বলিভিয়া: বেনির গভর্নর পদের নির্বাচনী লড়াইয়ে প্রার্থী হিসেবে প্রাক্তন সুন্দরীর নাম ঘোষণা

অনেকে শুনেছিলেন বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস দেশটির প্রাক্তন সুন্দরী ২৫ বছরের জেসিকা জর্ডানাকে, মুভমেন্ট টুয়ার্ডস সোসালিজম-এর (মাস) পক্ষ থেকে বেনি প্রদেশের নির্বাচনে গভর্নর বা প্রাদেশিক শাসক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পারেন। বেনি এলাকার গভর্নর পদে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে, এমন সংবাদ অনেকের কাছে ডে অফ দা ইনোসেন্টের (এপ্রিল ফুলের বলিভিয়ান সংস্করণ) ঠাট্টা বলে মনে হয়েছিল। যখন টেলিভিশনে এক সরাসরি সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করা হয়, টুইটারে তার দ্রুত প্রতিক্রিয়া দেখা যায়। একই সাথে এইসব প্রতিক্রিয়ারও প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি নির্ধারিত হবার পর, ব্লগারা এই বিষয়ে তাদের মনোভাব প্রকাশ করা শুরু করে।

জেসিকা জর্ডানের ছবি। এটি হিউগো মিরান্ডার সৌজন্যে পাওয়া এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

জেসিকা জর্ডানের ছবি। এটি হিউগো মিরান্ডার সৌজন্যে পাওয়া এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

টুইটারে শুরুর সব মতামতের ক্ষেত্রে এই সংবাদের উপর অবিশ্বাস রয়ে গিয়েছিল যে, প্রাক্তন সুন্দরী নির্বাচনে লড়াই করার জন্য মনোনীত হয়েছে, বিশেষ করে এত উঁচু এক পদের জন্য। ডিয়োগো আরাজোলা (@ডিআরাজোলা) লিখেছে:

ni pa concejal JESSICA JORDAN puej pa GOBERNADORA! q esta pasando? siguen en la jodita de los inocentes?

সভার সদস্য পদের জন্য নয়, জেসিকা জর্ডানকে সরাসরি গভর্নর পদে নির্বাচন করার জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে! এখানে হচ্ছেটা কি? এখনো কি ডে অফ ইনোসেন্ট বা বোকা বানানোর দিনটি শেষ হয়ে যায়নি?

মারিয়েলা কাস্ট্রিলো (@আরডিলা_ইলয়ুসা) লিখেছে:

Lo de Jessica Jordan es hilarante….no hay más gente en Beni? no hay más jóvenes con sueños? q pena…

এটা কি আনন্দোচ্ছল জেসিকা জর্ডান…. বেনিতে কি আর কোন লোক ছিল না? স্বপ্ন দেখে এমনকি আর কি কোন তরুণ বেনিতে ছিল না? কি লজ্জা..।

অবিশ্বাসের এ রকম আরো অনেক বার্তা রয়েছে। অনেকে এই বাস্তবতার কথা উল্লেখ করছে যে, জর্ডান এক সময় মিস বলিভিয়া বা বলিভিয়ার সুন্দরী প্রতিযোগিতা জিতেছে। তবে অন্যরা মনে করছে লোকজনের এভাবে প্রতিক্রিয়া জানানো ঠিক নয়।

প্যাট্রিসিয়া@আরকিউটেকটা-এর প্রতিউত্তর করছে:

que les pasa? ven normal que un feo acceda al poder, pero cuando una bella candidatea, se rayan… machistas!

আপনাদের সকলের কি হয়েছে? আপনারা মনে করছেন, যখন দেখতে কুৎসিত কেউ ক্ষমতা গ্রহণ করে তখন ব্যাপারটি ঠিক আছে, কিন্তু যখন প্রার্থী সুন্দরী কেউ, তখনই আপনাদের যত অভিযোগ…. এটা কি এক পুরুষত্ব!

ব্লগ একোনোমিয়া পলিটিকা, ডেসডে এল লাডো গ্রাসিওসো [স্প্যানিশ ভাষায়]-এর ব্লগার জেইমে ডুরান যারা এই প্রার্থীর মনোনয়নের বিপক্ষে লিখেছে, তাদের সমালোচনা করেছেন:

Están también los que olvidandose de sus posiciones de género han dicho muy sueltos de cuerpo que la niña será muy bella, pero que es poco probable que la cabeza le sirva para algo más que peinarse. Viendo la calidad de gobernadores que hasta ahora ha tenido el Beni, dudo mucho que se pueda criticar a la bella Jessica Jordan, por este tema. Por mi parte, estoy seguro que dictará cátedra en los temas en los que se ocupe, pues siempre he creido que belleza e inteligencia no son para nada incompatibles.

এরপর আসে তাদের কথা, যারা লিঙ্গীয় সমতার ক্ষেত্রে নিজেদের অবস্থানের কথা ভুলে যায়। যারা বলে যে, কোন সন্দেহ নেই মেয়েটি সুন্দরী, কিন্তু এটা অস্বাভাবিক, সে তার মাথা চুলের যত্ন নেওয়া ছাড়া অন্য কোথাও খাটানোর যোগ্য নয়। যতদুর পর্যন্ত দেখা গেছে, বেনির এর আগের প্রশাসকদের যা গুণাবলী ছিল, তাতে আমি সন্দেহ করি যে, সে পদে কেউ সুন্দরী জেসিকা জর্ডানের সমালোচনা করতে পারবে। আমি নিশ্চিত, এই বিষয়ে সে তার স্বাভাবিক ক্ষমতা প্রদর্শন করে প্রমাণ করবে যে, সে বেনিকে নিয়ন্ত্রণ করতে পারে। যদিও আমি সবসময় ভেবেছি, সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা আদৌ একসাথে চলতে পারে না।

এই ঘটনার ফলে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে তা হল,“মাস-নামক দলটির ক্ষেত্রে এই মনোনয়নের প্রভাব কি হতে পারে”। বেনি বলিভিয়ার পূর্বের এক ডিপার্টমেন্ট (একটি বড় অঞ্চল)। ঐতিহ্যগতভাবে এই এলাকাটি বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। সারা দেশে জাতীয় ভাবে পরিচিত এক চরিত্রকে এখন সেখানকার নির্বাচনে দাঁড় করানো হয়েছে। সে দলের এক সদস্য নয়। রাজনীতিতেও জর্ডান তেমন সক্রিয় নয়। তারপরেও মনে হচ্ছে সে পুরো দেশের মনোযোগ আকর্ষণ করছে এবং হয়তো এটি দেশের সেই অংশের রাজনীতির পাশা পাল্টে দিতে পারে। হিউগো মিরান্ডা অফ এঞ্জেল কাইডো [স্প্যানিশ ভাষায়] তার চিন্তা এখানে যোগ করেছেন:

Y bueno esto merece un comentario, quizas resulte obvio que el MAS esta usando a figuras publicas de los departamentos donde aun no domina para tratar de ganar las Gobernaduras y Municipios, de esta forma tener el control total de todo Bolivia.

Quizas para algunos Jessica este siendo utilizada para estos fines del todopoderoso Evo Morales.

Pero queda la duda, y creo que Jessica se merece eso por que ella quiere mucho a Bolivia.

এটা মতামতের যোগ্য এক বিষয়, হয়তো এটাই অবশ্যম্ভাবী ছিল যে, মাস এমন এক এলাকায় জনপ্রিয় এমন এক চরিত্রকে ব্যবহার করছে, যেখানে তার কোন কতৃত্ব নেই। সেখানকার গভর্নর ও মেয়র পদে জেতার জন্য দলটি এই কাজ করছে। এ ভাবে সে পুরো বলিভিয়ার উপর নিজের নিয়ন্ত্রণ তৈরি করতে পারবে।

হয়তো বা কোন এক পর্যায় পর্যন্ত, সকল দিক দিয়ে শক্তিশালী ইভো মোরালেস জেসিকাকে ব্যবহার করতে পারবে।

তবে এ ব্যাপারে সন্দেহ থেকেই যায় এবং আমি মনে করি এসব জেসিকার অর্জন, কারণ সে বলিভিয়াকে খুব ভালবাসে।

মনে হচ্ছে এই কৌশল কাজ করছে। যেমন কিছু ব্লগার, যারা রাজনৈতিক কোন দলের নয় অথবা যারা মাস বিরোধী, তারাও জর্ডানকে সমর্থন করছে। অনেকে এটা পরিষ্কার করছে যে তাদের সমর্থন প্রার্থীর প্রতি, দলের প্রতি নয়। এমনকি যারা ভোট দেবার যোগ্যতা অর্জন করেনি, তারাও এই প্রার্থীকে সাহায্য করার ইচ্ছা পোষণ করেছে। এই কৌশল চূড়ান্তভাবে কাজ করবে কিনা তা দেখার জন্য ৪ এপ্রিল, ২০১০ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সে দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

মিরান্ডা যিনি মাস দলের সমর্থক নন, তিনি লিখেছেন, ওই দলের একজনকে তিনি কিছুদুর পর্যন্ত সমর্থন করবেন। তার নাম জর্ডান। এ কারণে তিনি তার ব্লগে বিনে পয়সায় বিজ্ঞাপন যুক্ত করেছেন। ডুরান উপসংহার টেনেছেন:

Creo que la elección del Beni será la más interesante de todas las que presenciaremos en abril del 2010. Asimismo, desde esta palestra anuncio que estoy dispuesto a trasladarme a la bella tierra oriental para colaborar en tareas de campaña

আমি মনে করি বেনির নির্বাচন এপ্রিলের সবচেয়ে কৌতূহলজনক নির্বাচন হবে। এছাড়াও এই স্থাপনা (তার ব্লগ প্লাটফর্ম) থেকে আমি ঘোষণা দিচ্ছি যে আমি সুন্দর এক (বেনি) এলাকায় ভ্রমণ করব, তার প্রচারণায় সাহায্য করার জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .