কলম্বিয়া: ভিডিও ব্লগাররা ২০১০ সালে প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে

২০০৯ সালের শেষের দিকে কলম্বিয়ায় এক কৌতূহলজনক উদ্যোগ শুরু হয়। ভিডিও ব্লগার জুয়ান ফাল্লা উক্ত ভিডিও ব্লগার সম্প্রদায়ের সদস্যদের কাছে প্রস্তাব করে যে, তারা ২০১০ সালে প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে। এই চিন্তা নিয়ে একটি গুগল গ্রুপ ভ্লগোলম্বিয়ার/কলম্বিয়ার ভিডিও নির্মাতা [স্প্যানিশ ভাষায়]-দের সংগঠনের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করে। এখন অনেকে এই প্রকল্পে যোগদান করেছে এবং এই প্রক্রিয়াকে জীবন দান করেছে।

অসিও টিভি [স্প্যানিশ ভাষায়] নামক ডিজিটাল পত্রিকা ভিডিও ব্লগের মাধ্যমে সবাইকে প্রশিক্ষণ দেবার কাজে নিয়োজিত। বছরের প্রথম দিনেই তারা এই প্রক্রিয়া সম্বন্ধে লোখে:

Algunos vloguers colombianos tomaron la iniciativa de realizar un videoblog todos los dias hasta que se termine el 2010, osea 365 post en el año, lo anterior nació de la iniciativa de @juanfallaesp a la que se unieron @alejandroangel, @albornoz, @fabricadecosas, @cafeycassette y por último la pareja femenina de @ErikaPao y @Luisasantiaga, hasta el cierre de la entrada no conocemos de ninguno más…

বেশ কয়েকজন কলম্বিয়ান ভ্লগার (ভিডিও ব্লগার) এই উদ্যোগে অংশ নিয়েছে। তারা ২০১০ সালের শেষ দিন পর্যন্ত প্রতিদিন একটি করে ভিডিও নির্মাণ করবে। অন্যভাবে বলা যায় তারা বছরের ৩৬৫ দিনই ভিডিও পোস্ট করবে। এবং এই কাজটি শুরু করেছে @জুয়ানফাল্লাএস্প। তার সাথে যোগ দিয়েছ @আলেকজান্দ্রোএঞ্জেল, @আলব্রোঞ্জ, @ফেব্রিকাডেকোসাস,@ক্যাফেক্যাসেট্টে। এদের মধ্যে দুজন মহিলা ভ্লগারও রয়েছে। তারা হলেন @এরিকাপাও এবং @লুইসাসান্তিয়াগা এবং বছরের এ সময়ে যখন বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়ে চলেছে তখন আমরা আর বলতে পারছি না যে যে এদের সাথে আর কে কে যোগ দিয়েছে….

এই উদ্যোগ এনা ভালেজার উপর এক প্রভাব বিস্তার করেছে। সে প্রথমে এই প্রকল্পের সাথে যুক্ত ছিল না। সে এখন টুইটারে ব্যাখ্যা দিচ্ছে, কেন সে এই কাজে অংশ নিতে চায়। সে এখন তার প্রথম ভিডিও উঠিয়ে দিয়েছে। এর নাম ৪৫১ ডিগ্রি ফারেনহাইট নামক কাহিনীতে ভ্রমণ করা। এখানে তিনি রে ব্রাডবেরি নামক আমেরিকান কল্পকাহিনী লেখকের গল্পের এক অনুচ্ছেদ পাঠ করে শোনাচ্ছেন।

সে তার ব্লগে এই ভিডিও সম্বন্ধে কয়েকটি শব্দ যোগ করেছেন:

A veces se puede viajar sentada en una silla. Con un libro en la mano. Y puedo que el cliche ya este muy usado, pero tener un libro en mi cabeza palabra tras palabra, es de los mejores viajes, películas, rumores en los que anda mi cabeza cuando tengo una historia en la punta de mi lengua, en las neuronas de mi cabeza. Fahrenheit 451, un viaje por un mundo no ya tan imaginario, donde los libros son tan peligrosos, que los bomberos en vez de apagar incendios, incendian libros, para proteger al hombre moderno de esas historias que los transportan a otros mundos posibles, a unas ideas peligrosas, llenas de bellezas o revoluciones.

অনেক সময় কেউ একজন একটি চেয়ারে বসেই হাতে বই নিয়ে ভ্রমণ করতে পারে। অনেকের ক্ষেত্রে এটি বহু ব্যবহারে জীর্ণ হয়ে যাওয়া বিষয়, তবে মাথার ভেতরে একটা বই রেখে দেওয়া, শব্দের পরে শব্দ রেখে দেওয়া, সবচেয়ে সেরা যাত্রা, চলচ্চিত্র, গুজব এসব বিষয়, যা মনের ভেতরে চলাচল করে, যখন আমার জিহ্বার ডগায় গল্প চলে আসে, আমরা মস্তিষ্কের স্নায়ুকোষে। ফারেনহাইট ৪৫১ ততটা কল্পনার জগতের যাত্রা নয়। সেখানে বইয়েরা অনেক বেশি বিপজ্জনক। সেখানে অগ্নিনির্বাপক কর্মীরা, আগুন নেভানোর পরিবর্তে বইপত্র জ্বালিয়ে দেয়। তারা আধুনিক মানুষদের বইয়ের হাত থেকে বাঁচানোর জন্য এই কাজ করে। সেখানে বই তাদের সম্ভাব্য অন্য জগতে নিয়ে যায়, বিপজ্জনক, সুন্দর অথবা বিপ্লবী এক চিন্তার জগতে।

কলম্বিয়ার একজন ভিডিও ব্লগার ঠিক করেছেন এখন তিনি থেকে বছরে প্রতিদিন একটি করে ভিডিও প্রকাশ করবেন। এই কাজে অংশগ্রহণকারী এবং অনুসরণকারীরা, এই প্রক্রিয়াটিকে সাহায্য করার ক্ষেত্রে তাদের চিন্তা যুক্ত করছেন। আলেজান্দ্রো এনজেল লিখেছেন অংশগ্রহণকারী ও অনুসরণকারীরা অবশ্যই হাসটাগ#ভ্লগ৩৬৫ ব্যবহার করবে:

কাজেই এক প্রশ্ন থেকে যাচ্ছে, ২০১০ সাল কি কলম্বিয়ার জন্য এক ভিডিও ব্লগ হিসেবে বিবেচিত হবে? মুউরিসিয় গোনজালেজ (@মুইরিচিওয়েব) এর মত অনেক টুইটার ব্যবহারকারী ইতোমধ্যে উৎসাহ প্রদান করা প্রথম বাক্য পাঠিয়ে দিয়েছে:

Ánimo @Luisasantiaga @ErikaPao @alejandroangel hay que ser un berraco y tener mucha pasión para sacar adelante 365 videos al año. #vlog365

@লুইসাসান্তিয়াগা, @এরিকাপাও, @আলেজান্দ্রোএঞ্জেলের কাজের ক্ষেত্রে উৎসাহ প্রদান করা হল, বছরের ৩৬৫ দিনে ভিডিও নির্মাণের জন্য একজনকে অবশ্যই সাহসী এবং প্রচুর ধৈর্যশীল হতে হবে।

উদাহরণ হিসেবে ভ্লগ ৩৬৫ থেকে কেউ যদি ভিডিও দেখতে চায়, তা হলে জুয়ান ডেভিড এসকোবারের নির্মাণ করা সম্প্রতি ভিডিও দেখতে পারে। তিনি এমন একজন ভিডিও ব্লগার, যিনি প্রতিদিন ভিডিও নির্মাণ করেন। তিনি সম্প্রতি কিউডাড বলিভারের রাস্তায় মোটরসাইকেলে করে ঘুরে এসেছেন। সেখানে তিনি গিয়েছিলেন মাংস, সব্জি, ফল ইত্যাদি ভরে ভাজা ল্যাটিন আমেরিকার বিশেষ পিঠা জাতীয় খাবার তার প্রিয় এমপানাডা কেনার জন্য

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .