- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কাজাখস্তান: ব্লগাররা শুল্ক জোট আর জনগণের কল্যাণ নিয়ে আলোচনা করছেন

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, কাজাখস্তান, আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা ও অর্থনীতি, রাজনীতি, সরকার

ব্লগাররা আলোচনা করেছেন যে জানুয়ারী ১, ২০১০ [1] তারিখে শুরু হওয়া রাশিয়া, বেলারুস আর কাজাখস্তানের মধ্যকার কাস্টমস ইউনিয়ন (শুল্ক জোট) কাজাখস্তানকে কি দেবে। তিন দেশের একটা বাণিজ্যিক ব্লককে তাদের সরকার দেখছেন ইউরেশিয়ার অর্থনৈতিক ইউনিয়নের প্রথম ধাপ হিসেবে।

কিছু বিশেষজ্ঞ মনে করেন এটা কাজাখ কর্তৃপক্ষের জন্য সঠিক সিদ্ধান্ত, বিশেষ করে ঘনিয়ে আসা চীনা অর্থনৈতিক প্রভাবের কারনে। ওদিকে সন্দেহভাজনরা বলেন যে রাশিয়ার পণ্য ও সেবাকে তুলে ধরার জন্যে রক্ষণশীল নীতি তৃতীয় দেশের প্রতিযোগিতা মূলক পণ্য আর সেবার মূল্য বৃদ্ধি করবে।

অনেকে এই পদক্ষেপকে স্থানীয় উৎপাদকদের জন্য মৃত্যু পরোয়ানা হিসেবে দেখছেন, আর অন্যরা বলছেন যে এখানে এমন গুরুত্বপূর্ণ কোন উৎপাদন শিল্প নেই হত্যা করার মতো।

গ্রাঞ্জ আমির এই শুল্ক জোটকে কাজাখস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখেন [2]:

কাজাখস্তানকে রাশিয়ার কাছে বিক্রি করে দেয়া হয়েছে- এটা সত্য। রাশিয়ার ৮২% কাস্টমস ট্যারিফ অপরিবর্তিত থাকবে, বেলারুসের ৭৫% ট্যারিফ একই থাকছে, আর কাজাখস্তানের মাত্র ৪৫% অপরিবর্তিত থাকবে।

মেগাখুইমিয়াক অবশ্য বেশী আশাবাদী [3]:

কাস্টমস ইউনিয়নের দলিলে একটি বিবরণ আছে- তিনটি দেশের মধ্যে কাজাখস্তানে সব থেকে কম কর। তাই এটা সম্ভব যে কিছুটা ব্যবসা এখানে চলে আসবে, বিশেষ করে বেলারুস থেকে।

থাউজেন্ড-পা ইউনিয়নের মধ্যে প্রথম গরমিলের লক্ষণ দেখেছেন [4]:

কেমন লাগছে? নতুন তৈরি কাস্টমস ইউনিয়ন এরই মধ্যে ধ্বংসের আলামত দেখাচ্ছে। রাশিয়া থেকে বেলারুস- “অর্থ নেই, তেল নেই।“ বেলারুস থেকে রাশিয়া- “তেল নেই, প্রাকৃতিক গ্যাস যাওয়ার পথ দেয়া হবে না।“ এই ইউনিয়ন নিয়ে কত কথা হয়েছিল।

এরই মধ্যে, এপোলেট ব্লগ সরকারী পরিসংখ্যান আর নথি পড়েছেন [5]:

প্রচারণা জানায় যে কাজাখস্তানের গড় বেতন ১৯৯৩ থেকে ৫৩৫.৫ ভাগ বেড়েছে। আপনি যদি ডলারের বিনিময় হারের সাথে এটার হিসাব করেন, বৃদ্ধি ১৪.৩ ভাগ হবে। আর এর পরে কারেন্সির নিম্ন মান হিসাব করলে, প্রবৃদ্ধির হার নাগালের মধ্যে।

কিন্তু টরনেডো যোগ করেছেন [6], কিছু মানুষ এই হার থেকে অন্যদের তুলনায় অন্যভাবে ব্যাখ্যা করেন:

একজন ভূতপূর্ব কাজাখস্তানী কর্মকর্তার বৈভব দেশের জিডিপির ৩ শতাংশ। ‘সোভিয়েত’ বংশ থাকা একনায়করা শীর্ষ ৩০০ সুইস নাগরিকের মধ্যে উপরের আসনগুলো দখল করে আছেন। উদাহরণ স্বরূপ বর্তমানে গেজেভাতে বসবাসকারী ভিক্টর ক্রাপুনোভ আলমাতির ভূতপূর্ব মেয়র, ওখানে আছেন ৩০০-৪০০ মিলিয়ন ফ্রাঁ এর সম্পদ নিয়ে।

বলা বাহুল্য, উপরে বর্ণিত মানুষটির কখনো কোন ব্যবসা ছিল না আর তিনি সারা জীবন সরকারী চাকুরি করেছেন।