- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইকুয়েডর: ব্লগের মাঝে ২০০৯ সাল

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ইকুয়েডর, প্রযুক্তি

ইকুয়েডরের ব্লগাররা নতুন বছর নিয়ে বেশ আশাবাদী। ২০১০ সাল যাতে তাদের জন্য সৌভাগ্য বয়ে আনে তার জন্য দেশবাসী বেশ কয়েকটি পরিচিত ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে অংশ নিয়েছে। তবে এখনো সময় রয়ে গেছে ফেলে আসা বছরের উপর দৃষ্টিপাত দেওয়ার এবং তার উপর এক প্রতিফলন তৈরি করার। কার্লোস কোরেয়া নামের এক ব্লগার তার ব্লগ বিটাকোরা ডে কালুতে [স্প্যানিশ ভাষায়], গত বছর ইকুয়েডরিয়ান ব্লগ জগৎে যা ঘটছে তার সারাংশ [1] তুলে ধরেছেন। গত বছরের প্রতি মাসে যা ঘটেছিল তিনি তা উল্লেখ করেছেন। তিনি পাঠকদের আহ্বান জানিয়েছিলেন, যেন তারা মন্তব্য বিভাগে যে কোন বিশেষ ঘটনার কথা উল্লেখ করে, যা তিনি হয়তো যোগ করতে ভুলে গেছেন। নিচে বছরের বিভিন্ন ঘটনার সারাংশ নিয়ে তার তৈরি করা ব্লগের সংক্ষিপ্ত অংশ তুলে ধরা হল।

জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো এ বছর প্রযুক্তি বিষয়ক কার্যক্রমে অতি উৎসাহের সাথে অংশ নিয়েছে: টেকনিকাল ইউনির্ভাসিটি অফ লোজা, (লোজা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্প্যানিশ ভাষায় নামের প্রথম অক্ষর দিয়ে তাকে ইউটিপিএল নামে ডাকা হয়) প্রথম ক্যাম্পাস কংগ্রেস নামক অনুষ্ঠানের আয়োজক [2] হবার সৌভাগ্য লাভ করে (ক্যাম্পাস কংগ্রেস: উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরস্পরের চিন্তা এবং কর্ম বিনিময়ের জন্য এক সভা)। সুপিরিয়ার পলিটেকনিক স্কুল অফ দা কোস্ট (কোস্টের সেরা পলিটেকনিক, স্প্যানিশ ভাষায় নামের প্রথম অক্ষর দিয়ে তাকে এসপোল নামে ডাকা হয়), ফেসবুক ডেভলাপার গ্যারাজ [স্প্যানিশ ভাষায়] [3] নামের অনুষ্ঠানের ব্যয় ভার গ্রহণ করেছিল। এই অনুষ্ঠানটি গুয়াইয়াকিলে অনুষ্ঠিত হয়।

এর বাইরে ২০০৯ সালে ইকুয়েডরের বেশ কয়েকটি ব্লগের ওয়েবসাইট হ্যাক বা ছিনতাই হয়ে গিয়েছিল। ইকুয়েডরের ডোমেইন নিবন্ধন (এনআইসি.ইসি)[স্প্যানিশ ভাষায়]-এর নাজুক অবস্থার কারণে [4] বেশ কিছু সাইটে অবৈধ অনুপ্রবেশ ঘটে। জাতীয় সামাজিক নিরাপত্তা সেবা [স্প্যানিশ ভাষায়] [5], সুক্রে জাতীয় নাট্যকেন্দ্র [স্প্যানিশ ভাষায়] [6], এবং ইকুয়েডর বিমান প্রশিক্ষণ বিদ্যালয়ের [স্প্যানিশ ভাষায়] [7] ওয়েব সাইটও হ্যাক বা ছিনতাই হয়ে যায়। তবে ২০০৯ সালের সকল কিছু হ্যাক হয়ে যাওয়া ওয়েব সাইটের মত দুর্ভাগা ছিল না।

সারা বছর ধরে ব্লগারদের সাক্ষাৎমূলক বেশ কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া এ বছর অনলাইন প্রচার মাধ্যমের [স্প্যানিশ ভাষায়] প্রথম সাক্ষাৎ [8] অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিলেন কিউডাডানিয়া ইনফরমাডা। এ বছর সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ইকুয়েডরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর শিরোনাম ছিল ‘ইকুয়েডরের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা’। এর ব্যয় ভার বহন করে ফান্ডাপি। ইকুয়েডরের পাঁচটি শহরে বারক্যাম্পের পাঁচটি অনুষ্ঠান সফলতার সাথে অনুষ্ঠিত হয়। শহরগুলো হল কিউটো [9], গুয়াইয়াকিল [10], সান্টা এলেনা [11], মিলাগ্রো [12] এবং লোজা [13]

সবশেষে, অন্য কয়েকটি অনুষ্ঠানের কথা উল্লেখ করা হচ্ছে, যা ২০০৯ সালে অনুষ্ঠিত হয় এবং কোরেয়া এগুলোর কথা উল্লেখ করেছেন:
* একুয়াব্লগস সম্প্রদায়ের ব্লগের পুনর্জীবন [স্প্যানিশ ভাষায়] [14] লাভ, ম্যাক্স সফ্রিউয়ু এখন এই বিষয়টির তত্ত্বাবধান করছে।

* কুইটোর রাজধানী শহরে এক ছোট্ট বিমান, দুর্ঘটনায় পতিত হয় এবং দুর্ঘটনার পরিস্থিতি নিয়ে টুইটারকারীরা সংবাদ প্রকাশ করে [15] [স্প্যানিশ ভাষায়]

* পডকাস্টএসি-র [স্প্যানিশ ভাষায়] [16] জন্মলাভ। এটি এদেশের প্রযুক্তি ও ইন্টারনেট বিষয়ক সংবাদ প্রকাশ করবে।

* এ বছর ইগুয়ানা ভ্যালির [স্প্যানিশ ভাষায়] যাত্রা শুরু হয় [17]। এর উদ্দেশ্য এক উন্মুক্ত সম্প্রদায়ের সৃষ্টি করা, যাদের উদ্দেশ্য হবে ইকুয়েডরে প্রযুক্তি বিষয়ক উদ্যোগ এবং প্রযুক্তি খাতের উন্নয়নে সচেতনা সৃষ্টি করা ও এসব বিষয়ে প্রচারণা চালানো।