পশ্চিম সাহারা: ২০১০ সালের সাহারা ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানো

বলা যায় আপনি তা হলে তালিকাটি তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, আপনার নতুন বছরে পরিকল্পনার তালিকা। হয়তো সেই তালিকায় আপনি লিখেছেন যে, এ বছর আপনি প্রায়শ:ই শরীর চর্চা করতে বের হবেন। আপনি বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লোকদের সাহায্য করতে চান, ভিন্ন এক দেশে ভ্রমণ করতে চান, আবার একই সাথে ভিন্ন সংস্কৃতির লোকদের সাথে সাক্ষাৎ করতে চান। যদি এর উত্তর হ্যাঁ হয়, তা হলে আপনি জেনে খুশি হবেন যে সাহারা ম্যারাথন ২০১০, এ বছর ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে অনুষ্ঠিত হবে।

সাহারা ম্যারাথন এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, যা সাহারাউই জনগোষ্ঠীর প্রতি একাত্মতা প্রদর্শন করার জন্য অনুষ্ঠিত হয়। এ বছর এই অনুষ্ঠানটির দশ বছর পূর্ণ হবে। পশ্চিম সাহারার মরুভূমিতে বিশটি ভিন্ন ভিন্ন জাতির লোকজন তীব্র এক প্রতিযোগিতার মুখোমুখি হবে। এটি তারা করবে উদ্বাস্তু শিবিরে বাস করা সাহারাউইদের সাহায্য করার জন্য।

দৌড়ানোর জুতোর সারি, ছবি জোশিয়া ম্যাকেঞ্জির তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।  http://www.flickr.com/photos/josiahmackenzie/3414064391/sizes/m/

দৌড়ানোর জুতোর সারি, ছবি জোশিয়া ম্যাকেঞ্জির তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে

এই বছর ম্যারাথন হবে ডাকলা শিবিরে এবং অনেক সাহারাউই ব্লগ এই অনুষ্ঠানের ঘোষণা ও প্রচারণা করছে। স্প্যানিশ ভাষার ব্লগ টডোস কন এল সাহারা, সাহারা ডিপোর্টেস এবং ব্লগ ডে মনটানা এই বিষয় সম্বন্ধে লিখেছে। এ ছাড়াও এই বিষয় সম্বন্ধে আপনি ইংরেজী ভাষায় তথ্য জানতে পারবেন এই ব্লগের নিজস্ব সাইট ও ইউসেকেরায়, সেখানে আপনি একটি ব্লগ পাবেন যা এই বিষয়ের উপর উৎসর্গ করা হয়েছে।

কন এল সাহারা ব্লগ এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করছে:

Las aportaciones de todos los corredores y el dinero recaudado de particulares o instituciones es íntegramente destinado al proyecto de ayuda humanitaria en los campamentos

অংশগ্রহণকারীদের প্রদান করা দাতব্য অর্থ এবং বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগ্রহ করা অর্থ এই উদ্বাস্তু শিবিরের মানবিক সাহায্য প্রকল্পে প্রদান করা হবে।
সাহারা ম্যারাথন, ছবি আব্রিলুরয়ুর তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।  http://www.flickr.com/photos/aabrilru/3539753056/sizes/m/in/photostream/

সাহারা ম্যারাথন, ছবি আব্রিলুরয়ুর তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।

গতবছর, কিলোমেট্রোসিসুয়েনোস সাহারা ম্যারাথনে অংশগ্রহণ করেছিল এবং তার উদ্দীপনামূলক অভিজ্ঞতা আপনাকে এই দৌড়ে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করবে:

Recomiendo firmemente a todos los corredores esta prueba. Es maravillosa la experiencia de correr por el desierto, además hay distancias para todos: 5, 10, 21 y 42. No hay excusa!!!

আমি যে কোন দৌড়বিদকে এই প্রতিযোগিতায় অংশ নিতে বলছি। মরুভূমির মধ্যে দৌড়ানো এক বিস্ময়কর অভিজ্ঞতা। এছাড়া এখানে বিভিন্ন দুরত্বের দৌড় রয়েছে: ৫,১০,২১, এবং ৪২ কিলোমিটারের দৌড়। এ রকম এক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবার ক্ষেত্রে কোন অজুহাত নেই!!!

যদি আপনি কোন কারণে এই প্রতিযোগিতায় অংশ নিতে না পারেন, তা হলে আপনার জন্য দ্বিতীয় এক সুযোগ রয়েছে। এর নাম সাহারা বাইক রেস বা সাহারা মোটর সাইকেল চালনা প্রতিযোগিতা। এটি এ বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। একটি ব্লগ এই অনুষ্ঠানটির সম্বন্ধে বেশ কয়েকটি ভাষায় প্রচারণা চালাচ্ছে। ভাষাগুলো হল: স্প্যানিশ, ফরাসী, ইংরেজী এবং ইতালী

অনেক সাহারাউই ব্যক্তি বিগত ৩০ বছর ধরে উদ্বাস্তু হিসেবে বাস করছে। তারা, সীমাবদ্ধ সাহায্য এবং নেতাদের প্রচণ্ড চেষ্টার উপর টিকে আছে এবং তারা তাদেরকে নিয়ে বাকী বিশ্বের মানুষদের উদ্বিগ্নতার অভাবকে মোকাবেলা করছে। এই সব উদ্বাস্তুর এক তৃতীয়াংশই শিশু। এমনকি ম্যারাথন দৌড় এবং সাইকেল চালনার মত উপরের ঘটনা বর্ণনা করছে যে, এ সবের উদ্দেশ্য তহবিল সংগ্রহ। যেন এর মাধ্যমে ক্ষুদ্র কিছু প্রকল্পের উন্নয়ন ঘটানো সম্ভব হয়। কিন্তু একই সাথে এর উদ্দেশ্য এক আলাদা এবং সমৃদ্ধ সংস্কৃতির সাথে পরিচয় ঘটানো। তবে একই সাথে এ ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য, একটি জাতি হিসেবে টিকে থাকতে গিয়ে সাহারাউই জনগোষ্ঠী যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে তা সবার সামনে তুলে ধরা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .