্রকাশিত এক প্রবন্ধ পুনরায় ছাপিয়েছে:

Si había una disciplina que nos estaba dando grandes satisfacciones esa era, sin lugar a dudas, el ajedrez. Talentos como los de Julio Granda, Emilio Córdova y los hermanos Jorge y Deysi Cori no podrán ser explotados y sus carreras corren peligro, luego que la Federación Internacional de Ajedrez excluyó a Perú de toda competencia y dejó sin validez los torneos nacionales.
[…]
En las próximas horas el Instituto Peruano del Deporte (IPD) estaría abonando la suma de 2,800 euros para cancelar parte de la deuda. Iturry recordó que el 9 de enero los ajedrecistas Julio Granda, Emilio Córdova, Jorge y Daysi Cori participarán en el Torneo de Ajedrez “COPA IPD”, en el que el ganador se llevará un premio de 10 mil nuevos soles.

যে খেলা আমাদের ভীষণভাবে তৃপ্ত করে, নি:সন্দেহে তার নাম দাবা। জন্মগত প্রতিভা সম্পন্ন মানুষ, যেমন জুলিও গ্রান্ডো, এমিলিও কর্ডোভা, জর্জ কোরি এবং তার বোন ডাইসি কোরি, তারা প্রতিভাবান। তবে তাদের প্রতিভা হয়তো বিনষ্ট হতে পারে এবং দাবার মাধ্যমে তারা যা অর্জন করতে পারত, তা এখন হুমকির সম্মুখীন। বিশেষ করে বিশ্ব দাবা সংস্থা বা ফিদে সকল ধরনের দাবা প্রতিযোগিতায় পেরুর অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সকল জাতীয় প্রতিযোগিতাকে অবৈধ বলে রায় দিয়েছে।
[…]

পরবর্তী সময়ে জানা যায়, পেরুর ক্রীড়া প্রতিষ্ঠান (স্প্যানিশ নামের অদ্যাক্ষর নিয়ে তাকে আইপিডি নামে ডাকা হয়) মোট পাওনার অংশবিশেষ হিসেবে ২৮০০ ইউরো পরিশোধ করতে রাজি হয়েছে। (পেরুর দাবা সংস্থার প্রধান) ইটুরি আমাদের স্মরণ করিয়ে দেন যে, ৯ জানুয়ারি, দাবাড়ু জুলিও গ্রানাডা, এমিলিও কর্ডোভা, জর্জ এবং ডাইসি কোরি, কোপা আইপিডি নামের এক দাবা প্রতিযোগিতায় অংশ নেবে। এই প্রতিযোগিতার বিজয়ী পাবে ১০,০০০ নুয়েভোস সোলো (পেরুর মুদ্রা, এর সমান ৩,৩০০ আমেরিকান ডলার)।

লিমার দৈনিক এল কোমেরসিও-র [স্প্যানিশ ভাষায়] মন্তব্য বিভাগের যেখানে এই সংবাদ প্রকাশিত হয়, সেখানে লোকজন তাদের রাগ এবং হতাশা ব্যক্ত করে এবং অনেকে ফুটবল সংস্থায় যা ঘটেছিল তার সাথে এর তুলনা করে:

কার্লোস: সময়, সকাল ১০.০১। ৫, জানুয়ারি:

Y que hacen los encargados en las Federaciones? se rascan la panza y estan alli de adorno? donde esta el presidente? por favor…

সংস্থাটির প্রধান কোথায়? তারা কোথায় গিয়ে তাদের পেট চুলকাচ্ছে এবং তারা কি সেখানে তাদের চেহারা দেখাতে গিয়েছে? সভাপতি কোথায়? বের হয়ে আস….

হ্যারি: সময়, সকাল ১০.০৬। ৫, জানুয়ারি:

En lugar de estar pensando contratar a un entrenador extranjero que seembolsa miles de dolares por un deporte que no tiene futuro como el futbol, debìan mirar a los costados y apoyar a los verdaderos deportistas… ojala y se arregle esta situacion.

ফুটবলের মত খেলার জন্য হাজার ডলার খরচ বিদেশী কোচ ভাড়া করে আনার বদলে তাদের আশেপাশে তাকানো উচিত এবং সত্যিকারের ক্রীড়াবীদদের সমর্থন করা উচিত…আমি মনে করি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সুযোগ রয়েছে।

ড্যানি:সময় সকাল ১১.১১। ৫, জানুয়ারি:

eso es lo que gana un entrenador de la seleccion de futbol en dos meses.

জাতীয় ফুটবল দলের কোচ দুই মাসে এটাই করতে চেয়েছে।

এই নিষেধাজ্ঞা সত্বেও, পেরুর সেরা চার খেলোয়াড় ৯ জানুয়ারিতে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই প্রতিযোগিতার আয়োজক ছিল আইপিডি। কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে দাবাড়ুরা যে মান অর্জন করবে ফিদে ততক্ষণ তা হিসেব করবে না, যতক্ষণ না উক্ত পাওনা টাকা প্রদান করা হয়। ৮ জানুয়ারিতে ফিদে, পেরুর মনোভাব জানিয়ে পাঠানো চিঠির জবাব দিয়েছে। এতে ফিদে টাকা প্রদান করার কথা উল্লেখ করেছে। তবে ফিদে জানিয়েছে, যদি পেরুর দাবাড়ুদের কোথায় খেলার আমন্ত্রণ থাকে, তা হলে ব্যক্তিগত ভাবে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু পেরুর ক্রীড়া মন্ত্রণালয় এখনো নির্দিষ্ট করে জানায়নি, তারা কখন এই পাওনা পরিশোধ করবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .