জিম্বাবুয়ে: রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান দেখাচ্ছে, এর মাধ্যমে গঠনমূলক সমালোচনার শিক্ষা লাভ করা যায়

3539753056_5c570f1228-200x300বেলজিয়ামের এক বেসরকারি প্রতিষ্ঠান ভোলেনস। তারা জিম্বাবুয়ের কিছু এতিম এবং ঝুঁকিপূর্ণ শিশুদের নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি এক ভিডিও কর্মশালার মধ্যে দিয়ে তাদের বোঝায়, কি ভাবে তারা সম্মানের সাথে গঠনমূলক সমালোচনা করবে এবং সমালোচনাকে গ্রহণ করবে। এই প্রক্রিয়ার মধ্য শিশুরা সংক্ষিপ্ত আকারের এক চলচ্চিত্রের চিত্রনাট্য লেখে, তাতে অভিনয় করে, সেটি নির্মাণ ও সম্পাদনা করে। এর মধ্যে দিয়ে তারা দেখায়, কি ভাবে গুজব এবং খারাপ সমালোচনা কাউকে হত্যা করতে পারে।

জিম্বাবুয়ের রাজধানী হারারের ওয়াটারফল এলাকার চিয়ডেজা শিশু পালন কেন্দ্রে পনরো জন শিশু যাদের বয়স ১২ থেকে ১৮-এর মধ্যে তারা এই বেসরকারী প্রতিষ্ঠানের কাছে ভিডিও নির্মাণ ও গঠনমূলক সমালোচনা করা শিখছে। তারা রিয়ালিটি অনুষ্ঠানে এক রহস্যময় বিষয় প্রদর্শন করার জন্য এক চলচ্চিত্র নির্মাণ করে, সেখানে সকল চরিত্র বিগ সিস্টার নামক বাড়িতে বাস করে। এই বাড়িতে তাদের এক সদস্যের মৃত্যু হয়। এই মৃত্যুর তারা মুখোমুখি হয়। প্রথমে মনে হয়েছিল মেয়েটিকে বিষ খাইয়ে মারা হয়েছে এবং তারা বের করার চেষ্টা করে, তাকে খুন করার অভিপ্রায় কার হতে পারে। এর ফলে তারা গুজব ছড়ানো ও বিধ্বংসী সমালোচনার মত বিষয়গুলোর মুখোমুখি হতে থাকে।

চলচ্চিত্রের শেষে শিশুদের কি উপায়ে সবচেয়ে ভালোভাবে গঠনমূলক সমালোচনা করতে হবে তার পরামর্শ এবং কৌশল বলে দেওয়া হয়। একই সাথে তাদের কি ভাবে উত্তম গুণাবলী অর্জন করতে তার কৌশল জানানো হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .