- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: আপনি কি ‘নগ্ন বিয়ে’ মেনে নেবেন?

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, লিঙ্গ ও নারী

চীনের নেটিজেনদের মধ্যে সম্প্রতি একটি শব্দ জনপ্রিয় হয়ে উঠেছে। এর নাম “‘নেকেড ম্যারিয়েজ’ [1] বা নগ্ন বিবাহ (裸婚)। শব্দটিকে ভুল বুঝবেন না। তবে এই পদের একটি বিশেষ অর্থ রয়েছে: এর মানে কোন বাড়ি, গাড়ি, হিরের আংটি এবং বিয়ের উপযুক্ত পোশাক ছাড়াই বিয়ে করা। এই ধরনের বিয়ে মানে ছবি তোলা এবং বিয়ের নিবন্ধন পত্র নেওয়া। নগ্ন বিয়ের আনুষ্ঠানিকতা বলতে এইটুকুই। আপনি কি এই ধরনের বিয়ে মেনে নেবেন?

‘নগ্ন’ বিয়ের ক্ষেত্রে যে বিষয়টি প্রধান হয়ে দাঁড়ায়, তা হল কোন গৃহ বা বাড়ি না থাকা। জনপ্রিয় এক টিভি নাটক “ডুয়েলিং ন্যারোনেস [2](房奴)”। এই নাটক সম্মিলিত ভাবে চীনের “হাউস স্লেভ” বা গৃহভৃত্য নামক দাসত্বের বিরুদ্ধে লড়াই করছে। তাদের জন্য এই লড়াই যারা বিশেষত ১৯৮০ সালের পরে চীনে জন্মগ্রহণ করেছে। তাদের তারুণ্যের উচ্চাশা হতাশায় পরিণত হচ্ছে, কারণ চীনে গেরস্থালির পণ্য সামগ্রীর দাম আকাশ ছোঁয়া এবং অনেকের বন্ধক বা ঋণ নেওয়ার সামর্থ্য নেই।

সম্ভবত “নগ্ন বিবাহ” পাশ্চাত্য দেশগুলোতে অনেক সাধারণ বিষয়। সেখানকার দম্পতিরা ভালবাসা পেতে চায়, তারা গাড়ি, অথবা ব্যাংকে জমা মোটা অঙ্কের টাকার জন্য ততটা লালায়িত নয়। তবে চীনে বিষয়টি ভিন্ন – এখানে ঘরবাড়ি নিশ্চয়তার একটি বড় প্রতীক। ফলে খুব কম অবিবাহিত নারী (অথবা তাদের পিতামাতা) এক অসফল পুরুষকে বিয়ে করতে রাজী হয় এবং সফল একজন মানুষকে চিহ্নিত করার ক্ষেত্রে একটা ফ্ল্যাট বা ঘর অনেক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়ায়।

গতমাসে পরিচালিত এক অনলাইন জরীপে এই বিষয়টি সম্বন্ধে নিশ্চিত হওয়া গেছে। সোহু [3]এই জরিপ পরিচালনা করে। এই জরীপের শিরোনাম ছিল, “এই নতুন যুগের হাওয়ায়, আপনি কি নগ্ন বিবাহকে গ্রহণযোগ্য মনে করেন?, ৪৩ শতাংশ ব্যক্তি উত্তর দিয়েছে তারা একে গ্রহণযোগ্য মনে করে, এবং ৪৭ শতাংশ ব্যক্তি একে গ্রহণযোগ্য মনে করে না। তবে যখন এই জরিপের ফলাফল লিঙ্গীয় দিক দিয়ে বিচার করা হয়েছে, তখন দেখা গেছে এর ফলাফল এক কৌতূহলজনক দিক উন্মোচন করেছে: ৮০ শতাংশ পুরুষ এই বিষয়টিকে গ্রহণ করতে রাজী, অন্যদিকে ৭০ শতাংশ নারী এই বিষয়টি গ্রহণ করতে রাজী নয়।

নি:শর্ত ভালবাসা এবং বাস্তব বুদ্ধির মধ্যে কোনটা বেছে নেবেন? চীনা ধারণায় বিবাহের ফলাফলকে আমরা কি ভাবে পড়তে পারি? ব্লগিং প্লাটফর্ম সোহু ওয়েবের পাতায় বেশ মন্তব্য [4] এসেছে, যা কিছু কৌতূহলজনক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে:

搜狐贵州省遵义市网友 (2009-12-24 02:05:30): 说明一个社会问题,社会给男性很大的压力,在这个发展迅速的社会里面,物价与工资待遇的不等。具我对我周边的很多男性朋友的了解,一谈到结婚就害怕,说起 结婚所要的东西花费的钱就一头烂泥,还有现在很多女性对于南方结婚的要求也很高,车、房都要有。试想一下男性的工资与现在社会的消费及放假的高矮,一个男 性平均下来一个月的工资只能买到一块地板砖的位置,还要生活,除非有第二职业、非法盈利或收入,一般男性在结婚前是很难买的起房子的。这给男性带来了很大 的压力。也许“裸婚”对与爱来说真的是一种考验,说爱那么幸福是大家一起创造的,不是男性一个人先创造好的。

এটা একটা সামাজিক সমস্যার কথা বলছে। এই সমাজ পুরুষের উপর মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগ করছে। এই সমাজ অনেক দ্রুত প্রবৃদ্ধি লাভ করা এক অর্থনীতি দ্বারা পরিচালিত। যে হারে দাম বাড়ছে, তার তুলনায় বেতন যথেষ্ট বাড়ছে না। আমার চারপাশে যে সমস্ত পুরুষ বন্ধু রয়েছে তারা বিয়ের কথা বলতে ভয় পায় এবং চাপিয়ে দেওয়া ব্যয়ের কারণে বিয়ে করতে নিরুৎসাহ বোধ করে। এখনকার মেয়েদের চাহিদা অনেক: বাড়ি, গাড়ি ইত্যাদি। তবে একবার ভাবুন পুরুষেরা যে সামান্য বেতন পায় তার কথা, এবং আজকের জীবনযাত্রার ব্যয়ের কথা। এই যুগে সাধারণ যে মাসিক আয়, তা দিয়ে একটা বাড়ি তো দূরে থাক, তার একটা ইঁট কেনাও সম্ভব না, যদি না কারো দুই নম্বর কোন পেশা বা আয়ের ব্যবস্থা থাকে, আর পেট চালানোর কথা না বলাই ভাল। সাধারণ আয়ের মানুষের মধ্যে খুব কম জনই বিয়ের আগে ফ্ল্যাট বা বাড়ি কেনার কথা চিন্তা করতে পারে। এই বিষয়টি পুরুষের উপর প্রচণ্ড চাপ তৈরি করে। সম্ভবত ‘নগ্ন বিবাহের’ ধারণা ভালবাসার এক অগ্নিপরীক্ষা। ভালবাসা এমন এক সুখ, যা নর ও নারী দুজন মিলে তৈরি করে। এটা কেবল পুরুষের একার অগ্রিম সৃষ্টি করা কোন বিষয় নয়।

搜狐江苏省南通市网友 (2009-12-24 03:21:20): 裸婚是对现实的一种逃避。其实作为20几岁的女孩子,我遇到的很多同龄的女孩子还有他们的父母,还是非常理性的。我父母就说,现在房价这么高,要谁家男孩 子的父母去买套房子来结婚,挺过分的,有房子的很好,没房子的两家一起尽力买,父母没有经济实力帮忙的,小两口结婚后自己慢慢解决。我父母一直说,男生和 他家人的人好不好比钱重要,要是有钱可是对你不好也没有。所以,理性的女孩子还是很多的,非得有房有车有钻戒才结婚的,毕竟不是多数。当然,你要是非得去 追求那种心高气傲的美眉,那就没辙了。可是,裸婚太讽刺了吧,我看走婚比这还靠谱儿的,各住各家不更好吗。想裸婚的男人们,本身就不负责任,因为你压根儿 就没有想和人家好好生活!

‘নগ্ন বিবাহ’ বাস্তব থেকে পলায়নের এক উপায় মাত্র। বিশ বছরের তরুণী হিসেবে আমি একই বয়সের অনেক মেয়ের সাথে মিশেছি। তারা সকলেই বিবাহযোগ্য কন্যা। তাদের সাথে তাদের পিতামাতাও ছিল। তাদের সকলের মানসিকতাকে যৌক্তিক বলা যায়। আমার বাবামা বলেন, যেখানে একটা বাড়ি কেনা খুব ব্যয়বহুল বিষয়, সেক্ষেত্রে কোন তরুণকে বিয়ের আগে বাড়ি কেনার কথা বলা খুবই অযৌক্তিক। বিয়ের আগেই পুরুষের ফ্ল্যাট বা বাড়ি থাকা ভালো। তবে কারো যদি ফ্ল্যাট না থাকে তা হলে উভয়পক্ষ ধারাবাহিক ভাবে এই সমস্যার সমাধান করতে পারে। আমার বাবা-মা আরো বলছে, অর্থ থাকুক বা না থাকুক, একটা মানুষের চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। এসব কারণে বলা যায়, এখনো চারপাশে অনেক তরুণী রয়েছে, যারা যৌক্তিকতা বোঝে। যারা গাড়ি, বাড়ি অথবা হীরের আংটি খোঁজে, সে সব নারী অনেক দুর্লভ। যদি কেউ এ রকম বস্তুগত মানসিকতার নারী খোঁজে সেটা অবশ্য সেটা অন্য বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে বলা যায় না, নগ্ন বিবাহ অনেক বাড়াবাড়ি কোন এক বিষয়? আমি মনে করি তার বদলে আলাদা ভাবে বাস করাই ভালো। যে সমস্ত পুরুষ ‘নগ্ন বিবাহ’ করতে চায় তারা আসলে দায়িত্বহীন, কারণ আপনি কখনই আপনার অর্ধাঙ্গিনীর অবদান ছাড়া একটা সুন্দর জীবনের কথা ভাবতে পারেন না!

জনতার বুদ্ধিজীবী উইয়ুইসানরেন [5] (五岳散人) সাংস্কৃতিক কারণ বের করেছেন, কেন নারীদের চেয়ে পুরুষেরা ‘নগ্ন বিবাহ’ পছন্দ করে:

并非是女性更注重现实利益,而是我们这个社会毕竟还是男权社会,男性在主导社会的同时,也承担着更多的社会与家庭责任。这也证明,我们社会的女士还是具有深刻的自身角色意识,而整个社会本来应该勇于承担的男同胞们倒是有所退缩。

বিষয়টা এমন নয় যে, নারীরা অনেক বেশি বাস্তববাদী, কিন্তু আমাদের সমাজ এখনো পুরুষ-কেন্দ্রিক, এর মানে হচ্ছে পরিবারের অনেক দায়িত্ব এখনো পুরুষের কাঁধে বর্তায়। এটা প্রমাণ করে যে আমাদের নারীরা এই বাস্তবতাকে উপলব্ধি করে এবং সেই অনুসারে আচরণ করে। যারা ‘নগ্ন বিবাহ’ করে, সেই সমস্ত ভদ্রলোকদের এই সব দায়িত্ব নেবার মত সাহস নেই।

এরপর তিনি এর কিছু বাস্তববাদী কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন:

任何一个社会里,财产这件事都是与时间联系在一起的,年轻人都是有消费欲望而消费能力欠佳。可很多人到了有足够能力消费的年龄段之时,往往又属于那种“贼心、贼胆都有了,但贼没了”的境地。

প্রত্যেক সমাজে সময়ের সাথে সম্পদকে জুড়ে দেওয়া হয়। তরুণদের ভোগ করার ইচ্ছা থাকে, কিন্তু তাদের অর্জন করার ক্ষমতা থাকে না। যখন তারা বৃদ্ধ হয়, তাদের তখন এসব সম্পদ অর্জন করার ক্ষমতা তৈরি হয়, কিন্তু তখন তাদের সে সব বস্তু ভোগ করার মানসিকতা থাকে না।

现代社会解决的方式就是金融产品的创新,使得中年之后过剩的消费能力预支到青年时期… 银行按揭就是这种理念的现实手段之一。不过,还是有很多人买不起房子,或者不敢利用这种调整一生收入的举措,除了首付之类的东西太高之外,更多的是对于未 来的担心。而这种担心是双方面的,一方面是担心自己的未来,另一方面,银行也在担心你的未来。两边全担心的结果,就是这种金融手段看着已经成了主流,实际 上不但享受此待遇的人不多

আধুনিক সমাজ এই দ্বন্দ্বকে অর্থনৈতিক উদ্ভাবনের মাধ্যমে সমাধান করেছে। এই ধরনের সমাজ বৃদ্ধের অতিরিক্ত ভোক্তা ক্ষমতা তরুণদের প্রদান করে। সমাজ এই কাজটি করে এক ধরনের ঋণের বিনিময়ে…। এ কারণে, বন্ধকী প্রথা এর এক উদাহরণ। এখনো অনেক লোক বাড়ি কেনার মত ক্ষমতা অর্জন করতে পারে না, অথবা তারা সারা জীবনের সঞ্চয় দিয়েও উদ্ভাবিত অর্থনৈতিক পন্থাগুলো গ্রহণ করতে সাহস করে না। এ ছাড়াও ঋণ পরিশোধের ক্ষেত্রে উচ্চ হারে সুদ প্রদান করতে হয়। এ কারণে লোকজন তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে ব্যাংকগুলো জনগণের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এইসব শঙ্কার ফলাফল হল সমাজের খুব সামান্য কয়েকজন এইসব উদ্ভাবিত অর্থনৈতিক পদ্ধতি উপভোগ করতে পারে।

看,如果我们不讨论道德与文化,也是可以找出一些更现实的理由的。只是这种缘由想要改变,倒还真不如直接去PK道德呢,因为那样不但比较安全,而且不会伤害某些特殊的利益阶层。

দেখুন, যদি আমরা নৈতিকতা এবং সংস্কৃতি নিয়ে আলোচনা এড়াতে পারি, তা হলে আমরা এখনো এর এক বাস্তববাদী কারণ খুঁজে বের করতে পারব। কিন্তু আমরা যদি এর পরিবর্তন চাই, তা হলে সংস্কৃতির মধ্যে এর সমালোচনা করা উত্তম। এটা অনেক নিরাপদ এবং এটা বিশেষ শ্রেণীর আগ্রহকে আহত করবে না।