আর্জেন্টিনা: আবেগধর্মী সঙ্গীতের প্রবাদপুরুষ সান্ড্রো নামের গায়ক মারা গেছেন

রবার্টো সানচেজকে সবাই আদর করে ডাকত সান্ড্রো বলে। সবার আদরের সান্ড্রো গত ৪ঠা জানুয়ারি আর্জেন্টিনার মেন্ডোজাতে মারা গেছে। তাকে ১৯৬০-এর দশকে আর্জেন্টিয়ার রক সঙ্গীতের অন্যতম পথিকৃৎ হিসেবে মানা হয়। এরপর সারা ল্যাটিন আমেরিকায় আবেগধর্মী গায়ক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময় পর্যন্ত তার প্রদর্শনী অর্জেন্টিনায় নানাজনকে আকর্ষণ করছে, কিন্তু মৃত্যুর আগে স্বাস্থ্যগত কারণে তিনি এসব অনুষ্ঠান করা ছেড়ে দেন।

ধুমপানের অভ্যাসের কারণে বিগত দিনগুলোতে তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা তৈরি হয়। এ ছাড়াও তার হৃৎপিণ্ডে সমস্যা দেখা দেয়। শারীরিক অবস্থার কারণে তার হৃৎপিণ্ড এবং ফুসফুস প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়ে। নভেম্বর ২০০৯-এ, তার শরীরে এসব অঙ্গ প্রতিস্থাপন করা হয়। এর পঁয়তাল্লিশ দিন পড়ে সান্ড্রো মারা যান। মারা যাবার সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর।

ছবি গ্লোবোভিশন এর সৌজন্য পাওয়া এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।

ছবি গ্লোবোভিশন এর সৌজন্য পাওয়া এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহার করা হয়েছে।

ব্লগ এসকারিবোনডো এন ভোজ অল্টার [স্প্যানিশ ভাষায়] -ব্লগের রুথ ভিলারের মতে, তারা বলছে, “সান্ড্রো আমাদের কেবল শারীরিকভাবে ছেড়ে চলে গেছে, কারণ আমরা জানি মহৎ হৃদয়ের মানুষেরা মারা যায় না এবং তিনি সেই সব মহান মানুষদের দলে পড়েন”।

ব্লগ এক্সট্রিমিস্টা [স্প্যানিশ ভাষায়] লিখেছে যে, “অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আর্জেন্টিনার কংগ্রেসে রাখা রবার্টো সানচেজের মরদেহকে শেষ বিদায় জানানোর জন্য ৫০ হাজারের বেশি লোক সমবেত হয়েছিল। কবরস্থান পর্যন্ত তার মরদেহ বহন করা গাড়িকে যে সমস্ত গাড়ি অনুসরণ করছিল সেগুলো প্রায় ১০০টির মত মালা বহন করেছিল”।

ডা. জেন [স্প্যানিশ ভাষায়] এই গায়কের মৃত্যুর সম্ভাব্য প্রভাবের উপর মনোযোগ প্রদান করেছেন: “আশা করা যায় এর ফলে লোকজন ধুমপানের বিপদ সম্পর্কে সচেতন হবে এবং এই ঘটনার পর অনেক লোক ধুমপান করা ছেড়ে দেবে। এটি তারা করবে স্বাস্থ্যগত উপদেশের কারণে নয়, সান্ড্রোর ক্ষেত্রে যা ঘটেছে তার কারণে”।

তার মৃত্যুর ঘটনা অনেক সাময়িকী এবং দৈনিক পত্রিকার প্রচ্ছদে ঠাঁই পেয়েছে। ব্লগ লাডো বি [স্প্যানিশ ভাষায়]-এর ব্লগার ইরিনা যেমনটা বলছেন, “ তার অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য ধারণ করার জন্য টিভি ক্যামেরার উপস্থিতির অনুমতি প্রদান করা হয়নি”। সান্ড্রোর পরিবার কাউকে ক্যামেরা না আনার জন্য অনুরোধ করেছিল। তবে সি৫এন চ্যানেল তার অন্ত্যেষ্টিক্রিয়ার এক ভিডিও প্রদর্শন করেছে, এই চ্যানেলটি মৃতের পরিবারের ইচ্ছার প্রতি শ্রদ্ধা পোষণ করল না। এই বিষয়টি জানিয়েছে ব্লগ ২প্যাপিরোস [স্প্যানিশ ভাষায়]

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .